প্রথমার্ধে উরুগুয়ের কাছে ১ গোল হজম ব্রাজিলের

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ সময় ভোর ৬ টায় উরুগুয়ের মুখোমুখি হয় টিম ব্রাজিল। বাছাইপর্বে গত ম্যাচে ফিফা র‍্যাংকিং এর ৫৩ তম দল ভেনিজুয়েলার কাছে ১-১ গোলে ড্রা করায় ইতিমধ্যে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের প্রথম স্থান থেকে দ্বিতীয়তে পৌঁছেছে।

প্রথমার্ধে উরুগুয়ের কাছে ১ গোল হজম ব্রাজিলের

আজকের ম্যাচের উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে ৬১ শতাংশ বল দখলে রেখে প্রথমার্ধে উরুগুয়ের কাছে ১ গোল হজম করে ব্রাজিল। শেষ খবর ( ৭৭ মিনিট ) পাওয়া পর্যন্ত এক গোল ছিলো যা ব্রাজিল পরিশোধ করতে ব্যর্থ।

এদিকে দলের এই ব্যর্থতা এবং ভেনিজুয়েলার সাথে ড্রা হওয়ার পর ব্রাজিলের সাবেক তারকা কাকা বলেছেন কোন ভাবের এড়াতে পারে না নেইমার, ভিনি। আজকের ম্যাচে পারবে কি ব্রাজিল তাদের গোল শোধ করে ম্যাচ জয়লাভ করতে?

আরও দেখুন: আর্জেন্টিনা বনাম পেরু লাইভ

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram  পেজ)

Rate this post

Leave a Comment