টি টোয়েন্টি বিশ্বকাপক্রিকেট
Trending

টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি || সব দলের স্কোয়াড

আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী অনুযায়ী এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট ১৬টি দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়োজক দেশ হিসেবে থাকছে অস্ট্রেলিয়া। যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফলে এশিয়ার দলগুলোর জন্য এবারের বিশ্বকাপে ভালো করাটা হবে এক ধরনের চ্যালেঞ্জ। টি ২০ বিশ্বকাপ ২০২২ এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ই অক্টোবর শ্রীলংকা ও নামিবিয়ার মুখোমুখির মাধ্যমে। এবারের বিশ্বকাপে মোট ১৬ টি দলের অংশগ্রহণের মাধ্যমে ৪৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।

টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি  সব দলের স্কোয়াড
টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি এবং সব দলের স্কোয়াড

টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি

ম্যাচের সময়কার সাথে কার খেলাসময়সূচিস্টেডিয়ামভেন্যু
১৬-অক্টোবর-২০২২শ্রীলঙ্কা VS নামিবিয়া৯ঃ৩০ এএমকার্দিনিয়া পার্কজিলং
১৬-অক্টোবর-২০২২সংযুক্ত আরব আমিরাত VS নেদারল্যান্ড১ঃ৩০ পিএমকার্দিনিয়া পার্কজিলং
১৭-অক্টোবর-২০২২ওয়েস্ট ইন্ডিজ VS স্কটল্যান্ড৯ঃ৩০ এএমবেলরিভ ওভালহোবার্ট
১৭-অক্টোবর-২০২২জিম্বাবুয়ে VS আয়ারল্যান্ড১ঃ৩০ পিএমবেলরিভ ওভালহোবার্ট
১৮-অক্টোবর-২০২২নামিবিয়া  VS নেদারল্যান্ড৯ঃ৩০ এএমকার্দিনিয়া পার্কজিলং
১৮-অক্টোবর-২০২২শ্রীলঙ্কা  VS সংযুক্ত আরব আমিরাত১ঃ৩০ পিএমকার্দিনিয়া পার্কজিলং
১৯-অক্টোবর-২০২২স্কটল্যান্ড VS আয়ারল্যান্ড৯ঃ৩০ এএমবেলরিভ ওভালহোবার্ট
১৯-অক্টোবর-২০২২ওয়েস্ট ইন্ডিজ VS জিম্বাবুয়ে১ঃ৩০ পিএমবেলরিভ ওভালহোবার্ট
২০-অক্টোবর-২০২২শ্রীলঙ্কা VS নেদারল্যান্ড৯ঃ৩০ এএমকার্দিনিয়া পার্কজিলং
২০-অক্টোবর-২০২২নামিবিয়া  VS  সংযুক্ত আরব আমিরাত১ঃ৩০ পিএমকার্দিনিয়া পার্কজিলং
২১-অক্টোবর-২০২২ওয়েস্ট ইন্ডিজ VS আয়ারল্যান্ড৯ঃ৩০ এএমবেলরিভ ওভালহোবার্ট
২১-অক্টোবর-২০২২স্কটল্যান্ড VS জিম্বাবুয়ে১ঃ৩০ পিএমবেলরিভ ওভালহোবার্ট

সুপার টুয়েলভ

 

