ইন্টার মায়ামি খেলার সময় সূচি ২০২৩ খেলোয়াড়, লাইভ দেখার উপায়

ইন্টার মায়ামি খেলার সময় সূচি জানতে চান অনেকেই। বিশেষ করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকে শুরু হয়েছে এমন বাড়তি আগ্রহ। তারই অংশ হিসেবে আজ খেলা ১৮ এর পক্ষ থেকে লিওনেল মেসির সমর্থকদের জন্য থাকছে মার্কিন ক্লাব ইন্টার মিয়ামির খেলার সময়সূচি। লিওনেল মেসির নতুন ক্লাব ইন্টার মায়ামি খেলার সময় সূচী প্রকাশের এ ধারাবাহিকতা শুরু করা হয়েছে ২৫ জুন ২০২৩ থেকে যেটি নিয়মিত আপডেটের মাধ্যমে অব্যাহত থাকবে। নিচে লিওনেল মেসির নতুন ক্লাব ইন্টার মিয়ামি খেলার সময় সূচি প্রকাশ করা হলো।

ইন্টার মিয়ামি খেলার সময় সূচি
ইন্টার মায়ামি খেলার সময় সূচি
দলের নামইন্টার মায়ামি সিএফ (Inter Miami CF)
মালিকডেভিড বেকহ্যাম, জর্জ মাস, জোস মাস
হেড কোচহাভিয়ের মোরালেস
প্রতিষ্ঠিত২৯ জানুয়ারি ২০১৮ ( ৫ বছর আগে )
পরবর্তী ম্যাচ ০৫/১০/২০২৩ বৃহষ্পতিবার
মার্কেট ভেলু€৩৪.১০ মিলিয়ন

ইন্টার মায়ামি খেলা কবে

ইন্টার মিয়ামি পরবর্তী ম্যাচ : ০৫/১০/২০২৩ 
ম্যাচ শুরু বাংলাদেশ সময় :  ভোর ৬:৩০ মিনিট
প্রতিপক্ষ/ ম্যাচ :  ইন্টার মায়ামি বনাম শিকাগো ফায়ার

ইন্টার মায়ামি খেলার সময় সূচি ২০২৩

এখানে বাংলাদেশ সময়ে ইন্টার মায়ামি খেলার সময় সূচি এবং জয়ী দলের নাম সহ ফলাফল দেওয়া হল। 

তারিখবাংলাদেশ সময় ও দিনম্যাচজয়ী দল
২৫ জুনভোর ৫:৩০ মি. রবিবারনিউ ইংল্যান্ড বনাম ইন্টার মায়ামিনিউ ইংল্যান্ড ৩-১
০২ জুলাইভোর ৫:৩০ মি. শনিবারইন্টার মায়ামি বনাম অস্টিন এফসি ড্রা ১-১ 
০৫ জুলাইভোর ৫:৩০ মি. বুধবারকলম্বাস ক্রু বনাম ইন্টার মায়ামিড্রা ২-২
০৯ জুলাইভোর ৫:৩০ মি. রবিবারডি.সি. ইউনাইটেড বনাম ইন্টার মায়ামিড্রা ২-২
১৬ জুলাইভোর ৬:৩০ মি. রবিবারইন্টার মায়ামি বনাম সেন্ট লুইস সিটিসেন্ট লুইস সিটি ৩-০
২২ জুলাইভোর ৫:৩০ মি. শনিবারক্রুজ আজুল বনাম ইন্টার মায়ামি ইন্টার মায়ামি ২-১
২৬ জুলাইভোর ৫:৩০ মি. বুধবারইন্টার মায়ামি বনাম আটলান্টা ইউনাইটেড  ইন্টার মায়ামি ৪-০
০৩ আগোস্টভোর ৫:৩০ মি. বৃহষ্পতিবারঅরল্যান্ডো সিটি বনাম ইন্টার মায়ামি ইন্টার মায়ামি ৩-১
০৭ আগোস্টসকাল ৭:৩০ মি. সোমবারইন্টার মায়ামি বনাম ডালাস৪-৪ ( ইন্টার মায়ামি ৫-৩ )
১২ আগোস্টভোর ৬:৩০ মি. শনিবারইন্টার মায়ামি শার্লট এফসিইন্টার মায়ামি ৪-০
১৬ আগোস্টভোর ৫:০০ মি. বুধবারইন্টার মায়ামি বনাম ফিলাডেলফিয়াইন্টার মায়ামি ৪-১
২০ আগোস্টসকাল ৭:০০ মি. রবিবারইন্টার মিয়ামি বনাম ন্যাশভিল ( লিগ কাপের ফাইনাল ) 

