বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পয়েন্ট টেবিল

বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল ২০২৩ বা বিশ্বকাপে কোন দলের পয়েন্ট কত? আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের আপডেট পেতে চোখ রাখুন খেলা ১৮ সাইটে। ০৫ অক্টবর থেকে বিশ্বকাপ ক্রিকেটের ১৩ তম আসর শুরু হয়েছে। বিশ্বকাপে ১০ দল মোট ৪৮ ম্যাচ খেলবে তবে গ্রুপ পর্যায়ে প্রতিটি দল খেলবে ৯ টি করে ম্যাচ এবং সেমি ফাইনালে দুইটি ও ফাইনালে একটি ম্যাচ খেলবে দলগুলো।

বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পয়েন্ট টেবিল

বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল ২০২৩

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পয়েন্ট টেবিল এবং সকল দলের আপডেট পয়েন্ট টেবিল আপডেট  বিশ্বকাপে এখনও পর্যন্ত ১২ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে পয়েন্ট টেবিল এর প্রথমে অবস্থান করছে ভারত। নিচের টেবিল থেকে দেখে নিন সর্বশেষ আপডেট পয়েন্ট তালিকা। 

দলের নামম্যাচজয়পরাজয়পয়েন্টসনিট রান রেট
ভারত বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল ২০২৩ ভারত +১.৮২১
নিউজিল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পয়েন্ট টেবিল নিউজিল্যান্ড +১.৬০৪
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেট  পয়েন্ট টেবিল ২০২৩ দক্ষিণ আফ্রিকা   +২.৩৬০ 
পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পয়েন্ট টেবিল পাকিস্তান  +০.৯২৭
ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ইংল্যান্ড পয়েন্ট   +০.৫৫৩
বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পয়েন্ট টেবিল বাংলাদেশ-০.৬৯৯
শ্রীলঙ্কা বিশ্বকাপ ক্রিকেট  পয়েন্ট টেবিল ২০২৩ শ্রীলঙ্কা-১.১৬১
নেদারল্যান্ডস বিশ্বকাপ ক্রিকেট  পয়েন্ট টেবিল ২০২৩ নেদারল্যান্ডস -১.৮০০
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্রিকেট  পয়েন্ট টেবিল ২০২৩ অস্ট্রেলিয়া-১.৮৪৬
আফগানিস্থান বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পয়েন্ট টেবিল আফগানিস্থান-১.৯০৭

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পয়েন্ট পাওয়ার নিয়ম

বিশ্বকাপ ক্রিকেট এর ১৩ তম আসর হচ্ছে রাউন্ড রবিন ও নক আউট নিয়মে। এবারের আসরে মোট ১০ দল প্রতিযগিয়াতায় অংশ নিচ্ছে। প্রতিটি দল নক আউট পর্বে ৯ টি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতি ম্যাচ জয়ের জন্য ২ পয়েন্ট এবং পরাজয়ের জন্য কোন পয়েন্ট না পেলেও নিট রান রেট মাইনাস হয়ে জয়ী দলের নিট রান রেট এর সাথে যোগ হবে।

এভাবে ৯ ম্যাচ শেষে পয়েন্ট টেবিল থেকে চারটি দল যাবে সেমি-ফাইনালে। পয়েন্ট টেবিলের সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা দল এবং দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা দল খেলবে সেমি-ফাইনালের প্রথম ম্যাচ। এরপর তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা দল ও চতুর্থ সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা দল খেলবে দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচ। তারপর প্রথম সেমি-ফাইনাল জয়ী ও দ্বিতীয় সেমি-ফাইনাল জয়ী দল খেলবে ফাইনাল ম্যাচ ১৯ নভেম্বর। ক্রিকেট বিশ্বকাপের ১৩ তম আসরে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ খেলবে সেমি-ফাইনালে পরাজিত দুই দল। 

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি ২০২৩

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী

বিশ্বকাপ ক্রিকেটে ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান ভারতের শচীন টেন্ডুলকারের এবং বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট অস্ট্রেলিয়ার গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রার । এখানে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ চলমান আসরের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকা নিয়মিত আপডেট প্রকাশ করা হয়। নিচে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রহকারী ও উইকেট সংগ্রহকারীর তালিকা দেয়া হল।

সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকা 

খেলোয়াড় নামম্যাচরানসর্বোচ্চ ইনিংস
ডেভন কনওয়ে১৩৬১৩৬
রচিন রবীন্দ্র১১৭১১৭
রাসিয়ে ভ্যান দের ডুসেন১০৮১০৮
এইডেন মারক্রাম১০৬১০৬
কুইন্টন ডি কক১০০১০০

সর্বোচ্চ উইকাট সংগ্রহকারীর তালিকা 

খেলোয়াড় নামম্যাচউইকেটসর্বোচ্চ ইনিংস
ব্যাস দে লীডি
মেহেদী হাসান
সাকিব আল হাসান
হারিস রউফ
ম্যাট হেনরি

বিশ্বকাপ ক্রিকেট 2023 প্রাইজমানি

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সর্বমোট প্রাইজমানি মানে ১ কোটি ডলার বা এক বিলিয়ন একশ নয় কোটি ছয় লাখ আটষট্টি হাজার টাকা প্রায়। এক্ষেত্রে  বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে সর্বোচ্চ ৪ মিলিয়ন ডলার এবং রানার আপ দল পাবে ২ মিলিয়ন ডলার। সেমিফাইনালে উঠে হেরে যাওয়া দল পাবে ৮ লাখ ডলার, সেমিফাইনালে উঠতে না পারা দল পাবে ১ লাখ ডলার। এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে ৪০ হাজার ডলার। এই সর্বমোট ১ কোটি ডলার। 

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Leave a Comment