সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল নবম আসরে চ্যাম্পিয়ন হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল ২০২৩ শিরোপা জয়লাভ এর মাধ্যমে বিপিএলে নিজেদের চতুর্থ শিরোপা জয় লাভ করল। সাথে টানা দুইবার বিপিএল চ্যাম্পিয়ন হল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে সিলেট স্ট্রাইকার এর দেওয়া ১৭৬ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে ১৯.৩ ওভার খেলে জয় লাভ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএল ২০২৩ ফাইনালে শুরুতে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স টসে জিতে সিলেট স্ট্রাইকার কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। সিলেট স্ট্রাইকার্স ব্যাটিং করতে নেমে প্রথমেই উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। খেলার মাত্র ৩ ওভারের মধ্যেই ২৬ রান তুলতে হারিয়ে ফেলে দুই উইকেট। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম তৃতীয় উইকেটের দুটিতে ৭৯ রান যোগ করে সিলেট কে খেলায় ফিরিয়ে আনে।
নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৬৪ রান করে আউট হলেও মুশফিকুর রহিম এক প্রান্ত আগলে রেখে খেলে যান শেষ পর্যন্ত। মুশফিকুর রহিম নিজের ব্যক্তিগত ৭৪ রান করলে সিলেট স্ট্রাইকার্স পৌঁছে যাই ১৭৫ রানে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭৬ রানের টার্গেটে খেলতে নাম নেমে শুরু থেকেই ব্যাট চালাই সাবলীল ভাবে। তবে দুই এবং তিন নাম্বার ওভারে পরপর ২ উইকেট হারালে কিছুটা চাপে পড়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর লিটন দাস জনসন চার্লসকে সাথে নিয়ে তৃতীয় উইকেটের দুটিতে ৭০ রান যোগ করে।
আরো পড়ুন: বিপিএলে সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকা ২০২৩
পরবর্তীতে লিটন দাস ৫৫ রানে আউট হলেও জনসন চার্লস ৭৯ রানের দানবীয় ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এনে দেয় বিপিএলের চতুর্থ শিরোপা। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর জয়ের নায়ক জনসন চার্লসের ক্যাস ফেলে দেয় রুবেল হোসেন। শেষ পর্যন্ত সেই জনসন চার্লসের জিতিয়ে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল নবম আসর ২০২৩ চ্যাম্পিয়ন হয়ে বিপিএলে নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলল। এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে টানা দুবার শিরোপা জয়লাভ করল।
বিপিএল ২০২৩ ফাইনাল এর ম্যাচ স্যামারি
★সিলেট স্ট্রাইকার্স স্কোর
রান : ১৭৫/৭
নাজমুল হোসেন শান্ত : ৬৪
মুশফিকুর রহিম : ৭৪
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলিং
মুস্তাফিজুর রহমান ২/৩১
তানভীর ইসলাম ১/২১
★কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোর
রান : ১৭৬/৩
জনসন চার্লস :৭৯ রান
লিটন দাস : ৫৫ রান
সিলেট স্ট্রাইকার্স বোলিং
রুবেল হোসেন ২/৩৯
জর্জ লিন্ডে ১/১৪
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ : জনসন চার্লস ৭৯ রান
আরো পড়ুন: বিপিএল প্রাইজমানি ২০২৩
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)