ইন্টার মায়ামি ১-১ পেনাল্টি ১১-১০

২৪ আগোস্টভোর ৫:০০ মি. বৃহস্পতিবার ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি

ইন্টার মায়ামি ৩-৩

পেনাল্টি ৫-৪

২৭ আগোস্টভোর ৫:৩০ মি. রবিবারনিউ ইয়র্ক রেড বুলস বনাম ইন্টার মায়ামিইন্টার মায়ামি ২-০
৩১ আগোস্টভোর ৫:৩০ মি. বৃহস্পতিবার ইন্টার মায়ামি বনাম ন্যাশভিলড্রা
০৪ সেপ্টেম্বরসকাল ৮:০০ মি. সোমবারলস এঞ্জেলেস এফসি বনাম ইন্টার মায়ামিইন্টার মায়ামি ৩-১
১০ সেপ্টেম্বরভোর ৫:৩০ মি. রবিবারস্পোর্টিং কানসাস সিটি বনাম ইন্টার মায়ামিইন্টার মায়ামি ৩-২
১৭  সেপ্টেম্বরভোর ৩:০০ মি. রবিবারআটলান্টা ইউনাইটেড বনাম ইন্টার মায়ামি আটলান্টা ইউনাইটেড ৫-২
২১ সেপ্টেম্বরভোর ৫:৩০ মি. বৃহস্পতিবারটরোন্টো এফ সি বনাম ইন্টার মায়ামি ইন্টার মায়ামি ৪-০
২৫ সেপ্টেম্বরভোর ৫:৩০ মি. সোমবারইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটিড্রা ১-১
২৮ সেপ্টেম্বরভোর ৬:৩০ মি. বৃহস্পতিবারইন্টার মায়ামি বনাম হিউস্টন ডায়নামোহিউস্টন ডায়নামো ২-১
০১ অক্টবরভোর ০৫:৩০ মিনিট রবিবারনিউ ইয়র্ক সিটি বনাম ইন্টার মায়ামিড্রা ১-১
০৫ অক্টবরভোর ০৬:৩০ মিনিট বৃহস্পতিবারইন্টার মায়ামি বনাম শিকাগো ফায়ার
০৮ অক্টবরভোর ০৫:৩০ মিনিট রবিবার ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি

ইন্টার মায়ামি খেলোয়াড় তালিকা বেতন সহ  ইন্টার মায়ামি প্লায়ার্স

  • গোল কিপার: মার্সম্যান, সি জে দস সান্তোস। 
  • রক্ষণভাগ : ইসরায়েল বোটরাইট, রায়ান সাইলর, অ্যালেন নোয়া, ক্রিস্টোফার ম্যাকভে, অ্যালেন নোয়া, ইয়ান ফ্রে, কামাল মিলার, ডিআন্দ্রে ইয়েদলিন, সারহি ক্রিভ্তসভ, নেভিল হার্ভে। 
  • মিড ফিল্ডার: রোডোলফো পিজ্জারো, বেঞ্জামিন ক্রেমাশ্চি, জিন মোটা, গ্রেগোর ডি, ডেভিড রুইজ, ডি. অরোইয়ো, ভ্যালেন্সিয়া ফেলিপে, রবার্ট টেলর, ভিক্টর উল্লোয়া, আজকোনা এডিসন, সান্ডারল্যান্ড। 
  • আক্রমণভাগ: লিওনেল মেসি, জে. মার্তিনেজ, লিওনার্দো কাম্পানা, স্টেফানেলি নিকোলাস মার্সেলো, জিন করেনটাইন, রবিনসন রবি, শ্যানিডার বর্গেলিন। 

মেসির নতুন ক্লাব ইন্টার মায়ামি পরিচিতি – ইন্টার মায়ামি কোন দেশের ক্লাব

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসি ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছে মার্কিন মূলকে। লিওনেল মেসির বর্তমান ক্লাব আমেরিকার ইন্টার মিয়ামি। ২০২৩ সালে জুনে রেকর্ড ৪৫ মিলিয়ন ইউরো চুক্তিতে লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে ইন্টার মিয়ামি। বর্তমান ফুটবল বিশ্বে লিওনেল মেসি একটি ব্রান্ডের নাম যার রয়েছে সারা পৃথিবীতে কোটি কোটি ভক্ত। কিছুদিন আগেও মার্কিন যে ক্লাবটি ( ইন্টার মায়ামি) ছিল অপরিচিত তা মুহূর্তেই মানুষের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। ইন্টার মিয়ামি ফুটবল ক্লাবটি আমেরিকার একটি পেশাদার ফুটবল ক্লাব। যেটি ২০২০ সাল থেকে আমেরিকার পেশাদার ফুটবল ক্লাব হিসেবে যাত্রা শুরু করেছে। ইন্টার মিয়ামি ফুটবল ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম।

