ফুটবলে সবচেয়ে বেশি গোল কার ২০২৩

ফুটবলে সবচেয়ে বেশি গোল কার? সর্বোচ্চ গোলদাতার তালিকা? ফুটবলে সবচেয়ে বেশি গোল কার? ফুটবল প্রেমীদের এমন সব প্রশ্নের নির্ভুল, আপডেট পেতে দেখুন খেলা১৮ আজকের এই প্রতিবেদনটি।

ফুটবলে সবচেয়ে বেশি গোল কার ২০২২ (বিশ্বকাপ~ জাতীয় দল ~ক্লাব)
ফুটবলে সবচেয়ে বেশি গোল কার

ফুটবল ইতিহাসে সব ধরনের ম্যাচে ( জাতীয় দল এবং ক্লাব ) সবচেয়ে বেশি গোল করা প্লেয়ারটির নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগীজ এই উইঙ্গার ( ক্রিস্টিয়ানো রোনাল্ডো ) ক্লাব এবং নিজ দেশের হয়ে এখনও পর্যন্ত ১১৭১ ম্যাচ খেলে গোল করেছে ৮৪১টি। ফুটবল ইতিহাসে যা এখনও পর্যন্ত ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। 

ফুটবলে সবচেয়ে বেশি গোল কার এই তালিকার দ্বিতীয় নাম্বারে অবস্থান করেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লিওনেল মেসি এখনও পর্যন্ত ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে ১০৫৯টি ম্যাচ খেলে গোল করেছে ৮২৪টি। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ১০ গোল দাতার তালিকায় ব্রাজিলের ফুটবলার রয়েছে ২জন ( পেলে ও রোমারিও ) হাঙ্গেরির রয়েছে ২জন ( ফেরেন্তস পুশকাস ও ফেরেনৎস দেয়াক ) এছাড়াও পর্তুগাল, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, জার্মানি, পোল্যান্ড, সুইডেনের রয়েছে একজন করে ফুটবলার।

ফুটবলে সবচেয়ে বেশি গোল কার ২০২৩

জাতীয় দল ক্লাব সহ ফুটবল ক্যারিয়ারে একজন ফুটবলারের সকল গোল হিসাবে সবচেয়ে বেশি গোল দাতা ফুটবলারের তালিকা।

ক্রমফুটবলার ( নাম )দেশগোলম্যাচ
ক্রিস্টিয়ানো রোনাল্ডো*পর্তুগাল৮৪১১১৭১
লিওনেল মেসি*আর্জেন্টিনা৮২৪১০৫৯
ইয়োসেফ বিকানঅস্ট্রিয়া৮০৫৫৩০
রোমারিওব্রাজিল৭৭২৯৯৪
পেলেব্রাজিল৭৭৮৮৪৬
ফেরেন্তস পুশকাসহাঙ্গেরি৭৪৬৭৫৪
গের্ড ম্যুলারজার্মানি৭৩৫৭৯৩
রবের্ত লেভানদোভস্কি*পোল্যান্ড৬৩৬৯০৬
ফেরেনৎস দেয়াকহাঙ্গেরি৫৮০৪১৯
১০জ্লাতান ইব্রাহিমোভিচ*সুইডেন৫৯২৮১৫

সর্বশেষ আপডেট: ১৫ই জুন, ২০২৩

জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ২০২৩

আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকা বা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার প্রথন স্থানে রয়েছে পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি এখনও পর্যন্ত ২০০ ম্যাচ খেলে গোল করেছে ১২৩টি। নিজ দেশের হয়ে প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোল করার সম্ভাবনার অনুপাত ৬১.৫%। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরানের স্টাইকার আলি দাই। তিনি ১৪৯ ম্যাচ খেলে গোল করেছে ১০৯টি। জাতীয় দলের হয়ে আলি দাইয়ের প্রত্যেক ম্যাচে গোল করার সম্ভাবনা ৭৩.১৬%।

আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার এই তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আলবিসেলেস্তেরার তারকা লিওনেল মেসি। লিওনেল মেসি ১৭৫টি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ খেলে গোল করেছে ১০৩টি। আর্জেন্টিনার হয়ে প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচে লিওনেল মেসির গোল করার সম্ভাবনার অনুপাত ৫৮.৮৬%।

