ফুটবলে সবচেয়ে বেশি গোল কার? সর্বোচ্চ গোলদাতার তালিকা? ফুটবলে সবচেয়ে বেশি গোল কার? ফুটবল প্রেমীদের এমন সব প্রশ্নের নির্ভুল, আপডেট পেতে দেখুন খেলা১৮ আজকের এই প্রতিবেদনটি।

ফুটবল ইতিহাসে সব ধরনের ম্যাচে ( জাতীয় দল এবং ক্লাব ) সবচেয়ে বেশি গোল করা প্লেয়ারটির নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগীজ এই উইঙ্গার ( ক্রিস্টিয়ানো রোনাল্ডো ) ক্লাব এবং নিজ দেশের হয়ে এখনও পর্যন্ত ১১৫৭ ম্যাচ খেলে গোল করেছে ৮৩২টি। ফুটবল ইতিহাসে যা এখনও পর্যন্ত ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড।
ফুটবলে সবচেয়ে বেশি গোল কার এই তালিকার দ্বিতীয় নাম্বারে অবস্থান করেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লিওনেল মেসি এখনও পর্যন্ত ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে ১০১৮টি ম্যাচ খেলে গোল করেছে ৮০৩টি। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ১০ গোল দাতার তালিকায় ব্রাজিলের ফুটবলার রয়েছে ২জন ( পেলে ও রোমারিও ) হাঙ্গেরির রয়েছে ২জন ( ফেরেন্তস পুশকাস ও ফেরেনৎস দেয়াক ) এছাড়াও পর্তুগাল, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, জার্মানি, পোল্যান্ড, সুইডেনের রয়েছে একজন করে ফুটবলার।
ফুটবলে সবচেয়ে বেশি গোল কার ২০২৩
জাতীয় দল ক্লাব সহ ফুটবল ক্যারিয়ারে একজন ফুটবলারের সকল গোল হিসাবে সবচেয়ে বেশি গোল দাতা ফুটবলারের তালিকা।
ক্রম | ফুটবলার ( নাম ) | দেশ | গোল | ম্যাচ |
১ | ক্রিস্টিয়ানো রোনাল্ডো* | পর্তুগাল | ৮৩২ | ১১৫৭ |
২ | লিওনেল মেসি* | আর্জেন্টিনা | ৮০৩ | ১০১৮ |
৩ | ইয়োসেফ বিকান | অস্ট্রিয়া | ৮০৫ | ৫৩০ |
৪ | রোমারিও | ব্রাজিল | ৭৭২ | ৯৯৪ |
৫ | পেলে | ব্রাজিল | ৭৭৮ | ৮৪৬ |
৬ | ফেরেন্তস পুশকাস | হাঙ্গেরি | ৭৪৬ | ৭৫৪ |
৭ | গের্ড ম্যুলার | জার্মানি | ৭৩৫ | ৭৯৩ |
৮ | রবের্ত লেভানদোভস্কি* | পোল্যান্ড | ৬৩৬ | ৯০৬ |
৯ | ফেরেনৎস দেয়াক | হাঙ্গেরি | ৫৮০ | ৪১৯ |
১০ | জ্লাতান ইব্রাহিমোভিচ* | সুইডেন | ৫৯২ | ৮১৫ |
সর্বশেষ আপডেট: ২৯শে মার্চ, ২০২৩
জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ২০২৩
আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকা বা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার প্রথন স্থানে রয়েছে পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি এখনও পর্যন্ত ১৯৮ ম্যাচ খেলে গোল করেছে ১২২টি। নিজ দেশের হয়ে প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোল করার সম্ভাবনার অনুপাত ৬১.৬২%। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরানের স্টাইকার আলি দাই। তিনি ১৪৯ ম্যাচ খেলে গোল করেছে ১০৯টি। জাতীয় দলের হয়ে আলি দাইয়ের প্রত্যেক ম্যাচে গোল করার সম্ভাবনা ৭৩.১৭%।
আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার এই তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আলবিসেলেস্তেরার তারকা লিওনেল মেসি। লিওনেল মেসি ১৭৪টি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ খেলে গোল করেছে ১০২টি। আর্জেন্টিনার হয়ে প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচে লিওনেল মেসির গোল করার সম্ভাবনার অনুপাত ৫৮.৬৩%।
