ব্যালন ডি অর কে কতবার পেয়েছে আপডেট তালিকা দেখে নিন

ব্যালন ডি অর কে কতবার পেয়েছে? বর্তমান সময়ে ফুটবল প্রেমীদের অন্যতম প্রশ্ন হতে পারে এটি। ব্যালন ডি’অর পুরস্কারটি দেওয়া শুরু হয়েছে মূলত ১৯৫৬ সাল থেকে যার সর্বশেষ ব্যালন ডি’অর ঘোষণা হয়েছে ২৯ শে নভেম্বর ২০২১। এ পর্যন্ত ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জয়ী ফুটবলার লিওনেল মেসি। মেসি ২০২৩ সহ মোট আটবার ব্যালন ডি’অর জয়লাভ করেছেন। ব্যক্তিগতভাবে এই পুরস্কার জয়ের দিক দিয়ে মেসির ঠিক নিচেই অবস্থান করছে পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো এ পর্যন্ত মোট পাঁচটি ব্যালন ডি’অর জয়লাভ করেছে।

প্রথম দিকে শুধুমাত্র ইউরোপের প্লেয়ারদের মধ্যে দেওয়া হত এই পুরষ্কার। পরবর্তীতে ১৯৯৪ সাল থেকে ইউরোপে খেলা সব দেশের প্লেয়ারদের জন্য বরাদ্দ করা হয়।কিন্তু ২০০৭ সাল থেকে ব্যালন ডি’অর কে শুধু মাত্র ইউরোপ না, উন্মুক্ত করা হয় সারা বিশ্বের ফুটবলারদের জন্য। ২০২১ সাল পর্যন্ত মোট ১৯ টি দেশের প্লেয়াররা জি  তেছে ব্যালন ডি’অর। এদের মধ্যে সর্বোচ্চ ৭ বার করে ব্যালেন ডি অর জিতেছে জার্মানি, নেদারল্যান্ড ও আর্জেন্টিনা। ৬ বার ব্যালন ডি’অর জিতেছে ফ্রান্স। এছাড়াও ৫ বার করে ব্যালেন ডি অর জিতেছে পর্তুগাল ইংল্যান্ড ও ব্রাজিলের ফুটবলাররা।

ব্যালন ডি অর কে কতবার পেয়েছে আপডেট তালিকা দেখে নিন
ব্যালন ডি অর আপডেট তালিকা

দেশ ভিত্তিক ব্যালন ডি অর তালিকা

★দেশ:জার্মানি

১৯৭০: গার্ড মুলার (জার্মানি)
১৯৭২: ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)
১৯৭৬: ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)
১৯৮০: কার্ল-হেইঞ্জ রুমিনিগে (জার্মানি)
১৯৮১: কার্ল-হেইঞ্জ রুমিনিগে (জার্মানি)
১৯৯৬ : ম্যাথিয়াস সামির (জার্মানি)
১৯৯০: লোথার ম্যাথিউস (জার্মানি

★দেশ:নেদারল্যান্ডস
১৯৭১: ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
১৯৭৩: ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
১৯৭৪: ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
১৯৮৭: রুড গুলিত (নেদারল্যান্ডস)
১৯৮৮: মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস)
১৯৮৯: মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস)
১৯৯২: মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস)

★দেশ:আর্জেন্টিনা

  • ২০০৯: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • ২০১০: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • ২০১১: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • ২০১২: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • ২০১৫: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • ২০১৯:লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • ২০২১:লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • ২০২৩:লিওনেল মেসি (আর্জেন্টিনা)

★দেশ:ফ্রান্স
১৯৫৮: রেমন্ড কোপা (ফ্রান্স)
১৯৮৩: মিশেল প্লাতিনি (ফ্রান্স)
১৯৮৪: মিশেল প্লাতিনি (ফ্রান্স)
১৯৮৫: মিশেল প্লাতিনি (ফ্রান্স)
১৯৯১: জিন-পিয়েওে পাপিন (ফ্রান্স)
১৯৯৮: জিনেদিন জিদান (ফ্রান্স)

★দেশ:ইতালি
১৯৬১: ওমর সিভোরি (ইতালি)
১৯৬৯: গিয়ানি রিভেরা (ইতালি)
১৯৮২: পাওলো রসি (ইতালি)
১৯৯৩: রবার্তো ব্যাজিও (ইতালি)
২০০৬: ফ্যাবিও ক্যানাভারো (ইতালি)

