ফুটবল
Trending

পিএসজি কোন দেশের ক্লাব~PSG ক্লাবের মালিক সহ সকল তথ্য

পিএসজি কোন দেশের ক্লাব? পিএসজি ক্লাবের বর্তমান মালিক কে এসব প্রশ্নের উত্তর সহ ফুটবলের সব ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে নিয়মিত চোখ রাখুন খেলা ১৮ এর পাতায়। পিএসজি Paris Saint Germain ফুটবল ক্লাবটি ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ক্লাব। পিএসজি ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে ১২ ই আগস্ট। পিএসজি ক্লাবটি বর্তমানে শুধু ফ্রান্সের ই জনপ্রিয় ক্লাব নয় এটি ইউরোপের অন্যতম জনপ্রিয় একটি ক্লাব। পিএসজি ক্লাবটির বর্তমান মালিক কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানি। চলুন জেনে আসি পিএসজি ক্লাবটি সম্পর্কে না জানা অনেক তথ্য।

পিএসজি কোন দেশের ক্লাব~PSG ক্লাবের মালিক সহ সকল তথ্য
PSG ক্লাবের সকল তথ্য

পিএসজি কোন দেশের ক্লাব

আগেই বলেছি পিএসজি ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি জনপ্রিয় ফুটবল ক্লাব। এই ক্লাবটির রয়েছে নিজেদের একটি ফুটবল স্টেডিয়াম,যেটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত পার্ক দে প্রাস নামে পরিচিত। পিএসজি ফুটবল ক্লাবটি বর্তমানে ইউরোপের সেরা ফুটবল ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি এর মত ক্লাব দের হটিয়ে জনপ্রিয়তার শীর্ষ।

পিএসজি ফুটবল ক্লাবের মালিক কে

পিএসজি ফুটবল ক্লাবটির বর্তমান মালিক কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানি। কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানির বর্তমান চেয়ারম্যান নাসের আল খোলাইফি। কাতারের বিখ্যাত বিজনেসম্যান একই সাথে পিএসজি ফুটবল ক্লাবের বর্তমান সভাপতি।

পিএসজি ক্লাবের সবচেয়ে দামি ফুটবলার কে

পিএসজি ক্লাবের সবচেয়ে দামি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে শুধুমাত্র পিএসজির দামি ফুটবলার নন একই সময় তিনি পৃথিবীর সবচেয়ে দামি ফুটবলার। কিলিয়ান এমবাপ্পে কে দলে পেতে ক্লাবটির ব্যয় করতে হয়েছে ১৮০ মিলিয়ন ইউরো। অর্থাৎ পিএসজিতে এমবাপ্পের বেতন ১৮০ মিলিয়ন ইউরো। পৃথিবীর সবচেয়ে দামি ক্লাবের মধ্যে পিএসজির অবস্থান পঞ্চম। পিএসজির বর্তমান মার্কেট ভ্যালু ৮৯৪.৫৫ মিলিয়ন ইউরো। চলুন দেখে আসি পিএসজিতে খেলা নামিদামি আরো অনেক ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু।

পিএসজিতে মেসির বেতন কত

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসিকে দলে পেতে প্যারিসের এই ফুটবল ক্লাব কে গুনতে হয়েছে ৫০ মিলিয়ন ইউরো অর্থাৎ পিএসজিতে লিওনেল মেসির বেতন ৫০ মিলিয়ন ইউরো

নেইমারের মাসিক বেতন কত

ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র পিএসজির দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার। ব্রাজিলের এই সুপারস্টারকে পেতে পিএসজির ব্যয় করতে হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো অর্থাৎ পিএসজিতে নেইমারের বেতন ৭৫ মিলিয়ন ইউরো

পিএসজির যত অর্জন

১.ফ্রান্স চ্যাম্পিয়ন কাপ ১০ বার
২. উইনার কাপ চ্যাম্পিয়ন ১বার
৩.ফ্রান্স কাপ চ্যাম্পিয়ন ১৪ বার
৪.ফ্রান্স লীগ কাপ চ্যাম্পিয়ন ৯ বার
৫.ফ্রান্স সুপার কাপ চ্যাম্পিয়ন ১১ বার

পিএসজির বর্তমান খেলোয়াড় তালিকা

→গোলরক্ষক
Sergio Rico ( Goalkeeper )
Keylor Navas ( Goalkeeper )

→ডিফেন্ডার
Timo Thee Pembele  ( Centre Back )
Achraf Hakimi ( Right Back )
Presnel Kimpembe ( Centre Back )
Sergio Ramos ( Centre Back )
Marquinhos ( Centre Back )
Juan Bernate ( Left Back )
Nuno Mendes ( Left Back )
Nordi Mukiele ( Right Back )

→মিডফিল্ডার
Marco Verratti ( Central Midfilder )
Fabian Ruiz ( Central Midfilder )
Danilo Pereira ( Central Midfilder )
Vitinha ( Central Midfilder )
Renato Sanches ( Central Midfilder )
Carlos Soler ( Central Midfilder )
Ismael Gharbi ( Attacking Midfilder )

→স্ট্রাইকার
Kylian Mbappe ( Central Forward )
Neymar ( Left Forward )
Lionel Messi ( Right Forward )
Hugo Ekitike ( Right ফরবারদ

আরো পড়ুন: পিএসজি খেলার সময় সূচি ২০২৩

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram  পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button