১৩২২-অক্টোবর-২০২২নিউজিল্যান্ড Vs অস্ট্রেলিয়াসিডনি১.০০ PM
১৪২২-অক্টোবর-২০২২ইংল্যান্ড Vs আফগানিস্তানপার্থ২.০০ PM
১৫২৩-অক্টোবর-২০২২শ্রীলঙ্কা Vs আয়ারল্যান্ড ওভাল১০.০০AM
১৬২৩-অক্টোবর-২০২২ভারত Vs পাকিস্তানমেলবোর্ন২.০০ PM
১৭২৪-অক্টোবর-২০২২বাংলাদেশ Vs গ্রুপ এ রানারআপওভাল১০.০০ AM
১৮২৪-অক্টোবর২০২২দ.আফ্রিকা Vs জিম্বাবুয়ে ওভাল২.০০ PM
১৯২৫-অক্টোবর-২০২২অস্ট্রেলিয়া Vs শ্রীলঙ্কা পার্থ২.০০ PM
২০২৬-অক্টোবর-২০২২ইংল্যান্ড Vs আয়ারল্যান্ড মেলবোর্ন১০.০০ PM
২১২৬-অক্টোবর-২০২২নিউজিল্যান্ড Vs আফগানিস্তানমেলবোর্ন২.০০ PM
২২২৭-অক্টোবর-২০২২দ. আফ্রিকা Vs বাংলাদেশসিডনি৯.০০ AM
২৩২৭-অক্টোবর-২০২২ভারত Vs নেদারল্যান্ডস সিডনি১.০০ PM
২৪২৭-অক্টোবর-২০২২পাকিস্তান Vs জিম্বাবুয়ে পার্থ২.০০ PM
২৫২৮-অক্টোবর-২০২২আফগানিস্তান Vs আয়ারল্যান্ড মেলবোর্ন১০.০০ PM
২৬২৮-অক্টোবর-২০২২ইংল্যান্ড Vs অস্ট্রেলিয়ামেলবোর্ন২.০০ PM
২৭২৯-অক্টোবর-২০২২নিউজিল্যান্ড Vs শ্রীলঙ্কা সিডনী২.০০ PM
২৮৩০-অক্টোবর-২০২২বাংলাদেশ Vs জিম্বাবুয়ে ব্রিজবন৮.০০ AM
২৯৩০-অক্টোবর-২০২২পাকিস্তান Vs শ্রীলঙ্কা পার্থ১০.০০AM
৩০৩০-অক্টোবর-২০২২ভারত Vs দ. আফ্রিকাপার্থ২.০০PM
৩১৩১-অক্টোবর-২০২২অস্ট্রেলিয়া Vs আয়ারল্যান্ড ব্রিজবন১.০০ PM
৩২০১.নভেম্বর .২০২২আফগানিস্তান Vs শ্রীলঙ্কা ব্রিজবন৯.০০AM
৩৩০১.নভেম্বর .২০২২ইংল্যান্ড Vs নিউজিল্যান্ডব্রিজবন১.০০ PM
৩৪০২নভেম্বর -২০২২জিম্বাবুয়ে  Vs নেদারল্যান্ডস এডিলেড৯.৩০ AM
৩৫০২-নভেম্বর -২০২২বাংলাদেশ Vs ভারতএডিলেড১.৩০ PM
৩৬০৩-নভেম্বর ২০২২পাকিস্তান Vs দ.আফ্রিকাসিডনি২.০০PM
৩৭০৪-নভেম্বর -২০২২নিউজিল্যান্ড Vs আয়ারল্যান্ড এডিলেড৯.৩০ AM
৩৮০৪-নভেম্বর -২০২২অস্ট্রেলিয়া Vs আফগানিস্তানএডিলেড১.৩০ PM
৩৯০৫-নভেম্বর -২০২২ইংল্যান্ড Vs শ্রীলঙ্কা সিডনি২.০০ PM
৪০০৬-নভেম্বর ২০২২দ. আফ্রিকা Vs নেদারল্যান্ডস এডিলেড৫.৩০ AM
৪১০৬-নভেম্বর ২০২২বাংলাদেশ Vs পাকিস্তানএডিলেড৯.৩০ AM
৪২০৬-নভেম্বর-২০২২ভারত Vs জিম্বাবুয়ে মেলবোর্ন২.০০ PM

সেমিফাইনাল টি ২০ বিশ্বকাপ ২০২২ 

৪৩০৯-নভেম্বর -২০২২সেমিফাইনাল ১সিডনি২.০০ PM
৪৪১০-নভেম্বর -২০২২সেমিফাইনাল ২এডিলেড১.৩০ PM

টি ২০ বিশ্বকাপ ২০২২ ফাইনাল

৪৫১৩-নভেম্বর -২০২২ফাইনালমেলবোর্ন২.০০ PM

 

টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি পিডিএফ পিকচার

পিকচার আপনারা চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী pdf পিকচার ডাউনলোড করে আপনাদের গ্যালারীতে রেখে দিতে পারেন।

