ফুটবল
Trending

পিএসজি খেলা লাইভ-পিএসজি আজকের খেলা লাইভ পিএসজি বনাম মন্টপেলিয়ার

Rate this post

পিএসজি খেলা লাইভ, পিএসজি আজকের খেলা লাইভপিএসজি বনাম মন্টপেলিয়ের লাইভ ম্যাচটি শুরু হবে আজ ২রা ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত দুইটায়। পিএসজি আজকের খেলা লাইভ স্কোর দেখানো হবে খেলা ১৮ এর পাতায়। পিএসজির খেলা মানেই ফুটবল প্রেমীদের মনের মধ্যে এক ধরনের উন্মাদনা কাজ করা। কারণ পিএসজি ক্লাবের হয়ে খেলে বর্তমান সময়ের সেরা ৩ ফরওয়ার্ড লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে। পিএসজি খেলা লাইভ আজকের ম্যাচটি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন, যেমন পিএসজি বনাম মন্টপেলিয়ের লাইভ ম্যাচটি বাংলাদেশ থেকে কিভাবে দেখব? পিএসজি এবং মন্টপেলিয়ের দুই দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করা হবে।

পিএসজি খেলা লাইভ-পিএসজি আজকের খেলা লাইভ পিএসজি বনাম মন্টপেলিয়ার
পিএসজি খেলা লাইভ

পিএসজি খেলা লাইভ

ফ্রান্সের শীর্ষস্থানীয় ক্লাব গুলো নিয়ে ২০২২-২৩ সিজিনের লিগ-১ কাপের লিগ পর্বের খেলা চলছে এখন। লিগ-১ এ সর্বমোট ২০টি ক্লাব অংশগ্রহণ করেছে। লিগ-১ এর লিগ পর্বের আজকের ম্যাচে পিএসজি মুখোমুখি হবে ফ্রান্সের আরেকটি শীর্ষ ক্লাব মন্টপেলিয়ের বিপক্ষে। পিএসজি বনাম মন্টপেলিয়ের লাইভ ম্যাচটি শুরু হবে আজ রাতে বাংলাদেশ সময় ঠিক দুইটাই। ম্যাচটি বাংলাদেশ ও ভারত থেকে SPORTS-18 চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও বাংলাদেশ থেকে টফি অ্যাপসে পিএসজি বনাম মন্টপেলিয়ের লাইভ ম্যাচটি সরাসরি দেখা যাবে। চলুন দেখে আসি পিএসজি বনাম মন্টপেলিয়ের আজকের ম্যাচের দু দলের খেলোয়াড় তালিকা।

স্কোরঃ

পিএসজি ০৩ ( F.Ruiz 55′ + L. messi 72′ + W. Zaire Emery 90+2″  ) 

মন্টপেলিয়ের ০১ ( A. NorDin 89” ) 

পিএসজির খেলোয়াড় তালিকা

পিএসজি এখনো পর্যন্ত সর্বোচ্চ ১০বার লিগ-১ কাপ জিতেছেন। গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি এবারের আসরেও এখনো পর্যন্ত ২০টি ম্যাচ খেলে ১৫ টিতেই জয় পেয়ে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১ নম্বরে অবস্থান করছে। ফলে তুলনামূলক দুর্বল দল মন্টপেলিয়ের বিপক্ষে আজকের ম্যাচে মেসি বাহিনী মাঠে নামবে তাই অনেকটাই নির্ভর হয়ে। চলুন দেখে আসি মন্টপেলিয়ের বিপক্ষে আজকের ম্যাচে পিএসজির খেলোয়ার তালিকা।

আরো পড়ুন  পিএসজি বনাম মন্টপেলিয়ার লাইভ~PSG vs Montpellier Live

Goalkeepers: Rico, Navas, Donnarumma, Letellier

Defenders: Hakimi, Ramos, Marquinhos, Bernat, Mendes, Pembele

Midfielders: Ruiz, Danilo Pereira, Vitinha, Sanches, Soler.

Forwards: Mbappe, Neymar, Messi, Ekitike

মন্টপেলিয়ের খেলোয়াড় তালিকা

লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপেদের নিয়ে গড়া বিশ্বের সেরা এটাকিং ফুটবল ক্লাবের বিপক্ষে খেলতে নামছে মন্টপেলিয়ের। তাই স্বাভাবিকভাবেই আজকের ম্যাচে পিএজ এর বিপক্ষে মানসিকভাবে পিছিয়ে থেকেই মাঠে নামবে মন্টপেলিয়ে। চলুন দেখে আসি পিএসজির বিপক্ষে মন্টপেলিয়ের খেলোয়ার তালিকা।

Goalkeepers: Lecomte, Bertaud, Carvalho, Kamara

Defenders: Esteve, Kouyate, Jullien, Sakho, Mendes, Tchato, Maouassa, Sainte-Luce, Tamas, Sakho, Suarez.

Midfielders: Savanier, Ferri, Chotard, Leroy, Fayad.

Forwards: Nordin, Germain, Mavididi, Makouana, Guermouche.

আরো পড়ুন: আর্জেন্টিনার সেরা গোলকিপার কে জানুন

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!