★দেশ:ইংল্যান্ড
১৯৫৬: স্ট্যানলি ম্যাথিউস (ইংল্যান্ড
১৯৬৬: ববি চার্লটন (ইংল্যান্ড)
১৯৭৮: কেভিন কিগান (ইংল্যান্ড)
১৯৭৯: কেভিন কিগান (ইংল্যান্ড)
২০০১: মাইকেল ওয়েন (ইংল্যান্ড)

★দেশ:ব্রাজিল
১৯৯৭: রোনালদো (ব্রাজিল)
১৯৯৯: রিভালদো (ব্রাজিল)
২০০২: রোনালদো (ব্রাজিলা)
২০০৫: রোনালদিনহো (ব্রাজিল)
২০০৭: কাকা (ব্রাজিল)

★দেশ:পর্তুগাল
১৯৬৫: ইউসেবিও (পর্তুগাল)
২০০০: লুইস ফিগো (পর্তুগাল)
২০০৮: ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
২০১৩: ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
২০১৪: ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

★দেশ:স্পেন
১৯৫৭: আলফ্রেডো ডি স্টিফানো (স্পেন)
১৯৫৯: আলফ্রেডো ডি স্টিফানো (স্পেন)
১৯৬০: লুইস সুয়ারেজ (স্পেন

★দেশ:ইএসএসআর
১৯৬৩: লেভ ইয়াচিন (ইএসএসআর)
১৯৭৫: ওলেগ ব্লোকহাইন (ইউআরএসএস)
১৯৮৬: ইগোর বেলানোভ (ইউএসএসআর)

★দেশ:চেক প্রজাতন্ত্র
১৯৬২: জোসেফ মাসোপুস্ট (চেক প্রজাতন্ত্র)
২০০৩: পাভেল নেদভেদ (চেক প্রজাতন্ত্র)

 

★দেশ: একবার করে ব্যালন ডি’অর বিজয়ী দেশের তালিকা
১৯৬৪: ডেনিস ল (স্কটল্যান্ড)
১৯৬৭: ফ্লোরিয়ান অ্যালবার্ট (হাঙ্গেরি)
১৯৬৮: জর্জ বেস্ট (নর্দার্ন আয়ারল্যান্ড)
২০১৮: লুকামদ্রিস (ক্রোশিয়া)
১৯৭৭: অ্যালান সিমোনসেন (ডেনমার্ক)
১৯৯৪: রিস্টো স্টোইকোভ (বুলগেরিয়া)
১৯৯৫: জর্জ ওয়েহ (লাইবেরিয়া)
২০০৪: আন্দ্রেই শেভচেনকো (ইউক্রেন)