টি 20 বিশ্বকাপ 2022 সময়সূচী
টি 20 বিশ্বকাপ 2022 সময়সূচী পিকচার  (image credit: t20worldcup.com)

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী ( বাছায় পর্ব)

16 অক্টোবর – নামিবিয়া বনাম শ্রীলংকা

16 অক্টোবর – সংযুক্ত আরব আমিরাত বনাম কোয়ালিফায়ার

17 অক্টোবর – কোয়ালিফায়ার বনাম কোয়ালিফায়ার

17 অক্টোবর – স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

18 অক্টোবর – কোয়ালিফায়ার বনাম শ্রীলংকা

18 অক্টোবর – কোয়ালিফায়ার বনাম নামিবিয়া

19 অক্টোবর – কোয়ালিফায়ার বনাম ওয়েস্ট ইন্ডিজ

19 অক্টোবর – কোয়ালিফায়ার বনাম স্কটল্যান্ড

20 অক্টোবর – কোয়ালিফায়ার বনাম শ্রীলংকা

20 অক্টোবর – কোয়ালিফায়ার বনাম নামিবিয়া

21 অক্টোবর – কোয়ালিফায়ার বনাম ওয়েস্ট ইন্ডিজ

21 অক্টোবর – কোয়ালিফায়ার ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড

টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচী( মুল পর্ব)

22 অক্টোবর – নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (সিডনি)

22 অক্টোবর – ইংল্যান্ড বনাম আফগানিস্তান(পার্থ)

23 অক্টোবর – পাকিস্তান বনাম ভারত (মেলবোর্ন)

24 অক্টোবর – গ্রুপ এ কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ হোবার্ট

24 অক্টোবর – গ্রুপ বি কোয়ালিফায়ার বনাম দক্ষিন আফ্রিকা( হোবার্ট)

25 অক্টোবর – গ্রুপ এ কোয়ালিফায়ার বনাম অস্ট্রেলিয়া (পার্থ)

26 অক্টোবর – নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান (মেলবোর্ন)

26 অক্টোবর – গ্রুপ বি কোয়ালিফায়ার বনাম ইংল্যান্ড (মেলবোর্ন)

27 অক্টোবর – গ্রুপ বি কোয়ালিফায়ার বনাম পাকিস্তান (পার্থ)

27 অক্টোবর – দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (সিডনি)

27 অক্টোবর – গ্রুপ এ কোয়ালিফায়ার বনাম ভারত (সিডনি)

28 অক্টোবর – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (মেলবোর্ন)

28 অক্টোবর – গ্রুপ বি কোয়ালিফায়ার বনাম আফগানিস্তান (মেলবোর্ন)

29 অক্টোবর – গ্রুপ এ কোয়ালিফায়ার বনাম নিউজিল্যান্ড(সিডনি)

30 অক্টোবর – ভারত বনাম দক্ষিন আফ্রিকা(পার্থ)

30 অক্টোবর – গ্রুপ বি কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ (ব্রিসবেন)

30 অক্টোবর – গ্রুপ এ কোয়ালিফায়ার বনাম পাকিস্তান (পার্থ)

31 অক্টোবর – গ্রুপ বি কোয়ালিফায়ার বনাম অস্ট্রেলিয়া (ব্রিসবেন)

01 নভেম্বর – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড(ব্রিসবেন)

01 নভেম্বর – গ্রুপ এ কোয়ালিফায়ার বনাম আফগানিস্তান (ব্রিসবেন)

02 নভেম্বর – ভারত বনাম বাংলাদেশ (অ্যাডিলেড)

03 নভেম্বর – দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান (সিডনি)

04 নভেম্বর – আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া(অ্যাডিলেড)

04 নভেম্বর – গ্রুপ বি কোয়ালিফায়ার বনাম নিউজিল্যান্ড (অ্যাডিলেড)

05 নভেম্বর – গ্রুপ এ কোয়ালিফায়ার বনাম ইংল্যান্ড (সিডনি)

06 নভেম্বর – পাকিস্তান বনাম বাংলাদেশ (অ্যাডিলেড)