আরো পড়ুনঃ সর্বকালের সেরা ফুটবলারের তালিকা
ক্রম | ফুটবলার ( নাম ) | দেশ | গোল | ম্যাচ |
১ | ক্রিস্টিয়ানো রোনাল্ডো | পর্তুগাল | ১২২ | ১৯৮ |
২ | আলি দাই | ইরান | ১০৯ | ১৪৯ |
৩ | লিওনেল মেসি | আর্জেন্টিনা | ১০২ | ১৭৪ |
৪ | মোখতার দাহারি | মালয়েশিয়া | ৮৯ | ১৪২ |
৫ | ফেরেঙ্ক পুসকাস | হাঙ্গেরি | ৮৪ | ৮৫ |
৬ | সুনিল ছেত্রি | ভারত | ৮৪ | ১৩১ |
৭ | আলি মাবখুত | সংযুক্ত আরব আমিরাত | ৮০ | ১০৯ |
৮ | গডফ্রি চিতালু | জাম্বিয়া | ৭৯ | ১১১ |
৯ | হুসেন সাইদ | ইরান | ৭৮ | ১৩৭ |
১০ | রবার্ট লিওয়ানোদোস্কি | পোল্যান্ড | ৭৮ | ১৩৮ |
১১ | পেলে | ব্রাজিল | ৭৭ | ৯২ |
১২ | নেইমার | ব্রাজিল | ৭৭ | ১২৪ |
সর্বশেষ আপডেট: ২৯শে মার্চ, ২০২৩
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা ২০২৩
বিশ্বকাপের ৯৩ বছরের ইতিহাসে ( ১৯৯০-২০২৩ ) মোট ২২টি আসরে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা জার্মানির স্টাইকার মিরোস্লাভ ক্লোসা। তিনি ২০০২ থেকে ২০১৪ মোট ৪টি বিশ্বকাপে অংশগ্রহণ করে ২৪টি ম্যাচ খেলে গোল করেছেন ১৬টি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে গোল করার সম্ভাবনা ছিল ৬৬.৬৭%।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ঠিক দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে ব্রাজিলের নাম্বার নাইন রোনালদো নাজারিও। রোনালদো ১৯৯৪ থেকে ২০০৬ মোট ৪টি বিশ্বকাপে অংশগ্রহণ করে ১৯টি ম্যাচ খেলে গোল করেছেন ১৫টি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ব্রাজিলের এই নাম্বার নাইনের গোল করার সম্ভাবনা ছিল ৭৮.৯৫%।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকার ঠিক ১৪ নাম্বারে অবস্থান করছে লিওনেল মেসি। তিনি এখনও পর্যন্ত বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলে গোল করেছে ১৩টি। ২০২২ বিশ্বকাপে লিওনেল মেসি এরি মধ্যে ছাড়িয়ে গেছে স্বদেশী গাব্রিয়েল বাতিস্ততাকে। গাব্রিয়েল বাতিস্ততা ১২টি ম্যাচ গোল করেছিলেন ১০টি।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৫নাম্বারে অবস্থান করছে ফুটবলের কিং বদন্তি পেলে। পেলে বিশ্বকাপে ১৪টি ম্যাচ খেলে গোল করেছিলেন ১২টি।
ক্রম | ফুটবলার ( নাম ) | দেশ | গোল | ম্যাচ |
১ | মিরোস্লাভ ক্লোসা | জার্মানি | ১৬ | ২৪ |
২ | রোনালদো নাজারিও | ব্রাজিল | ১৫ | ১৯ |
৩ | গের্ড ম্যুলার | জার্মানি | ১৪ | ১৩ |
৪ | জাস্ট ফন্টেইন | ফ্রান্স | ১৩ | ০৬ |
৫ | লিওনেল মেসি* | আর্জেন্টিনা | ১৩ | ২৬ |
৬ | পেলে | ব্রাজিল | ১২ | ১৪ |
৭ | কিলিয়ান এমবাপ্পে* | ফ্রান্স | ১২ | ১৪ |
৮ | জার্গেন ক্লিনসম্যান | জার্মানি | ১১ | ১৭ |
৯ | স্যান্ডর ককসিস | হাঙ্গেরি | ১১ | ০৫ |
১০ | হেলমুড রাহন | জার্মানি | ১০ | ১০ |
১১ | গ্যারি লিনেকার | ইংল্যান্ড | ১০ | ১২ |
১২ | গাব্রিয়েল বাতিস্ততা | আর্জেন্টিনা | ১০ | ১২ |
১৩ | টিওফিলো কুবিলাস | পেরু | ১০ | ১৩ |
থমাস মুলার* | জার্মানি | ১০ | ১৮ |
সর্বশেষ আপডেট: ২৯শে মার্চ, ২০২৩