ইন্টারমিয়ামি ক্লাবটিতে চুক্তিবদ্ধ খেলোয়াড় ২৯ জন যাদের প্রত্যেকের মূল্য যোগ করলে ৩৪.১০ মিলিয়ন ইউরো খরচ হয় ক্লাবটির। কিন্তু এবার মৌসুমে ক্লাবটি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে রেকর্ড ৪৫ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে দলটি। ভাবা যায় যেখানে আগের পুরা দলের পিছনে ক্লাবটি খরচ করতো ৩৪. ১০ মিলিয়ন ইউরো সেখানে এক মেসির পিছনে খরচ করছে ৪৫ মিলিয়ন ইউরো। মেসিকে পেতে ক্লাবটি শুধু বার্ষিক ৪৫ মিলিয়ন ইউরো তে সীমাবদ্ধ নয়, মেসির জন্য রেখেছে আরও সুযোগ রেখেছে ক্লাবটি। লিওনেল মেসি ইন্টার মিয়ামি যোগদানের পর হু হু করে বেড়ে গেছে অ্যাডিডাস কোম্পানির জনপ্রিয়তা।

সেই দিক থেকে অ্যাডিডাস কোম্পানি নচিকেতার বাড়তি আয়ের নির্দিষ্ট অংশ বছর শেষে দিয়ে থাকবে। এছাড়াও অবসরের শেষে লিওনেল মেসি ক্লাবটির আংশিক মালিকানা লাভ করবে। শুধু তাই নয় মেসি ভাগ পাবে এম এল এস সম্প্রচার বাবদ অ্যাপল এর লভ্যাংশের ভাগ। এর সাথে প্রেসিডেন্ট জো বাইডেনর বিশেষ আমন্ত্রণ তো আছেই। মার্কিন ক্লাব ইন্টার মিয়ামি মেসিকে দলে পেতে দিয়েছে সর্বোচ্চ সুযোগ সুবিধা।

ইন্টার মিয়ামি খেলা লাইভ দেখার উপায়

ইন্টার মিয়ামি ও মেজর লীগ সকার (MLS) লীগের সকল ম্যাচ Apple TV+ টিভি চ্যানেলে দেখতে পারবেন। এছাড়া লাইভ খেলার রেজাল্ট খেলা১৮ আমাদের সাইটে প্রকাশ করা হবে। আপনারা ইন্টার মিয়ামি খেলার সময় সূচি দেখে আমাদের সাইটে খোঁজা খুঁজি করলে লাইভ খেলার স্কোর জানতে পারবেন।  

ইন্টার মিয়ামি ক্লাবের মালিক কে?

২৯ জানুয়ারি ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির বর্তমান বয়স মাত্র ৫ বছর। মর্তমানে ইন্টার মিয়ামি ক্লাবের মালিক তিন জন তারা হলেন ডেভিড বেকহ্যাম, জর্জ মাস, জোস মাস। সম্প্রতি মেসিকে দলে ভিড়িয়ে দলটির মালিকের খোঁজে সবাই। 

কেননা বড় বড় ক্লাব মেসিকে দলে নিতে যখন বার্থ তখন মাত্র ৫ বছর আগের প্রতিষ্ঠিত ক্লাবটি কিভাবে মেসিকে দলে নেই। সেখান থেকে ক্লাবটির মালিকের খোঁজ পরেছে। 

আরো পড়ুন: মেসির সর্বমোট গোল সংখ্যা জানুন

ইন্টার মায়ামিতে মেসির বেতন

২০২৩ সালে আমেরিকার পেশাদার ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে মেসি ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে এবং এই দেড় বছরে মেসি পাবেন ১৫০ মিলিয়ন ইউএস ডলার। তবে প্রতিমাসে ইন্টার মায়ামির কাছ থেকে লিওনেল মেসি পাবেন ৫৪ মিলিয়ন ডলার। 

আশাকরি, ইন্টার মিয়ামি খেলার সময় সূচি খেলোয়াড় তালিকা এবং লাইভ দেখার উপায় আজকের এই নিবন্ধের মাধ্যমে জানতে পেরেছেন। আরো কিছু জানতে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

( সবার আগে সব খবর সঠিক খবর  প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4/5 - (158 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×