আজকে আমরা প্রকাশ করতে যাচ্ছি বন্ধুদের নিয়ে স্ট্যাটাস। বন্ধু হলো সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ট উপহার। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয় আমাদের। কিন্তু কেউ থাকে আবার কেউ থাকে না। আর যারা থেকে যায় তাদের আমরা বন্ধু বলি। আজ আমরা আপনাদের কাছে বন্ধুদের নিয়ে স্ট্যাটাস শেয়ার করবো।
বন্ধুদের নিয়ে স্ট্যাটাস
আজকের এই নিবন্ধে বন্ধুদের নিয়ে স্ট্যাটাস শেয়ার করেছি। চলুন পড়ে নেওয়া যাক বন্ধুকে নিয়ে অসাধারণ কিছু স্ট্যাটাস।
(১) ” বন্ধু তো তাকেই বলে
যাকে কখনো স্বার্থে নয় ;
বরং বিনা স্বার্থে থাকে পাশে।
(২) বন্ধু মানে সেটাই
যেটা অর্থের বিনিময়েও পাওয়া সম্ভব না
(৩) প্রিয়, হারিয়ে যেতে পারে কিন্তু বন্ধুত্ব নয় 🤙
(৪) যে হাজারো কষ্টে না ছেড়ে, যাওয়া একটা মানুষের নামই বন্ধু
(৫) সত্যিকারের বন্ধুত্ব কখনে বলে প্রকাশ করতে হয় না, বন্ধুত্ব তো প্রকাশ হয় বিপদে।
(৬) স্কুল জীবনের বন্ধুত্ব গুলোই সেরা, যেখানে কোন স্বার্থ ছিল না।
(৭) মানুষ তখনই হারিয়ে যায়, যখন সে বন্ধুত্বহীন নিঃসঙ্গ জীবন কাটায়।
(৮) জীবনে সেই মানুষটাই সুখী,
যে মানুষটার একজন বিশ্বাসী বন্ধু আছে।
(৯) প্রেম হাজার বার হারিয়ে গেলেও, বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না।
(১০) কিছু বন্ধুত্ব দূর থেকেই ভালো, কারণ অবিশ্বাস ভরা বন্ধুত্বে কেবল বিপদ ডেকে আনে।
(১১) বন্ধু কখনো সময় কাটানোর জন্য হতে পারে না; ওরা তো আমার কলিজার টুকরা।
(১২) বন্ধু হলো একটা বটগাছ, যাকে একমাত্র বিপদে পাশে পাওয়া যায়।
(১৩) শেষ হয়ে যাবার নাম যদি সমাপ্ত হয়, সেটা বন্ধু নামের উপন্যাসে বন্ধু তোমার স্থান হোক
(১৪) সেতো আমার বন্ধু না, সে আমার ভাই।
(১৫) বন্ধুতো সেই যাকে বলতে হয়না, মনের ভিতরে জড় হওয়া কষ্ট গুলো।
(১৬) সময়ের সাথে জীবনে কষ্টও আসে, আর কষ্টে দূরে না থেকে পাশা থাকার নামই বন্ধু।
(১৭) গোলাপের মতো বন্ধুও সেরা। কারন গোলাপের কাটা আর বন্ধুত্বের শক্তি দুইটিই সম্পর্কে অসাধারণ করে।
(১৮) বন্ধুত্ব হলো এমনই সম্পর্ক একজন দূরে হারিয়ে গেলে আরেকজন তাকে কষ্টে থাকে।
(১৯) সত্যিবাদী বন্ধু আর বই জীবনের প্রতিটি পদক্ষেপে নতুন কিছু শিখতে সাহায্য করে।
(২০) হাজারো বন্ধু পাওয়া তোমার সৌভাগ্য নয় বরং হাজারো বন্ধুর মাঝে বিপদে পাশে থাকে এমন একটা বন্ধু পাওয়া তোমার সৌভাগ্য।
(২১) বন্ধু মানে এক আসিম ভালোবাসা।
বন্ধু নিয়ে কষ্টের স্ট্যাটাস
আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলো বন্ধু। বলতে গেলে জীবনে বন্ধু না থাকলে জীবন অসম্পূর্ণ। সত্যিকারের বন্ধুত্ব খুঁজে পাওয়া বর্তমানে খুব কঠিন। বন্ধুদের সাথে থাকতে থাকতে মায়ায় জড়িয়ে যাই এভাবে যে তাদের থেকে একটু দূরে গেলে কষ্ট হয় খুব। নিচে আমরা ২০টি কষ্টের স্ট্যাটাস দিয়েছি আপনি আপনার পছন্দের স্ট্যাটাসটি আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন। চলুন দেখে আসি বন্ধুদের নিয়ে স্ট্যাটাস।
