আল নাসর খেলার সময় সূচি ২০২৩, সৌদি আরবের অন্যতম পেশাদার একটি ফুটবল ক্লাব আল নাসর। খুব সাম্প্রতিক সময়ে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগদান করার পর থেকে ক্লাবের জনপ্রিয়তা বেড়েগেছে কয়েকগুণ। তাই অনেকেই জানতে চাই আল নাসর খেলার সময় সূচি ২০২৩। খেলা ১৮ এর আজকের প্রতিবেদনে থাকছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর খেলার সময় সূচি ২০২৩।

আল নাসর খেলার সময় সূচি ২০২৩
আল নাসর ফুটবল ক্লাব টি সৌদি আরবের অন্যতম প্রতিযোগিতামূলক পেশাদার লীগ;সৌদি প্রফেশনালিগ এর দলগুলির মধ্যে অন্যতম একটি দল। আল নাসর ফুটবল ক্লাবটি সৌদি আরবের প্রফেশনালিগ এর ২০২২-২৩ মৌসুমে পয়েন্ট তালিকায় এখনো পর্যন্ত শীর্ষ অবস্থান করছে। নিচে ২০২২-২৩ মৌসুমে সৌদি আরবের ক্লাব আল নাসর খেলার সময় সূচি ২০২৩ প্রকাশ করা হলো।
তারিখ | বাংলাদেশ সময় ও দিন | ম্যাচ | জয়ী দল |
১০/০৪/২০২৩ | ০১টা AM সোমবার | Al Nassr vs Al Fayha | ০-০ ড্রা |
১৯/০৪/২০২৩ | ০১টা AM বুধবার | Al Nassr vs Al Hilal | Al Hilal ১-০ |
২৫/০৪/২০২৩ | ১২টা AM মঙ্গলবার | Al Nassr vs Al Wehda | Al Wehda ১-০ |
২৯/০৪/২০২৩ | ১২:৩০ AM শনিবার | Al nassr vs Al Raed | Al nassr ৪-০ |
0৮/০৫/২০২৩ | ১০টা PM সোমবার | Al Nassr vs Khaleej | ১-১ ড্রা |
১৭/০৫/২০২৩ | ১২:৩০ AM বুধবার | Al Nassr vs Al Taee | Al Nassr ২-০ |
২৪/০৫/২০২৩ | ১২:৩০ AM বুধবার | Al Shabab vs Al Nassr | Al Nassr ৩-২ |
২৮/০৫/২০২৩ | ১২টা AM রবিবার | Al nassr vs al Ittifaq | ড্রা ১-১ |
০১/০৬/২০২৩ | ১২টা AM বৃহস্পতিবার | Al nassr vs Al Fateh | Al nassr৩-০ |
উপরে প্রকাশিত আল নাসর খেলার সময় সূচি ২০২৩ প্রকাশিত হয়েছে। প্রকাশিত আল নাসর খেলার সময় সূচি ২০২৩ মূলত সৌদি প্রফেশনাল লীগ এর ২০২২-২৩ মৌসুমে খেলার সময় সূচি। প্রফেশনাল লীগ এর গত আসরের চ্যাম্পিয়ন আল নাসর এখনো পর্যন্ত রয়েছে ভালো অবস্থানে। আল নাসর সৌদি প্রফেশনাল লীগ এর ২০২২-২৩ মৌসুমে ২২ টি ম্যাচ খেলে ১৬ টি জয় ও ৪ টি ম্যাচ ড্র করেছে। এখনো পর্যন্ত ২০২২-২৩ মৌসুমে আল নাসর ফুটবল ক্লাব হেরেছে মাত্র ২টি ম্যাচে।
আরো পড়ুন: পিএসজি খেলার সময় সূচি ২০২৩
Al Nassr Next Match
সৌদি আরবের সেরা ফুটবল ক্লাবের পরবর্তী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ১০/০৪/২০২৩ রোজ সোমবার রাত ০১টা AM যা Al Nassr বনাম Al Fayha এর মধ্যকার ম্যাচটি বাংলাদেশ থেকে Sony Ten 5 SD/HD টিভি চ্যানেলের মাধ্যমে দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে আল নাসর সহ সকল ম্যাচের লাইভ ফলাফল দেখতে পারবেন।
আল নাসর এফসি খেলোয়াড় তালিকা ২০২৩
- Goalkeepers: Bukhari, Al-Owairedhi, Abdullah, Al-Aqidi, Rossi
- Defenders: S. Al-Ghannam, Al-Fatil, Al-Amri, Boushal, Konan, Al Mansour, Gonzalez, Qasheesh, Al-Faraj, Haqawi, Al-Oujami, Madu
- Midfielders: Al-Sulaiheem, Martinez, K. Al-Ghannam, Al-Najei, L. Gustavo, Al-Hassan, Yahya, Ghareeb, Al-Alawi, Masharipov, Talisca, Al-Khaibari
- Forwards: Ronaldo, Maran, Al-Nemer
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)