06 নভেম্বর – গ্রুপ বি কোয়ালিফায়ার বনাম ভারত (মেলবোর্ন)

06 নভেম্বর – গ্রুপ এ কোয়ালিফায়ার বনাম দক্ষিন আফ্রিকা(অ্যাডিলেড)

টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচী  (সেমিফাইনাল)

9 নভেম্বর – ১ম সেমিফাইনাল (সিডনি)

10 নভেম্বর – ২য় সেমিফাইনাল (অ্যাডিলেড)

★টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচী (ফাইনাল)

13 নভেম্বর (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)

টি 20 বিশ্বকাপের ২০২২ প্রথম পর্ব

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৮টি দল দুটি গ্রুপে ৪টি করে দলে বিভক্ত হবে। প্রথম পর্বের জন্য যে ৮ টি দল রয়েছে তারমধ্যে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড নির্ধারিত। বাকি দুটি দল বৈশ্বিক টুর্নামেন্ট থেকে রেংকিং বিবেচনায় নির্ধারিত হবে। এই ৮টি দল দুটি গ্রুপে(এ ও বি) তে বিভক্ত হবে। প্রথম পর্ব থেকে এ” গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং বি” গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মোট চারটি দল বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

এ”গ্রুপ টি 20 বিশ্বকাপ ২০২২

১.নামিবিয়া ২.শ্রীলংকা ৩.সংযুক্ত আরব আমিরাত ৪.নেদারল্যান্ড

বি”গ্রুপ টি 20 বিশ্বকাপ ২০২২

১.ওয়েস্ট ইন্ডিজ ২.স্কটল্যান্ড ৩.আয়ারল্যান্ড ৪.জিম্বাবুয়ে

২০২২ টি২০ বিশ্বকাপের মূল পর্ব

২০২২ বিশ্বকাপের মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর থেকে। স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে থাকবে ১২ টি দল। যেখানে২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পর পরই রেংকিং বিবেচনায় প্রথম ৮ টি দল বিশ্বকাপের মূল পর্বে সুপার টুয়েলভ এর জন্য নির্ধারিত থাকবে। বাকি চারটি দল বিশ্বকাপের বাছাই পর্ব থেকে নেওয়া হবে। বিশ্বকাপের প্রথম পর্বের এ” গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং বি” গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ কে নিয়ে বিশ্বকাপের মূলপর্বে সুপার টুয়েলভ শুরু হবে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষের পর রেংকিং বিবেচনায় সুপার টুয়েলভ এর নির্ধারিত ৮টি দল গুলি অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাকি ৪ টি বাছায় পর্ব থেকে।

★ ১নং গ্রুপ 

১. আফগানিস্তান

২. অস্ট্রেলিয়া

৩. ইংল্যান্ড

৪.নিউজিল্যান্ড

৫.এ গ্রুপ চ্যাম্পিয়ন

৬.বি গ্রুপ রানার্সআপ

★২ নং গ্রুপ

১. বাংলাদেশ

২. ইন্ডিয়া

৩. পাকিস্তান

৪. সাউথ আফ্রিকা

৫.বি গ্রুপ চ্যাম্পিয়ন

৬.এ গ্রুপ রানার্সআপ

টি ২০ বিশ্বকাপ ২০২২ সব দলের স্কোয়াড

 

টি ২০ বিশ্বকাপ ২০২২ বাংলাদেশের স্কোয়াডঃ শাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, মহম্মদ সইফুদ্দিন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।

টি ২০ বিশ্বকাপ ২০২২ ভারতের স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল ও অর্শদীপ সিং।

টি ২০ বিশ্বকাপ ২০২২পাকিস্তানের স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আসি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শান মাসুদ এবং উসমান কাদির।

টি ২০ বিশ্বকাপ ২০২২ শ্রীলঙ্কার স্কোয়াডঃ দাসুন শানাকা (ক্যাপ্টেন), দনুষ্কা গুণতিলকে, পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস, চরিত আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয়া ডি’সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, জেফ্রি বন্দরসে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মদুশঙ্কা, প্রমোদ মদুশান। স্ট্যান্ড-বাই আছেন : আশেন বন্দরা, প্রবীণ জয়াবিক্রমে, দীনেশ চণ্ডীমল, বিনুরা ফার্নান্ডো, নুয়ানিদু ফার্নান্ডো।