(১) ভালো থাকার স্বপ্নে জীবন রাঙায়, আর বন্ধু তোমার অপেক্ষায় সময় ফুরাবার নয়।
(২) বিরহ শুধু ভালোবাসায় স্থান পায়না, বিরহ বন্ধুত্বে আর কঠিন
(৩) অবহেলা নয় হৃদয়ে রেখো, বন্ধুত্বের হাত বাড়িয়েছি কেনো দূরে তুমি রাখো।
(৪) বন্ধুত্বটা ঠিক তেমন গড়ে উঠাতে পারেনি, যতটা নিভির বন্ধুত্ব ছিল টম আর জেরির মাঝে।
(৫) হাজারো কষ্টের শেষে না হারিয়ে যাবার দৃষ্টান্ত টম আর জেরি। তবুও তুমি কেনো দূরে বন্ধু আমি তোমার অপেক্ষায় আজও আছি।
(৬) যদি আমার গল্পের পাতাটাটি কোন শব্দে সমাপ্ত করতে বলো, সেই শব্দ বন্ধু ছাড়া আর কিছু নয়।
(৭) বন্ধুত্ব তুমি কিনতে চেয়েছিলে, বন্ধুত্ব কেনার নয়। বন্ধুত্ব বিশ্বাসে কাছে আসে
(৮) তুমি বুজতে পারোনি যে,
সবকিছু হারিয়ে গেলেও
আমি আছি না বলেই কোন এক বন্ধু পাশে থেকে যায়।
(৯) অসময়ে বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না ; কেবল স্বার্থপর বন্ধুকে চিনিয়ে দেয়।
(১০) ফেসবুকে ৫ হাজার বন্ধু হলেও দিনশেষে তোমার পাশের বাড়ির বন্ধুই এগিয়ে আসে।
(১১) কেঁদেছি বলেই চিনতে পেরেছি, কিছু মানুষ আপন হয়েও পর হয়ে যায়।
(১২) নিঃসঙ্গতার কষ্ট যদি তোমরা বুজতে তাহলে হঠাৎ করে হারিয়ে যাওয়াটা তোমাদের পরিকল্পনা হতো না।
(১৩) সবাই ভালোবাসার জন্য ডিপ্রেশনে ভোগে না। বরং কিছু মানুষ তার বন্ধুকে হারিয়ে ডিপ্রেশনে থাকে।
(১৪) হঠাৎ হারিয়ে যাওয়াটা যদি পরিকল্পনা হয়, তাহলে বন্ধু মাফ করো আমি তোমার যোগ্য নই।
(১৫) কিছু মানুষের প্রিয়জন তার বন্ধু হয়ে যায়; কিন্তু স্বার্থপর তখন প্রয়োজন মিটায়।
(১৬) ভাবছি, একটা গান লিখবো ; আমার কলিজার স্বার্থপর বন্ধুূদের নিয়ে।
(১৭) বৃষ্টি হঠাৎ আসে কিন্তু সত্যিকারে বন্ধু হারিয়ে ফেললে সে আর ফিরে আসে না।
(১৮) যদি হাজারটা স্বপ্ন হারিয়ে যেতো ততটাও কষ্ট হতে না, যতটা তুমি আমাকে ঠকালে।
(১৯) বন্ধু তুমি যাকে হারিয়েছো তাকে আর ফিরে পাবার নয়, কারন মানুষ একবার ঠকে বারবার নয়।
(২০) অসময়ে যেভাবে বন্ধু হারিয়েছি, ঠিক সেভাবে বাস্তবতা ততটা তারাতাড়ি শিখেছি।
বন্ধুকে নিয়ে ক্যাপশন
বন্ধুকে নিয়ে অসাধারণ ২৫টি ক্যাপশন নিচে দেওয়া হলো আশাকরি বন্ধুদের নিয়ে স্ট্যাটাস আপনার পছন্দ হবে।
(১)ইচ্ছে করে কলিজার টুকরো বন্ধুগুলোর সাথে একসাথে আকাশে উড়তে।
(২)শুধু বন্ধু বন্ধু করলেই হয়না। কলিজার টুকরো বন্ধুগুলোর সাথে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন।
(৩)আপনার হাজারটা বন্ধুর মধ্যে আপনার কলিজার টুকরো বন্ধুগুলোই আপনার ভালো চাইবে।
(৪)বাইরে থেকে দেখবেন অনেকেই আপনাকে বন্ধু বন্ধু করবে। কিন্তু ভিতর থেকে কজোন আপনার ভালো চায়?
