ফুটবল
Trending

ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচ অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩

4.3/5 - (6 votes)

ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচ অনূর্ধ্ব২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩। দক্ষিণ আমেরিকার দেশগুলির অনূর্ধ্ব২০ ফুটবলার নিয়ে অনুষ্ঠিত হয় দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-২০ মূলত ছোটদের কোপা আমেরিকা। ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচ অনূর্ধ্ব-২০ আজকের (সোমবার) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিটে। ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচটির স্কুল সরাসরি আপডেট দেয়া হবে খেলা ১৮ এর পাতায়।

ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচ অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩।
ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচ অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩।

ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচ অনূর্ধ্ব-২০

অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর শেষ পর্বের ম্যাচ মুখোমুখি হচ্ছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ বনাম উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দল দুটি। ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচ অনূর্ধ্ব-২০ ম্যাচটি শুরু হবে আজ (১৩ই ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৫ : ৩০ মিনিট। ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচ অনূর্ধ্ব-২০ সরাসরি সম্প্রচার করা হবে কলম্বিয়ার স্টেডিও নেমেছিও কামাকহো স্টেডিয়াম থেকে। ব্রাজিলের আজকের ম্যাচটি দেখার উপায় নিচে টেবিলে দেওয়া হবে। তার আগে চলুন দেখে আসি ব্রাজিল বনাম উরুগুয়ে আজকের ম্যাচে দুই দলের খেলোয়াড় তালিকা।

  • সময়: পূর্ণ সময় 
  • ব্রাজিল: ২
  • উরুগুয়ে: ০

ব্রাজিল অনূর্ধ্ব-২০ খেলোয়ার তালিকা

অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩ শেষ পর্বে আজকের ম্যাচে ব্রাজিল অনূর্ধ্ব-২০ মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে। ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ আজকের ম্যাচের উপর নির্ভর করছে এবারের আসরের চ্যাম্পিয়ন হবে কোন দল। ব্রাজিল এখনো পর্যন্ত অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর শেষ পর্বে চারটি ম্যাচ খেলে ৩টি জয় ও ১টি ড্র করে পয়েন্ট তালিকায় দুই নাম্বারে অবস্থান করছে। চলুন দেখে আসি ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ আজকের ম্যাচে ব্রাজিলের খেলোয়ার তালিকা।

১. আলিয়ানজা লিমা( গোল রক্ষক)
২. ক্লুইভার্থ আগুইলার
৩. আরোন সানচেজ
৪. অ্যালেক্স মিগুয়েল কাস্টোডিও
৫. নিকোলাস আমাসিফুয়েন
৬. আলভারো রোজাস কুয়েসাদা
৭. গঞ্জালো জুনিয়র আগুয়েরে
৮. ডিটার হান্স ভাযকেজ সোতো
৯. সান্ডোভাল সান্সোস
১০. কেঞ্জি ক্যাব্রেরা
১১. ব্রুনো পর্তুগাল

উরুগুয়ে অনূর্ধ্ব-২০ খেলোয়ার তালিকা

অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩ শেষ পর্বে আজকের ম্যাচে উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলটি মুখোমুখি হবে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে । ছোটদের কোপা আমেরিকা খ্যাত অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর শেষ পর্বে উরুগুয়ে এখনো পর্যন্ত পয়েন্ট তালিকায় এক নম্বরে অবস্থান করছে। শেষ পর্বে উরুগুয়ে ৪টি ম্যাচ খেলে জিতেছে সবকটিতেই। চলুন দেখে আসি ব্রাজিল বনাম উরুগুয়ে লাইভ আজকের ম্যাচে উরুগুয়ের খেলোয়াড় তালিকা।

আরো পড়ুন  আর্জেন্টিনা বনাম পেরু লাইভ অনূর্ধ্ব ২০-Argentina vs Peru Live Today Match

১.আর. জে. রদ্রিগেজ লিকাস
২.এম. পান্তে
৩.রডরিগো সেবাস্টিয়ান চাগাস
৪.এফ. গঞ্জালেজ
৫.এফ. ডিয়াজ
৬.আই সোসা
৭.এল. রদ্রিগেজ রোসালেস
৮.এফ.গঞ্জালেজ ফার্নান্দেজ
৯.আর. সানচেজ ভেইগা
১০.আলভারো
১১.মতিআস আবালদো

আরো পড়ুন: এমবাপ্পের মোট গোল সংখ্যা জানুন

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram  পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!