টি ২০ বিশ্বকাপ ২০২২ আফগানিস্তানের স্কোয়াডঃ মহম্মদ নবি (অধিনায়ক), নজিবুল্লাহ জরদান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমাতুল্লাহ ওমরজাই, দরউইশ রসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হাজরাতুল্লাহ জাজাই, ইব্রাহিম জরদান, মুজিব উর রহমান, নবীন উল হক, কোয়েস আহমেদ, রশিদ খান, সলিফ সফি ও উসামন ঘানি। স্ট্যান্ড-বাই আছেন : আফসর জাজাই, শারাফুদ্দিন আশরফ, রহমাত শাহ, গুলবদিন নইব।

টি ২০ বিশ্বকাপ ২০২২ দক্ষিণ আফ্রিকার স্কোয়াডঃ টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, রেজা হেনরিক্স, কেশব মহারাজ, আইদেন মারক্রম, ডেভিড মিলার, লুঙ্গি নিদি, অ্যানরিক নোকিয়া, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, রিলে রসউ, তাবারেজ শামসি ও ট্রিস্টান স্টাবস। স্ট্যান্ডবাইতে আছেন: বর্ন ফরটুইন, মার্কো জানসেন ওন আন্দিলে ফেলুকায়ো।

টি ২০ বিশ্বকাপ ২০২২ অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

টি ২০ বিশ্বকাপ ২০২২ ইংল্যান্ডের স্কোয়াডঃ জোস বাটলার (ক্যাপ্টেন), মইন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রীস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।

টি ২০ বিশ্বকাপ ২০২২ নিউজিল্যান্ডের স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ‌ফার্গুসন, মার্টিন গাপ্টিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইস সোধি, টিম সাউদি।

টি ২০ বিশ্বকাপ ২০২২ নামিবিয়ার স্কোয়াডঃ গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), য়োহানেস য়োনাথান স্মিট, ডিভান লা কক, স্টেফান বার্ড, নিকোল লোফটি ইটন, য়্যান ফ্রাইলিঙ্ক, ডেভিড ভিসা, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নার্ড শোল্টজ, টাঙ্গেনি লুঙ্গামেনি, মাইকেল ফান লিংগেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক, লোহান লউরেন্স, হেলাও ইয়া ফ্রান্স।

টি ২০ বিশ্বকাপ ২০২২ সংযুক্ত আরব আমিরাতেরঃ  সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্ত অরবিন্দ (সহ-অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পান, আহমেদ রাজা, জহুর খান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলি, আলিশান শরাফু ও আয়ান খান।

টি ২০ বিশ্বকাপ ২০২২ আয়ারল্যান্ডের স্কোয়াডঃ অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডেইর, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফি‍য়ন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, কোনর অলফার্ট, সিমি সিং, হ্যারি টেক্টর, লরক্যান টাকার, ক্রেগ ইয়াং।

টি ২০ বিশ্বকাপ ২০২২ স্কটল্যান্ডের স্কোয়াডঃ রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মুনসি, মাইকেল লিস্ক, ব্র্যাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফিয়ান শরিফ, জশ ডেভি, ম্যাথু ক্রস, ক্যালাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওয়াট, ক্রেগ ওয়ালেস, ব্র্যান্ডন ম্যাকমুলেন এবং মাইকেল জোন্স।

টি ২০ বিশ্বকাপ ২০২২ নেদারল্যান্ডসের স্কোয়াডঃ স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, বিক্রম সিং এবং টিম প্রিংলে।

আরো পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ ২০২২ প্রাইজ মানি

টি 20 বিশ্বকাপ 2022 নিয়ে কিছু প্রশ্ন উত্তর

টি ২০ বিশ্বকাপ কত বছর পরপর হয়?

আইসিসির দেওয়া নিয়ম অনুযায়ী টি ২০ বিশ্বকাপ দুই বছর পর পর হয়ে থাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে থেকে শুরু ২০২২?

22 অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনিতে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের মদ্ধ দিয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button