(৫)শুধু মুখে মুখে বন্ধু বন্ধু করলেই হয়না।
একটু খোঁজও নিতে হয়।
(৬)কলিজার বন্ধুগুলো, আজও চোখ বন্ধ করলে সবার প্রথমে তোদের কথাই মনে পরে।
(৭)সময় ঠিকই তার আপন গতিতে চলতে থাকবে, সবাই ই আপনাকে একদিন ছেড়ে চলে যাবে,শুধু মা-বাবা আর আপনার কলিজার বন্ধুটিই আপনার পাশে সরাজীবন থাকবে।
(৮)আপনার খারাপ সময়ে সবার প্রথমে আপনার ওই হারামি বন্ধুগুলোকেই পাশে পাবেন।
(৯)প্রকৃত বন্ধু খুজে পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। কারন জীবন একটি দীর্ঘ মাএ । যেখানে আপনি একটান প্রকৃত বন্ধু পাবেন।
(১০)প্রকৃত বন্ধু তো সে, যে আপনার মন ভালো না খারাপ তা আপনার চেহারা দেখেই বলে দিতে পারবে। বলার প্রয়োজন হবেনা।
(১১)যদি আপনার ভালো বন্ধু থাকে তবে সে সর্বদা আপনাকে সঠিক পরামর্শ দেবে এবং আপনাকে সঠিক পথ অনুসরন করার কথা বলবে।
(১২)প্রকৃত বন্ধু হলো সব থেকে নিরাপদ জায়গা যেখানে আপনি আপনার সব গোপনীয় কথা, কষ্টের কথা, মজার কথা সবকিছুই শেয়ার করতে পারবেন।
(১৩)আপনার যদি কোনো প্রকৃত বন্ধু থাকে তাহলে আপনার মহান সৃষ্টিকর্তার কছে কৃতজ্ঞ থাকা দরকার কারন উনি আপনাকে এমন একটা মূল্যবান উপহার দিয়েছেন।
(১৪)যদি বন্ধুত্ত আপনার দুর্বল জায়গা হয়, তাহলে আপনিই এই পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যাক্তি।
(১৫) সত্যিকারের বন্ধু তো তারাই যারা আপনি যতো কষ্টেই থাকুন না কেনো, মন যতোই খারাপ থাকুক, যেকোনো ভাবে আপনার মন ভালো কোরে আপনার মুখে হাসি ফোটাবেই।
(১৬)প্রকৃত বন্ধুগুলো সবসময় ভালো সময়টাকে আরো ভালো এবং খারাপ সময়টাকে সহজ করে তোলে।
(১৭)প্রকৃত বন্ধুগুলো জীবনকে স্বর্গের থেকেও সুন্দর ও সহজ করে তোলে।
(১৮)আপনার কতজন বন্ধু আছে সেটা গুরুত্বপুর্ন বিষয় নয়। আপনার বিপদের সময় কতজন বন্ধু আপনার পাশে এসে দাড়িয়ে ছিলো সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।
(১৯)জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ও বড় উপহার হলো একটা প্রকৃত বন্ধু এবং আমি সেটা পেয়েছি।
(২০)যদি আপনি আপনার জীবনে সত্যিকারের বন্ধু খুঁজে পেয়ে থাকেন, তবে তাদের কখনোই হারাবেন না। চেষ্টা করবেন সারাজীবন আগলে রাখতে।
(২১) আপনি একটা প্রকৃত বন্ধু পেলে চেষ্টা করবেন আপনার সকল দুক্ষ, কষ্ট তার সাথে ভাগ করে নিতে। করন আপনি জানেন যে সে আপনার কষ্ট নিরাময়ের চেষ্টা করবে।
(২২) সারা পৃথিবী আপনার বিপক্ষে থাকলেও প্রকৃত বন্ধু গুলোই সবসময় আপনার পাসে থাকবে।
(২৩)বন্ধুরা সবসময় তাদের কর্ম দিয়েই আপনাকে আনন্দে রাখার চেষ্টা করবে। সুধু মুখে মুখে নয়।
