ইটের দাম 2023 বা 1000 ইটের দাম কত? নতুন বছরে (২০২৩) সিজেনের শুরুতে কমেছে ইটের দাম। বর্তমানে প্রতি হাজার এক নম্বর ইট বিক্রি হচ্ছে ১০ হাজার ৬০০ থেকে ১১ হাজার ৫০০ টাকার মধ্যে। তবে অঞ্চল ভেদে ইটের দাম কিছুটা পার্থক্য থাকতে পারে। তবে ইট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ইটের সাইজ দেখে বুঝতে হবে। কেননা বর্তমান সময়ে অনেক ভাটাই ইটের দাম কিছুটা কমিয়ে ইটের সাইজ ছোট করে থাকে। আজকের প্রতিবেদনটিতে আপনাদের জানানো হবে প্রতি হাজার ইটের বর্তমান দাম কত? বাংলাদেশের বিভিন্ন এলাকার আজকের ইটের দাম কত। এছাড়া ও জানা হবে সিরামিক ইটের দাম ২০২৩।

ইটের দাম 2023,1000 ইটের দাম কত?
বাংলাদেশে ইটের দাম সরকার কর্তৃক ধরা বাধা নির্ধারিত থাকে না। তবে মোটামুটি পর্যায়ে দামের একটি ধারণা থাকে। আজকে ইটের দাম ২০২৩ অনুযায় এক নম্বর ইট সর্বোচ্চ ১১ হাজার ৫০০ থেকে সর্বনিম্ন ১০ হাজার ৬০০ পর্যন্ত হয়েছে। তবে অঞ্চল ভেদে এই দামের রয়েছে ভিন্নতা। যেমন ঢাকার সাভার এলাকার মদিনা ব্রিকস ভাটার এক নাম্বার প্রতি 1000 ইটের দাম ১১ হাজার ৫০০ টাকা। ঢাকার মির্জাপুর এলাকার SBM, ও MSB, প্রতি 1000 ইটের দাম ১১ হাজার ৩০০ টাকা, , ABC প্রতি হাজার ইটের দাম ১১ হাজার টাকা।
যশোর, লাউজানি, বেনাপোল রোড L-STAR-B ভাটার এক নাম্বার ইট প্রতি হাজার ১০ হাজার ৫০০ টাকা। মির্জাপুর, হাঁটুভাঙ্গা, টাঙ্গাইল HBM ভাটার ইট প্রতি হাজার ১১ হাজার ২০০ টাকা। চলুন দেখে আসি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ১০০০ ইটের দাম কত।
•টাঙ্গাইল অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১১ হাজার ২০০ টাকা।
•সাতক্ষীরা অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১১ হাজার ২০০ টাকা।
•কক্সবাজার অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১১ হাজার ৫০০ টাকা।
•রংপুর বিভাগে অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১০ হাজার ৫০০ টাকা।
•বগুড়ায় অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১১ হাজার টাকা।
•বরিশাল অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১০হাজার ৫০০টাকা।
•চট্টগ্রাম অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১১ হাজার টাকা।
•যশোর অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১০ হাজার ৫০০ টাকা।
•সুনামগঞ্জ অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১১ হাজার টাকা।
•ময়মনসিংহ অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১১ হাজার টাকা।
•রাজশাহী অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১০ হাজার ৫০০ টাকা।
•খুলনা অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১০হাজার ৫০০ টাকা।
•সিলেট অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১০ হাজার ৭০০ টাকা।
•নোয়াখালীতে অঞ্চলে 1000 হাজার ইটের দাম : ১০ হাজার ৫০০ টাকা।
উপরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতি হাজার ইটের যে দামের তালিকা দেয়া হয়েছে তা কিছুটা কমবেশি হতে পারে তবে বর্তমান ইটের বাজার অনুযায়ী সর্বনিম্ন ইট প্রতি হাজার ১০ হাজার পাঁচশ টাকা থেকে সর্বোচ্চ ১১ হাজার ৭০০ টাকা পর্যন্ত চলমান। তবে সামনে ইটের সিজনে বাড়তে পারে ইটের দাম।
ব্লক ইটের দাম কত ২০২৩
বর্তমান বাংলাদেশে ৩৫ টির বেশি প্রতিষ্ঠান ব্লাক ইট বাজারে নিয়ে এসেছে। দেশে সর্ব প্রথম ২০০১ সালে কনকর্ড গ্রুপের একটি প্রতিষ্ঠান রাজধানীর তেজগাঁওয়ে ব্লক কারখানা তৈরি করে। এ ছাড়া সরকারের হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) আশির দশক থেকেই ব্লক নিয়ে কাজ করছে।
শুধু ঢাকাতেই ২৫টির বেশি ব্লক তৈরির প্রতিষ্ঠান রয়েছে। রাজধানীর বাইরে কিশোরগঞ্জ, পিরোজপুর, বরিশাল ময়মনসিংহ ও মুন্সীগঞ্জে ১০টির ব্লক কারখানা রয়েছে। যেখানে স্যান্ডউইচ প্যানেল ও ফেরোসিমেন্ট চ্যানেল, সিএসইবি, সিএসইবি ইন্টার লকিং, স্যান্ড সিমেন্ট হলো ব্লক, থার্মার ব্লক, মতো আধুনিক ব্লক তৈরি করছে। বর্তমান ১৫.৬ ইঞ্চি * ৭.৫ ইঞ্চি ১০০০ ব্লাক ইটের দাম পড়ছে ৪৫ হাজার টাকা।
সিরামিক ইটের দাম ২০২৩ – মিরপুর সিরামিক ইটের দাম
সিরামিক ইট, একটি বিশেষ ধরনের ইট। সিরামিক ইট সাধারণত মেশিনের সাহায্যে তৈরি করা হয়। এই ইটের একটি বিশেষ গুণ যে ওয়ালে প্লাস্টার না করলেও শোভা পায় অন্যরকম সৌন্দর্য। এছাড়াও সিরামিক ইট সাধারণ ইটের তুলনায় সাইজে কিছুটা বড় থাকে। সিরামিক ইটের দাম ২০২৩ অনুযায়ী মিরপুর সিরামিক ইটের দাম প্রতি হাজার ১৫০০০ টাকা। সেই হিসাবে প্রত্যেকটি সিরামিক ইটের দাম পরছে ১৫ টাকা। তবে সময় ও অঞ্চল ব্যবধানে ইটের দাম ভিন্ন হতে পারে।
আরো জানুন: সিমেন্টের দাম কত ২০২৩
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)