সময়সূচীফুটবল
Trending

আর্জেন্টিনা খেলা কবে ~কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি ২০২২

কাতার বিশ্বকাপ ২০২২ চলে এসেছে। আর্জেন্টিনা খেলা কবে? কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি ২০২২ সহ সকল বিস্তারিত আমাদের আজকের এই নিবন্ধে।

খেলাফিফা বিশ্বকাপ ২০২২
গ্রুপ“সি”
প্রতিপক্ষ দলসৌদি আরব, পোল্যান্ড, মেক্সিকো, 
বাংলাদেশ সময় ও বারবিকাল ৪টা , রাত ১টা। মঙ্গলবার, রবিবার, বৃহস্পতিবার
শুরু হবেঃ২২ নভেম্বর
ভেনুলুসাইল স্টেডিয়াম ও রাস আবু আবুদ
আর্জেন্টিনা খেলা কবে ~কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি ২০২২
আর্জেন্টিনা খেলা কবে

কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি ২০২২

ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ আর কয়দিন বাকী আগের ভাগে আর্জেন্টিনার ভক্তরা আর্জেন্টিনা খেলা কবে জানতে চাই। তারি ধারাবাহিকতায় কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি ২০২২ প্রকাশ করা হল। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ শে নভেম্বার রোজ মঙ্গলবার আর্জেন্টিনা বনাম সৌদি আরব মধ্যকার ম্যাচের মাধ্যমে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৪ টায়, লুসাইল স্টেডিয়ামে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭শে নভেম্বার রোজ রবিবার আর্জেন্টিনা বনাম মেক্সিকো। খেলাটি বাংলাদেশ সময়ে রাত ১টা থেকে শুরু হতে যাচ্ছে লুসাইল স্টেডিয়ামে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার আর্জেন্টিনা বনাম পোল্যানন্ডের মধ্যকার খেলাটি রাত ১টা থেকে শুরু হতে চলেছে রাস আবু আবুদ স্টেডিয়ামে। 

তারিখ ও বারআজকের ম্যাচবাংলাদেশ সময়ভেনু
২২ নভেম্বর, মঙ্গলবারআর্জেন্টিনা বনাম সৌদি আরববিকাল ৪টা লুসাইল স্টেডিয়াম
২৭ নভেম্বর, রবিবারআর্জেন্টিনা বনাম মেক্সিকোরাত ১টালুসাইল স্টেডিয়াম
১ ডিসেম্বর, বৃহস্পতিবারআর্জেন্টিনা বনাম পোল্যান্ডরাত ১টারাস আবু আবুদ

 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দল

কাতার বিশ্বকাপে মেসির সাথে খেলবেন বিভিন্ন নামকারা ক্লাবের প্লেয়ার। তবে এখন তারা খেলবে দেশের হয়ে আর্জেন্টিনার জার্সিতে। মোট ২৬ জনের স্কোয়াডে সবথেকে বড় চমক হিসেবে থাকছে লিওনেল মেসি (পিএসজি)।

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) গোলকিপার হিসেবে থাকছে ৩জন।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), জার্মান পেৎসেয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (সেভিয়া), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), হুয়ান ফইথ (ভিয়ারিয়াল)। ডিফেন্ডার হিসেবে থাকছে ৯ জন।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), আলেক্সিস মাকআলিস্তার (ব্রাইটন), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), এনসো ফার্নান্দেজ (বেনফিকা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন) মিডফিল্ডার হিসেবে থাকছে ৭ জন।

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (জুভেন্টাস), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি) ফরোয়ার্ড হয়ে খেলবেন ৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button