ফুটবল
Trending

আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা পানামা ও কিউরাসাওয়ের বিপক্ষে

এ মাসের ২৩ মার্চ পানামার বিপক্ষে এবং ২৮ মার্চ কিউরাসাওয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন সদ্য ফিফা বর্ষসেরা ২০২২ এর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার স্কোয়াডে লিওনেল মেসিসহ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ী সকল খেলোয়াড়কে রেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলনি।

আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা পানামা ও কিউরাসাওয়ে বিপক্ষে
আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা পানামা ও কিউরাসাওয়ে বিপক্ষে

পানামা ও কিউরাসাওয়ে বিপক্ষে গোলরক্ষক তালিকা 

এমিলিয়ানো মার্টিনেজ: ২০২২ সালের কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ যার একান্ত ফুটবল দক্ষতার কারনে আর্জেন্টিনা তাদের তৃতীয় বারের মত ফিফা বিশ্বকাপের স্বাদ পেয়েছি। পানামা ও কিউরাসাওয়ে বিপক্ষে আর্জেন্টিনার খেলোয়াড় তালিকায় এমিলিয়ানো মার্টিনেজকে রাখতে কোন ভাবেই ভূল করেননি লিওনেল স্কোলনি। এমিলিয়ানো মার্টিনেজের বর্তমান ক্লাব এস্টন ভিলা।

জেরোনিমো রুল্লি: লিওনেল স্কোলনির ৩৫ সদস্যার গোলরক্ষকের স্কোয়াডে তরুণ ফুটবলার জেরোনিমো রুল্লির যায়গা হয়েছে। ২০১৬ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক হয়েছিলেন জেরোনিমো রুল্লির। তার বর্তমান ক্লাব স্পেনের ভিয়ারিয়াল। ভিয়ারিয়ালক্লাবের হয়ে জেরোনিমো রুল্লি এখনো পর্যন্ত ১৩ ম্যাচ খেলে গোল কনসিডেন্ট ১৬টি। সাথে আছে ২টি হলুদ কার্ডও। ভিয়ারিয়াল ক্লাবে তার বর্তমান মার্কেট ভেলো ১০ মিলিয়ন ইউরো।

ফ্রাঙ্কো আরমানি: ২০১৮ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হয় ফ্রাঙ্কো আরমানির। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ফ্রাঙ্কো আরমানি এখবন পর্যন্ত ১৮ টি ম্যাচ খেলেছেন। ফ্রাঙ্কো আরমানির বর্তমান ক্লাব রিভার প্লেটে ৩.২০ মিলিয়ন ইউরোতে খেলছেন। ফুটবল ক্লাব ক্যারিয়ারে ফ্রাঙ্কো আরমানি এখনো পর্যন্ত ৩টি ক্লাবের হয়ে সর্বমোট ৪৬৩টি ম্যাচ খেলার অবিজ্ঞতা সম্পূর্ণ এমন একজন খেলোয়াড়কেও লিওনেল স্কোলনি রেখেছেন এই তালিকায়।

পানামা ও কিউরাসাওয়ে বিপক্ষে আর্জেন্টিনার ডিফেন্ডার

নাহুয়েল মোলিনা: আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে নাহুয়েল মোলিনা এখনও পর্যন্ত ২৭ টি ম্যাচ খেলেছেন ডিফেন্ডার হয়েও ১টি গোল করেছেন। নাহুয়েল মোলিনার বর্তমানে স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলে থাকেন ২২ মিলিয়ন মার্কেট ভেলুতে। আতলেতিকো মাদ্রিদের হয়ে এখনো পর্যন্ত ২৯টি ম্যাচ খেলে ডিফেন্ডার হয়েও গল করেছেন ৩টি। সম্প্রতি পানামা ও কিউরাসাওয়ে বিপক্ষে আর্জেন্টিনার খেলোয়াড় তালিকায় রাখা হয়েছে তাকে।

গঞ্জালো মন্টিয়েল: পহেলা জানুয়ারি ১৯৯৭ সালে জন্ম নেওয়া ২৬ বছর বয়সি গঞ্জালো মন্টিয়েল আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ২২ টি ম্যাচ খেলেছেন। গঞ্জালো মন্টিয়েলের বর্তমান স্পেনের ক্লাব সেভিয়ার হয়ে ১২ মিলিয়ন ইউরোতে খেলে থাকেন। সেভিয়ার হয়ে গঞ্জালো মন্টিয়েল এখনও পর্যন্ত ৫৩টি ম্যাচ খেলেছেন। যেখানে ডিফেন্ডার হয়েও ২টি গোল করার রেকর্ড রয়েছে। পানামা ও কিউরাসাওয়ে বিপক্ষে আর্জেন্টিনার খেলোয়াড় তালিকায় গঞ্জালো মন্টিয়েলকে রেখেছেন লিওনেল স্কোলনি।

পানামা ও কিউরাসাওয়ে বিপক্ষে আর্জেন্টিনার মিডফিল্ডার

রদ্রিগো ডি পল: পুরো নাম রোদ্রিগো হাভিয়ের ডি পোল ২০২২ ফিফা বিশ্বকাপে তার ফুটবল নৈপুণ্য যারা বিশ্বকে বিভর করে রেখেছিল ডি পল ফিফা বিশ্বকাপ জেতাতে ছিল শতভাগ চেষ্টা। রদ্রিগো ডি পল বর্তমানে স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদে ৪০ মিলিয়ন মার্কেট ভেলুতে খেলে থাকেন।

এছাড়া আর্জেন্টিনার খেলোয়াড় সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হল।

আর্জেন্টিনা খেলোয়াড় তালিকা পানামা ও কিউরাসাওয়ে বিপক্ষে

পানামা ও কিউরাসাওয়ে বিপক্ষে আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা ৩৫ সদস্যের সম্পূর্ণ স্কোয়াড নিচে দেওয়া হল।

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ফ্রাঙ্কো আরমানি।
  • ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হের্মান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ, নেহুয়েন পেরেজ, লৌতারো ব্লাঙ্কো।
  • মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফের্নান্দেজ, ইজিকুয়েল পালাসিও, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, ফ্যাকুন্ডো বুওনানোত্তে, জিওভানি লো সেলসো।
  • ফরোয়ার্ড: লিওনেল মেসি (অধিনায়ক), লৌতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, অ্যাঙ্গেল কোরেয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া , এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন কার্বোনি, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, আলেজান্দ্রো গোমেজ।

আরো পড়ুন: ফিফা বর্ষসেরা একাদশ 2022-2023 ফিপ্রো

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

4.8/5 - (9 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button