ফিফা ব্যালন ডি অর তালিকা আপডেট

সালপ্লেয়ারের নামদেশি ক্লাব
২০২৩লিওনেল মেসিআর্জেন্টিনাইন্টার মায়ামি
২০২২করিম বেনজেমাফ্রান্সরিয়াল মাদ্রিদ
২০২১লিওনেল মেসিআর্জেন্টিনাপিএসজি
২০২০স্থগিত করোনার কারনে
২০১৯লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০১৮লুকা মদ্রিচক্রোয়েশিয়ারিয়াল মাদ্রিদ
২০১৭ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালরিয়াল মাদ্রিদ
২০১৬ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালরিয়াল মাদ্রিদ
২০১৫লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০১৪ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালরিয়াল মাদ্রিদ
২০১৩ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালরিয়াল মাদ্রিদ
২০১২লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০১১ লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০১০ লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০০৯ লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০০৮ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালম্যানচেস্টার ইউনাইটেড
২০০৭কাকাব্রাজিলএসি মিলান
২০০৬ফ্যাবিও ক্যানাভারোইতালিরিয়াল মাদ্রিদ
২০০৫রোনালদিনহোব্রাজিলবার্সেলোনা
২০০৪ আন্দ্রে শেভচেঙ্কোইউক্রেইনমিলান
২০০৩পাভেল নেদভেদচেক রিপাবলিকজুভেন্টাস
২০০২রোনালদোব্রাজিলরিয়াল মাদ্রিদ
২০০১মাইকেল ওয়েনইংল্যান্ডলিভারপুল
২০০০লুইস ফিগোপর্তুগালরিয়াল মাদ্রিদ
১৯৯৯রিভালদোব্রাজিলবার্সেলোনা
১৯৯৮ব্রাজিলজিনেদিন জিদানফ্রান্সজুভেন্টাস
১৯৯৭রোনালদোব্রাজিলইন্তারনাজিওনালে
১৯৯৬ম্যাথিয়াস সামের জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড
১৯৯৫জর্জ ওয়েহলাইবেরিয়ামিলান
১৯৯৪রিস্টো স্টইচকভবুলগেরিয়াবার্সেলোনা
১৯৯৩রবার্তো ব্যাজিওইতালিজুভেন্টাস
১৯৯২মার্কো ভ্যান বাস্তেননেদারল্যান্ডসমিলান
১৯৯১জিন-পিয়েরে পাপিনফ্রান্সমার্শেই
১৯৯০লোথার ম্যাথিউসজার্মানিইন্তারনাজিওনালে
১৯৮৯ মার্কো ভ্যান বাস্তেননেদারল্যান্ডসমিলান
১৯৮৮ মার্কো ভ্যান বাস্তেননেদারল্যান্ডসমিলান
১৯৮৭রুড গুলিটনেদারল্যান্ডসমিলান
১৯৮৬ইগোর বেলানভসোভিয়েত ইউনিয়নডায়নামো কিয়েভ
১৯৮৫মিশেল প্লাতিনিফ্রান্সজুভেন্টাস
১৯৮৪মিশেল প্লাতিনিফ্রান্সজুভেন্টাস
১৯৮৩মিশেল প্লাতিনিফ্রান্সজুভেন্টাস
১৯৮২পাওলো রসিইতালিজুভেন্টাস
১৯৮১ কার্ল হেইঞ্জ রুমেনিগেওয়েস্ট জার্মানিবায়ার্ন মিউনিখ
১৯৮০কার্ল হেইঞ্জ রুমেনিগেওয়েস্ট জার্মানিবায়ার্ন মিউনিখ
১৯৭৯কেভিন কেগানইংল্যান্ডহামবার্গ
১৯৭৮কেভিন কেগানইংল্যান্ডহামবার্গ
১৯৭৭অ্যালান সিমোনসেনডেনমার্কবরুসিয়া এম’গ্লাড ব্যাক
১৯৭৬ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারজার্মানিবায়ার্ন মিউনিখ
১৯৭৫ওলেগ ব্লোকহাইনসোভিয়েত ইউনিয়নডায়নামো কিয়েভ
১৯৭৪ইয়োহান ক্রুইফনেদারল্যান্ডসবার্সেলোনা
১৯৭৩ইয়োহান ক্রুইফনেদারল্যান্ডসবার্সেলোনা
১৯৭২ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারজার্মানিবায়ার্ন মিউনিখ
১৯৭১ইয়োহান ক্রুইফনেদারল্যান্ডসআয়াক্স
১৯৭০গার্ড মুলারজার্মানিবায়ার্ন মিউনিখ
১৯৬৯গিয়ানি রিভেরাইতালিমিলান
১৯৬৮জর্জ বেস্টনর্দান আয়ারল্যান্ডম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৭ফ্লোরিয়ান অ্যালবার্টহাঙ্গেরিফ্রিঞ্চিভ রসি টিভি
১৯৬৬ ববি চার্লটনইংল্যান্ডম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৫ইউসেবিওপর্তুগালবেনফিকা
১৯৬৪ডেনিস লস্কটল্যান্ডম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৩লেভ ইয়াশিনসোভিয়েত ইউনিয়নডায়নামো মস্কো
১৯৬২জোসেফ মাসোপুস্টচেক প্রজাতন্ত্রডুকলা প্রাগ
১৯৬১ওমর সিভোরিইতালিজুভেন্টাস
১৯৬০লুইস সুয়ারেজস্পেনবার্সেলোনা
১৯৫৯আলফ্রেডো ডি স্টিফানোস্পেনরিয়াল মাদ্রিদ
১৯৫৮রেমন্ড কোপাফ্রান্সরিয়াল মাদ্রিদ
১৯৫৭আলফ্রেডো ডি স্টিফানোস্পেনরিয়াল মাদ্রিদ
১৯৫৬স্ট্যানলি ম্যাথিউসইংল্যান্ডব্লাকপুল এফ,সি

ব্যালন ডি অর এর মূল্য কত?

ব্যালন ডি’অরের প্রাইজ মানি মাত্র ৩৫০০ ডলারের মত। তবে এই পুরস্কার টাকা দিয়ে বিবেচনা করা হয় না। এটা কেবল একটা সম্মান মাত্র।

রোনালদোর ব্যালন ডি অর কয়টি?

রোনালদো মোট পাঁচবার- ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে ব্যালন ডি’অর পুরস্কার জিতেছে।
(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)
4.9/5 - (165 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×