আরো পড়ুনঃ সর্বকালের সেরা ফুটবলারের তালিকা

ক্রমফুটবলার ( নাম )দেশগোলম্যাচ
ক্রিস্টিয়ানো রোনাল্ডোপর্তুগাল১২৩২০০
আলি দাইইরান১০৯১৪৯
লিওনেল মেসিআর্জেন্টিনা১০৩১৭৫
মোখতার দাহারিমালয়েশিয়া৮৯১৪২
ফেরেঙ্ক পুসকাসহাঙ্গেরি৮৪৮৫
সুনিল ছেত্রিভারত৮৪১৩১
আলি মাবখুতসংযুক্ত আরব আমিরাত৮০১০৯
গডফ্রি চিতালুজাম্বিয়া৭৯১১১
হুসেন সাইদইরান৭৮১৩৭
১০রবার্ট লিওয়ানোদোস্কিপোল্যান্ড৭৮১৩৮
১১পেলেব্রাজিল৭৭৯২
১২নেইমারব্রাজিল৭৭১২৪

সর্বশেষ আপডেট: ২৮শে আগস্ট, ২০২৩

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা ২০২৩

বিশ্বকাপের ৯৩ বছরের ইতিহাসে ( ১৯৯০-২০২৩ ) মোট ২২টি আসরে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা জার্মানির স্টাইকার মিরোস্লাভ ক্লোসা। তিনি ২০০২ থেকে ২০১৪ মোট ৪টি বিশ্বকাপে অংশগ্রহণ করে ২৪টি ম্যাচ খেলে গোল করেছেন ১৬টি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে গোল করার সম্ভাবনা ছিল ৬৬.৬৭%।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ঠিক দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে ব্রাজিলের নাম্বার নাইন রোনালদো নাজারিও। রোনালদো ১৯৯৪ থেকে ২০০৬ মোট ৪টি বিশ্বকাপে অংশগ্রহণ করে ১৯টি ম্যাচ খেলে গোল করেছেন ১৫টি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ব্রাজিলের এই নাম্বার নাইনের গোল করার সম্ভাবনা ছিল ৭৮.৯৫%।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকার ঠিক ১৪ নাম্বারে অবস্থান করছে লিওনেল মেসি। তিনি এখনও পর্যন্ত বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলে গোল করেছে ১৩টি। ২০২২ বিশ্বকাপে লিওনেল মেসি এরি মধ্যে ছাড়িয়ে গেছে স্বদেশী গাব্রিয়েল বাতিস্ততাকে। গাব্রিয়েল বাতিস্ততা ১২টি ম্যাচ গোল করেছিলেন ১০টি।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৫নাম্বারে অবস্থান করছে ফুটবলের কিং বদন্তি পেলে। পেলে বিশ্বকাপে ১৪টি ম্যাচ খেলে গোল করেছিলেন ১২টি।

ক্রমফুটবলার ( নাম )দেশগোলম্যাচ
মিরোস্লাভ ক্লোসাজার্মানি১৬২৪
রোনালদো নাজারিওব্রাজিল১৫১৯
গের্ড ম্যুলারজার্মানি১৪১৩
জাস্ট ফন্টেইনফ্রান্স১৩০৬
লিওনেল মেসি*আর্জেন্টিনা১৩২৬
পেলেব্রাজিল১২১৪
কিলিয়ান এমবাপ্পে*ফ্রান্স ১২১৪
জার্গেন ক্লিনসম্যানজার্মানি১১১৭
স্যান্ডর ককসিসহাঙ্গেরি১১০৫
১০হেলমুড রাহনজার্মানি১০১০
১১গ্যারি লিনেকারইংল্যান্ড১০১২
১২গাব্রিয়েল বাতিস্ততাআর্জেন্টিনা১০১২
১৩টিওফিলো কুবিলাসপেরু১০১৩
থমাস মুলার*জার্মানি১০১৮

সর্বশেষ আপডেট: ২৮শে আগস্ট, ২০২৩

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.7/5 - (17 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×