জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড লাইভ টি ২০ বিশ্বকাপের আজকের খেলা (১৭/১০/২২) বাংলাদেশ সময় দুপুর ২ টা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২, দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে দুটি খেলা। দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড মুখোমুখি হবে। আজকের দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। শক্তিমত্তার বিচারের জিম্বাবুয়ে আয়ারল্যান্ড প্রায় একই ধরনের দল। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় জিম্বাবুয়ের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে আয়ারল্যান্ড। আজকের ম্যাচে আয়ারল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করবেন অ্যান্ড্রু বালবির্নি। এছাড়াও আয়ারল্যান্ড দলে ব্যাটসম্যান হিসেবে খেলবেন হ্যারি টেকটর, পল স্টার্লিং, লোরকান টাকার, স্টিফেন ডহেনি এছাড়াও বোলার হিসেবে খেলবেন মার্ক আদায়ের, কোনোর ওলফার্ট। আজকে ম্যাচে জিম্বাবুয়ের হয়ে অধিনায়কত্ব করবেন ক্রেগ আরভিন। এছাড়াও জিম্বাবুয়ে দলে ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, মিল্টন শুম্বা, রায়ান বুর্লদের মত প্লেয়ার। জিম্বাবুয়ে ডলার এর হিসেবে জায়গা পেয়েছে ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, তানাকা চি ভাঙ্গা। জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ডের আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বেলেরিভ ওভালে।
আজকের ম্যাচে জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
১. ক্রেগ আরভিন (অধিনায়ক)
২.ইনোসেন্ট কায়া
৩.কেভিন কাসুজা
৪.রায়ান বুর্ল
৫.শন উইলিয়ামস
৬.সিকান্দার রাজা
৭.ওয়েসলে মাধেভেরে
৮.রেজিস চাকাভা
৯.ব্লেসিং মুজারাবানি
১০.টেন্ডাই চাতারা
১১.ওয়েলিংটন মাসাকাদজা
আরো পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ ২০২২ প্রাইজ মানি
আজকের ম্যাচে আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ
১.অ্যান্ড্রু বালবির্নি
২.হ্যারি ট্রাক্টর
৩.গ্যারেথ ডেলানি
৪.লোরকান টাকার
৫.পল স্টার্লিং
৬.স্টিফেন ডোহেনি
৭.ব্যারি ম্যাকাথি
৮.মার্ক আদায়র
৯.সিমি সিংঘ
১০.জশুয়া লিটল
১১.গ্রাহাম হিউম