(২৪)একজন প্রকৃত বন্ধু আপনার জীবনে এসে আপনার জীবনকে আগের থেকে অনেক সুন্দর করে তুলবে এবং সবসময় আনন্দে ভরিয়ে রাখবে।
(২৫)একটা প্রকৃত বন্ধুকে একটা মানচিত্রের সাথে তুলনা করা যায়। কারন একটা মানচিত্রও আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এবং একটা প্রকৃত বন্ধুও সবসময় চাইবে আপনাকে সঠিক পথে পরিচালিত করতে।
বন্ধুদের নিয়ে ফানি স্ট্যাটাস বন্ধুদের নিয়ে স্ট্যাটাস
বন্ধু মানে হাজারে স্বপ্ন সাথী হওয়া বন্ধু মানে হাটি হাটি পায়ে একই পথের যাএী হওয়া। বন্ধু মানে আছি আমি পাশে। বন্ধু মানে আমরা সবাই রয়েছি নানা খুনশুটি আর মজাতে। আজকে আমরা আপনার সামনে। নিচে ৫ টি বন্ধুদের নিয়ে ফানি স্ট্যাটাস দেওয়া আছে। আপনি ফানি স্ট্যাটাস গুলো আপনার বন্ধুকে শেয়ার করে দিতে পারেন।।
(১) বন্ধু যখন আমার তার প্রেমের উইকেট সেঞ্চুরি 😄
(২) যদি পারো আমার বন্ধুকে নিয়ে দৌড়াও, ওজন তার ১৪০ 😁
(৩) আমার বন্ধুকে ছ্যাকা দেবে, সে তো বাপ্পারাজের ফ্যান।
(৪) যদি বলো তাকে অভিনয় করতে তাহলে সে নিজেকে পক্ষীরাজ ভাবে আর স্বপ্নে তরকারি বেঁচে
(৫) অবাক তো সে দিনই হয়েছিলাম সেদিন, যেদিন আমি বন্ধুর মোবাইলে মেয়েদের নম্বর “বিপদ সংকেত” লেখা।
বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস
আমরা জীবনের অনেকটা সময় বন্ধুদের সাথে কাটিয়ে থাকি। নানা স্মৃতি থেকে যায় জীবনের শেষ পর্যন্ত যা কখনো ভুলে যাবার নয়। এমনই ১০টি স্ট্যাটাস রয়েছে এখানে। আপনি এই সুন্দর স্ট্যাটাস গুলো আপনার বন্ধুকে শেয়ার করে দিতে পারেন।
(১)বন্ধু কই গেলি তোরা আয়না একবার ফিরে;
আমি আজও তোদের ভালোবাসি হাজারো লোকের ভিরে।
(২)ছোটবেলার বন্ধুগুলোই সবথেকে বেশি সুন্দর হয়,
শত ঝগড়ার মধ্যেও ভালোবাসা রয়ে যায়।
(৩)সারাদিন যত কষ্টেই থাকিনা কেনো ;
দিনশেষে সেই পুরনো বন্ধুগুলোর কথাই মনে পরে।
(৪)জীবনের সব থেকে সুন্দর মুহুর্তগুলো তো তখন ছিলো;
যখন বন্ধুদের সাথে সময় কাটিয়েছি।
(৫)বন্ধু আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য হলো,
বন্ধুগুলো সারাজীবন পাশে থাকে আর গার্লফ্রেন্ড তো একদিন ছেড়ে যাবেই।
(৬)একসাথে বসে বন্ধুদের সাথে বিরিয়ানি খাওয়ার সময়টা আজও মনেপরে।
(৭)ছোটোবেলার সেই বন্ধুদের দেওয়া নামগুলো মনে পড়লে আজও মনটা খুশিতে ভরে ওঠে।
(৮)বন্ধুদের দেওয়া সেই ছোট ছোট উপহার গুলোর কথা আজও মনেপরে।
(৯)বন্ধুরা মিলে একসাথে সেই স্কুল পালানোর কথা মনে পড়লে, মনটা আজও সেই ছোটোবেলায় ফিরে যেতে চায়।
(১০)বন্ধুরা মিলে এক থালায় খাবার খাওয়ার মজা,
যা আর কখোনো ফিরে পাবোনা।
১১। একটা সময় টাকা থাকবে কিন্তু তোদের মত হারামিগুলোকে একসাথে পাবো না!
কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস বন্ধুদের নিয়ে স্ট্যাটাস
আমাদের বন্ধুদের মধ্যে দেখবেন নিদিষ্ট কিছু বন্ধু থাকে। সেই বন্ধুদের কে আমরা কলিজার বন্ধু বলে থাকি। কলিজার বন্ধু কখনো হারিয়ে যাবার নয়। কলিজার বন্ধুদের নিয়ে ২০টি অসাধারণ স্ট্যাটাস দেওয়া হলো। আপনি আপনার কলিজার বন্ধুর কাছে শেয়ার করতে পারেন।
(১) আপনার প্রকৃত বন্ধু তো তারা, যারা হাজারো ঝগড়ার পরেও আপনার পাশে থাকেবে। 🙂
(২)বন্ধুত্বের বন্ধন হচ্ছে সব থেকে কাছের ও মধুর বন্ধন,
যা আপনাকে ছেড়ে কখনো যাবে না।
(৩) বন্ধুদের সাথে ছোটোবেলায় করা সেই মজাগুলো,
আজও আমায় হাসায় ।
(৪)জীবনে অনেক বন্ধুই আসবে যাবে,
কিন্তু কলিজার সেই বন্ধুগুলো কখনো ছেড়ে যায় না।
(৫) কলিজার বন্ধুগুলো আজ কাছে নেই,
কিন্তু ওদের কথা আজও আমার খুব মনে পড়ে।
(৬) স্কুল জীবনে প্রমিস করেছিলাম বন্ধু কেউ কাউকে কোনোদিন ভুলবো না। আজ হয়তো ওরা কেউ কাছে নেই, কিন্তু কখনো ভুলতে পারবোনা ওদের।
(৭) আপনার হাজারটা বন্ধু থাকতে পারে, কিন্তু তারমধ্যে বেষ্টফ্রেন্ডটাই সেরা। কারন সে সবসময় আপনার ভালোটাই চাইবে।
(৮) জীবনে হাসিখুশি থাকার আরেক নাম হচ্ছে বন্ধু।
বন্ধু ছাড়া কি হাসিখুশি থাকা যায়?
(৯) জীবনের একটাই ইচ্ছে, কলিজার টুকরো বন্ধুগুলোর সাথে সারাজীবন বন্ধুত্ব টিকিয়ে রাখা।
(১০) প্রেমের সাথে বন্ধুত্বের কোন তুলনা হয়না। প্রেম তো আসে জীবনে কিছু সময়ের জন্য, আর বন্ধুত্ব তো সারা জীবনের জন্য।
(১১) আপনাকে কেউ কোন পাত্তা না দিলে কষ্ট পাবেন না, কারন আপনার পাশে আপনার বেস্ট ফ্রেন্ড গুলো তো আছে।
(১২) বন্ধুত্ব হচ্ছে জমির ফসলের মতো, কষ্ট করে টিকিয়ে রাখতে পারলে অমূল্য সম্পদে পরিনত হয়। যা কখনো আপনাকে ছেড়ে যাবেনা।
(১৩) সত্যিকারের বন্ধু আপনাকে সব সময় শত্রুদের হাত থেকে রক্ষা করবে।
(১২) মা- বাবার পরে যদি আপনাকে কেউ বেশি ভালোবেসে থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার কলিজার বেষ্ট ফ্রেন্ড।
(১৩) আপনার কষ্টে যার মন খারাপ হয়, যার চোখে জল আসে বুঝবেন সেই আপনার কলিজার বেষ্ট ফ্রেন্ড।
(১৪) জীবনে অনেক সুখ, দুঃখ আসবে যা শুধু বন্ধু ছাড়া অন্য কারকাছে প্রকাশ করা যায় না। কারন বন্ধুর মতো আর কাছের কেউ হয়না।
(১৫) ঘুরতে যেতে ভালোবাসে এমন মানুষগুলোর কাছে বন্ধুর চেয়ে উত্তম সঙ্গী আর কিছু হতেই পারেনা।
(১৬) বন্ধু মানে একে অপরের পাসে থাকে, একে অপরের সহযোগিতা করা, সারাজীবন একে অন্যের বিপদে ঝাপিয়ে পরা।
(১৭) যার একজন প্রকৃত বন্ধু আছে,
তারমতো সুখী মানুষ পৃথিবীতে আর একটাও নেই।
(১৮) কখনো কোনো বন্ধুর মনে কষ্ট দিয়ো না,
কারন একটা প্রকৃত বন্ধু পাওয়া খুব কষ্টের।
(১৯) একজন ভালো বন্ধু হলো একজন অভিভাবকের মতো,
যে আপনাকে সংকটের সময় সঠিক পরামর্শ দেবে।
