আর্জেন্টিনা বনাম পেরু লাইভ অনূর্ধ্ব ২০ আজকের ম্যাচ, আর্জেন্টিনা বনাম পেরু আজকের খেলা কোন চ্যানেলে দেখাবে? কলম্বিয়া অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ এর ১০৬ তম আসরের গ্রুপ পর্বের খেলা চলছে। এবার আসলে অংশগ্রহণ করেছে মোট ১০ টি দল। সেখানে পাঁচটি করে দল নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে গ্রুপ পর্বের ম্যাচ। এ কে গ্রুপে আর্জেন্টিনার সাথে রয়েছে প্রতিবেশী দেশ ব্রাজিল ও। এ গ্রুপ থেকে আজকে ২৬ শে জানুয়ারি ( বৃহস্পতিবার) বাংলাদেশ সময় ভোর ৪.০০ টাই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম পেরু লাইভ ম্যাচটি। আর্জেন্টিনা বনাম পেরু আজকের ম্যাচ কখন শুরু হবে, আর্জেন্টিনা আজকের ম্যাচ বাংলাদেশ থেকে দেখার উপায় সহ ম্যাচটি সম্পর্কে যাবতীয় আপডেট নিউজ জানতে থাকুন খেলা ১৮ এর সাথে।
টুর্নামেন্টের নাম | অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩ |
মোট দল | ১০ টি |
মোট গ্রুপ | ২ টি ( A ও B ) |
আজকের ম্যাচ | আর্জেন্টিনা বনাম পেরু |
আর্জেন্টিনার পয়েন্ট | ০ পয়েন্ট ( ২ ম্যাচে ২ টাতেই পরাজয় |
পেরুর পয়েন্ট | ০ পয়েন্ট ( ৩ ম্যাচে ৩ টাতেই পরাজয় |
আর্জেন্টিনা বনাম পেরু লাইভ
অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ গ্রুপ পর্বে “এ” গ্রুপ থেকে আজ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪.০০টাই আর্জেন্টিনা মুখোমুখি হবে পেরুর বিপক্ষে। ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফুটবল প্রেমীদের উন্মাদনা চলুন দেখে আসি আর্জেন্টিনা বনাম পেরু লাইভ ম্যাচের সময়সূচী।
আর্জেন্টিনা বনাম পেরু লাইভ স্কোর
আর্জেন্টিনা: ১ ( গিনো.ইনফান্তিনো ৪১” )
পেরু: ০
আর্জেন্টিনা বনাম পেরু লাইভ ম্যাচ কোন চ্যানেলে দেখাবে
বাংলাদেশ থেকে আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচ লাইভ দেখতে হলে Toffee Apps ডাউনলোড দিয়ে Categories থেকে Sports এ গিয়ে লাইভ দেখতে পারবেন আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচ।
Country | Channel /apps name |
Bangladesh: | Toffee App / TV channels |
Brazil: | TV Globo/SporTV |
Bolivia: | Unitel |
Chile: | Canal 13 |
Colombia: | Caracol Televisión, RCN Televisión |
Ecuador: | DirecTV Sports |
Argentina: | TyC Sports |
Venezuela: | Televen |
Uruguay: | Dexary Eventos |
Peru: | DirecTV/Latina |

আর্জেন্টিনা বনাম পেরু আজকের খেলার দুই দলের খেলোয়াড় তালিকা
অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ গ্রুপ পর্বে “এ” তে খেলছে পাঁচটি দল। এই গ্রুপে আর্জেন্টিনা ব্রাজিল ছাড়াও রয়েছে প্যারাগুয়ে কলম্বিয়া ও পেরু।আর্জেন্টিনা গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে পাঁচটি ম্যাচ। এরমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা । তবে দুঃখের বিষয় যে আর্জেন্টিনা গ্রুপ পর্বে খেলা দুটি ম্যাচের একটি তেউ যেতে পারিনি। অন্যদিকে আজকের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু গ্রুপ পর্বে খেলে ফেলেছে তিনটি ম্যাচ যার সবকটিতে হেরেছে দলটি চলুন দেখে আসি আজকের ম্যাচে দুই দলের খেলোয়াড় তালিকা।
আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে
অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ২০২৩ গ্রুপ পর্বে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে পেরু এর বিপক্ষে। তবে আর্জেন্টিনা গ্রুপ এ তে পয়েন্ট তালিকায় রয়েছে ৪ নম্বরে। কারণ আর্জেন্টিনা গ্রুপ পর্বে প্যারাগুয়ে ও ব্রাজিলের সাথে দুটি ম্যাচে দুটিতেই হেরেছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে আর্জেন্টিনা কে জিততে হবে চলুন দেখে আসি আজকের ম্যাচে আর্জেন্টিনার খেলোয়ার তালিকা।
১. এফ. গোমেজ গার্থ ( গোল রক্ষক)
২. জে. অডে
৩. ভি.গোমেজ
৪. এল.এফ দি লোল্লো
৫. এ.গিয়াই
৬. এম.পেরোন
৭. গিনো.ইনফান্তিনো
৮. এন.পাজ
৯. এস.কাস্ত্রো
১০. এ.ভেলিজ
১১. এন.ভাইয়েহো
পেরুর খেলোয়ার তালিকা আজকের ম্যাচে
এ গ্রুপে পাঁচটি দলের পয়েন্ট তালিকায় সবার শেষে ৫ নম্বর অবস্থান করছে পেরু। পেরু অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচের মধ্যে ফেলেছে তিনটি ম্যাচ যার প্রতিটিতেই হারতে হয়েছে পেরুকে। তাই পেরুর জন্য পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটাই অনেক চলুন দেখে আসি আজকের ম্যাচে আর্জেন্টিনা বিপক্ষে পেরুর খেলোয়ার তালিকা।
১. আলিয়ানজা লিমা( গোল রক্ষক)
২. ক্লুইভার্থ আগুইলার
৩. আরোন সানচেজ
৪. অ্যালেক্স মিগুয়েল কাস্টোডিও
৫. নিকোলাস আমাসিফুয়েন
৬. আলভারো রোজাস কুয়েসাদা
৭. গঞ্জালো জুনিয়র আগুয়েরে
৮. ডিটার হান্স ভাযকেজ সোতো
৯. সান্ডোভাল সান্সোস
১০. কেঞ্জি ক্যাব্রেরা
১১. ব্রুনো পর্তুগাল
আজকের ম্যাচে পেরু জয়লাভ করলেও পরবর্তী রাউন্ডে যেতে পারবেন না। অন্যদিকে আর্জেন্টিনার যেহেতু ২ টা ম্যাচে পরাজয় হয়েছে। তবে এই আজকের ম্যাচ সহ আরো একটা ম্যাচে জয়লাভ করতে পারলে গোল ব্যাবধানে এজিয়ে থাকলে যেতে পারে পরবর্তী রাউন্ডে।
আরো পড়ুন: পিএসজি খেলা কবে~পিএসজির আজকের খেলা কার সাথে জানুন
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)