কবে বৃষ্টি হবে ২০২৩ জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

কবে বৃষ্টি হবে ২০২৩ জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে চলছে তীব্র তাপদাহ। বিশেষ করে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলির উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাদাহ। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ গরমের অস্বস্তি থেকে স্বস্তি পেতে জানতে চাই কবে বৃষ্টি হবে ২০২৩। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কবে বৃষ্টি হবে তার সম্ভাব্য তারিখ। নিচে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর তথ্য অনুযায়ী কবে বৃষ্টি হবে ২০২৩ জানানো হলো।

কবে বৃষ্টি হবে ২০২৩ আজকের তাপমাত্রা কত

কবে বৃষ্টি হবে ২০২৩

বাংলায় চৈত্র মাস শেষ হয়ে বৈশাখের আজ ৩য় দিন। গত এক সপ্তাহ থেকে বাংলাদেশের অধিকাংশ জেলাগুলির উপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপদাহ। তীব্র তাপদাহের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বাংলাদেশের ঢাকা, রাজশাহী , খুলনা , ময়মনসিংহ, বরিশাল , চট্টগ্রাম ও সিলেট বিভাগে গত এক সপ্তাহে গড় তাপমাত্রা ৪০° সেলসিয়াস। কোন কোন জায়গায় এই তাপমাত্রা ৪২ ° সেলসিয়াস অতিক্রম করেছে। তীব্র তাপদাহের গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলমান এই তাপদহ কিছুটা কমবে এ সপ্তাহের শেষের দিকে। আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার দেশের কোন কোন অংশে হালকা বৃষ্টি অথবা শিলা সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আগামী ২৪ ও ২৫ এপ্রিল দুইদিন বাংলাদেশের অধিকাংশ জেলায় হালকা অথবা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের উপর দিয়ে চলমান এই তাপদাহ কিছুটা কমতে শুরু করবে আগামী সপ্তাহের শুরু থেকে ( ২১ এপ্রিল)। তবে দেশের উপর দিয়ে চলমান এই তাপদাহ স্বাভাবিক অবস্থায় আসবে আগামী ২৩ এপ্রিলের পর থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই মাসের (এপ্রিল) শেষের দিকে এবং মে মাসের শুরুর দিকে সারাদেশে হালকা অথবা মাঝারি ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকের তাপমাত্রা কত | কবে বৃষ্টি হবে ২০২৩

এপ্রিল থেকে মে, জুন ও জুলাই এ কয় মাস সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তাই এই অঞ্চলের দেশ গুলিতে এ সময় গ্রীষ্মকাল বজায় থাকে। গ্রীষ্মকালে যেহেতু সূর্য ও লম্বভাবে কিরণ দেয় তাই এ সময় তাপমাত্রা থাকে অন্য সময়ের তুলনায় বেশি। এ বছর(২০২৩) এপ্রিল মাসের শুরু থেকেই দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে থাকে যা গত এক সপ্তাহ থেকে মৃদু থেকে মাঝারি তাপদাহে পরিণত হয়েছে। বর্তমান বাংলাদেশের অধিকাংশ জেলাগুলির উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপদাহ। গত এক সপ্তাহে দেশের অধিকাংশ জেলাগুলির গড় তাপমাত্রা ছিল ৪০° সেলসিয়াস এর উপরে।

কোন কোন স্থানে এই তাপমাত্রা ৪২° সেলসিয়াস অতিক্রম করেছে। বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় গত এক সপ্তাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে চলমান তাপদাহ কুমার কোন সম্ভাবন নেই।

তবে এ সপ্তাহের শেষের দিকে ( বৃহস্পতিবার, শুক্রবার) চলমান তাপদাহ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোন কোন স্থানে হালকা অথবা মাঝারি বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কবে বৃষ্টি হবে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে ২৪ ও ২৫ এপ্রিল বাংলাদেশের অধিকাংশ জেলাগুলিতে হালকা অথবা মাঝারি ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হওয়ার সম্ভাবনা | কবে বৃষ্টি হবে ২০২৩

২৪ এবং ২৫ এপ্রিল এর আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই বল্লেই চলে। তাই বাংলাদেশের মানুশের আরো কিছুদিন এই দুর্ভগের মধ্যদিয়ে যেতে হবে। গত ২/৩ দিন বাংলাদেশে রেকর্ড ৪২°/৪৩° তাপদাহ দেখা যাচ্ছে যা গত ৭ বছরে এমত তাপমাত্র দেখা যায়নি। তাই বাংলার মানুষকে বৃষ্টির দেখা মিলতে আরো ৮/৯ দিন অপেক্ষা করতে হবে।

আরো পড়ুন: আজকের সকল জেলার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস জানুন 

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

5/5 - (1 vote)

Leave a Comment

error: Content is protected !!