(২০) সবাই ভালোবাসায় কষ্ট পেয়ে কাঁদে। কিন্তু কখনো কখনো একটু বন্ধুগুলোর জন্যও কাঁদতে হয়।
বন্ধু নিয়ে ফেসবুক স্ট্যাটাস বন্ধুদের নিয়ে স্ট্যাটাস
বন্ধুকে নিয়ে খুব সুন্দর ২০টি ফেসবুক স্ট্যাটাস দেওয়া হলো। আপনি ফেসবুকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা বন্ধুদের নিয়ে স্ট্যাটাস গুলো ইউনিক এবং সকলের কাছে প্রিয়। তাই আপনি এই বন্ধুদের নিয়ে স্ট্যাটাস আপনার ফেসবুকে ব্যবহার করতে পারেন।
(১) তুমি তখনই বন্ধুদের চিনতে পারবা, ঠিক যদি তুমি সৎ পথে থাকো।
(২) ব্যর্থতা আপনাকে আসল বন্ধুকে চিনতে সাহায্য করবে। আর সফলতা আপনাকে অগনিত বন্ধুকে দেখাবে।
(৩) এমন একটা বন্ধু দরকার কিছু হয়নি জেনেও বলবে যে” বলতো তোর পেটে আর কি কথা আছে ব্যাডা তুই কথা চাপিয়ে রাখিস না।
(৪) ভালোবাসলে আপনি বলবেন ” আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না আর আপনি বন্ধুত্বে বলবেন আমি থাকতে তোর কিছু হতেই দেবো না।
(৫) তুমি যতটাই বড় হও না কেন তুমি বন্ধুর কাছে সেই যেমন তেমনই থাকবে।
(৬) যদি দেখা না হয় তাহলে ভাবিস না দূরে আছি, আর কথা না হলে ভাবিস না ভুলে গেছি। যতটা তোর হাসি ততটাই তোর জন্য বাঁচি। বন্ধু আমি তোমার যুগ জন্মের সাথী।
(৭) যদি কাউকে আবার ফিরে পেতে চাও তাহলে তাকে বন্ধুত্বের ভালোবাসায় আগলে রেখো।
(৮) বন্ধু বলে ডেকেছো যাকে, কিরে ভাবছো ভুলবো তোমাকে। ছিলাম, থাকবো, রবো চিরন্তন।
(৯) সূর্য ও চাঁদের বন্ধুত্ব কি জানো, সূর্য কখনো চাঁদের সাথে বেইমানি করে না।
(১০)আমি সূর্যের মতো এমন একটি বন্ধু চাই আমি চাঁদের মতো শূন্য হলেও সে কখনো আমাকে ভুলে যাবে না।
(১১) টম আর জেরি হাজারো দুষ্টুমির পরও আজ শেষ বয়সে একে অপরের বন্ধু, ঠিক টমের মতো একটা বন্ধু চাই।
(১২) নবিতাকে বোকা বললেও ডোরোমন কখনো নবিতাকে ছেড়ে যায়নি কারন ডোরেমন জানতো বন্ধুত্বের অর্থ কি
(১৩) তখনই বন্ধুত্বে ফাটল ধরে যখন বন্ধুের সম্পর্কের মাঝে ৩য় একজন চলে আসে।
(১৪) বন্ধুত্ব হারাবার নয় কিন্তু দিনশেষে বন্ধুরাই ছেড়ে চলে যায়।
(১৫) আজ কেনো এতো অবাক লাগে, এক বেঞ্চে ৪ জন বসা বন্ধুর মাঝে দিনশেষে একসাথে কথা হয়না 😄🥀
(১৬) কেউ বলে বন্ধু মানেই প্যারা,,
আমি বলি হাজারো বন্ধুর মাঝে আমার বন্ধুগুলোই সেরা।
(১৭) বন্ধুত্ব প্রকাশে ক্যাপশনের প্রয়োজন হয়না, কারন বন্ধু মানে না বলা কথা বুজে ফেলা।
(১৮) জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার হলো একটা বিশ্বস্ত বন্ধু খুজে পাওয়া।
(১৯) বন্ধুত্ব মানে, বন্ধুত্ব প্রকাশে ক্যাপশন ভুলে গেছি 😄🥀
(২০) যে বন্ধুদের হৃদয়ে জায়গা দিয়েছিলাম, আজ তারা স্বার্থের দুনিয়ায় কলিজাটাও পুড়িয়ে দিয়েছে 😄🥀
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)