পরিসংখ্যানফুটবলফুটবল বিশ্বকাপ
Trending

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া পরিসংখ্যান হেড টু হেড ~ Brazil vs South Korea head to head

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া পরিসংখ্যান হেড  টু হেড কোন দল কতবার জয়লাভ করেছে। সকল পরিসংখ্যান  দেখে নিন একপলকে। দক্ষিণ এশিয়ার ফুটবলের পরাশক্তি এবং ল্যাটিন আমেরিকার ফুটবলের প্রাণকেন্দ্র। দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের মধ্যকার হেড টু হেড পরিসংখ্যান ব্রাজিল সাম্প্রতিক পারফর্ম বিবেচনা করলে ব্রাজিলের সাফল্য অবিস্মরণীয়।

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া হেড টু হেড পরিসংখ্যান

দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল হেড টু হেড পরিসংখ্যানে সর্বমোট দেখা হয়েছে ৮বার। যেখানে ব্রাজিলের জয় ৭বার। ব্রাজিলের জয়ের পরিমাণ ৮৭.৫%। অপরদিকে দক্ষিণ কোরিয়ার জয় একটি ম্যাচে। দক্ষিণ কোরিয়ার জয়ের পরিমাণ ১২.৫%।

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যকার প্রথম দেখা হয় ১৫ই আগস্ট ১৯৯৫ সালে। প্রথম আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচেই ব্রাজিল ১-০গোলে দক্ষিণ কোরিয়া বিপক্ষে জয়লাভ করে। দুই দলের সর্বশেষ দেখা হয় ৬ই ডিসেম্বার ২০২২ সালে সেই ম্যাচে ব্রাজিল ৪-১ গোলে বিশাল জয় পায়। ৮ম্যাচে ব্রাজিল গোল করেছে  ২০টি। অন্যদকে দক্ষিণ করিয়া গোল করেছে ৬টি।

সালম্যাচজয়ী দলস্কোরপ্রতিযোগিতা
১২ই আগস্ট, ১৯৯৫ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়াব্রাজিল১-০
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১০ই আগস্ট, ১৯৯৭দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিলব্রাজিল১-২
নাইকি ওয়ার্ল্ড ট্যুর
২৮ই মার্চ, ১৯৯৯ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়াদক্ষিণ কোরিয়া০-১
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২০ই নভেম্ভার, ২০০২দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিলব্রাজিল২-৩
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১২ই অক্টবার, ২০১৩ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়াব্রাজিল২-০
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯শে নভেম্বার, ২০১৯দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিলব্রাজিল০-৩
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২ই জুন, ২০২২দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিলব্রাজিল১-৫
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
৬ই ডিসেম্বার, ২০২২ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়াব্রাজিল৪-১ফিফা বিশ্বকাপ

 

ফুটবল পরিসংখ্যানে দক্ষিণ কোরিয়ার

এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী ফুটবল দল হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার ফুটবলে অভিষেক হয় ২রা আগস্ট ১৯৪৮ সালে মেক্সিকোর বিপক্ষে। মেক্সিকোর সাথে অভিষেক ম্যাচে ৫-৩ গোল ব্যাবধানে জয় পায় দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় জয় ২৯শে সেপ্টেম্বার ২০০৩ সালে নেপালের বিপক্ষে ১৬-০ গোল ব্যাবধানে বিশাল জয়। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় পরাজয় ৫ই আগস্ট ১৯৪৮ সালে সুইডনের বিপক্ষে ০-১২ গোল ব্যাবধানে।

ফুটবলে দক্ষিণ কোরিয়ার যত অর্জন

ফিফা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া এখনও পর্যন্ত ১১বার অংশগ্রহণ করেছে। সর্বপ্রথম অংশগ্রহণ করে ১৯৫৪ সালে। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য ২০০২ সালে চতুর্থ স্থান অর্জন করে।

দক্ষিণ কোরিয়া এশিয়া কাপে অংশ নেয় ১৪বার যেখান থেকে সর্বোচ্চ সাফল্য ১৯৫৬ ও ১৯৬০ সালে চাম্পিয়ান হয়।

এছারা ইস্ট এশিয়া ফুটবল চাম্পিয়ানশিপে অংশগ্রহণ করে ৯বার। প্রথম বার অংশ নেয় ২০০৩ সালে। ইস্ট এশিয়া ফুটবল চাম্পিয়ানশিপে সর্বোচ্চ সাফল্য ২০০৩, ২০০৮, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে সর্বমোট ৫বার শিরোপা ঘরে তোলে। দলটি ফিফা কনফিডারেশন কাপে অংশগ্রহণ করে ১বার।

দক্ষিণ কোরিয়ার ফুটবল দলের বর্তমান অবস্থা

হেড কোচ: পাওলো বেন্টো

ক্যাপ্টেন: সন হিউং-মিন

সর্বোচ্চ গোলদাতা: চা বুং কুন্ ( ৫৮ গোল )

ফিফা কোড: KOR

ফিফা রেংকিং: ১৫৩০.৩ ( ২৮ নাম্বারে )

দক্ষিণ কোরিয়ার স্কোয়াড:

গোলরক্ষক: কিম সেউং-গিউ, সং বুম-কেউন, জো হাইওন-উ।

ডিফেন্ডার: কেওন কিয়ং-ওন, কিম মুন-হোয়ান, কিম মিন-জে, কিম ইয়ং-গুওন, কিম জিন-সু, কিম তাইয়ে-হোয়ান, ইউন জং-গিউ, চো ইউ-মিন , হং চুল।

মিডফিল্ডার: কওন চ্যাং-হুন, না সাং-হো, পাইক সেউং-হো, লি কাং-ইন, লি জে-সুং, জিয়ং উ-ইয়ং, হোয়াং হি-চ্যান, সং মিন-কিউ, সন জুন-হো, হোয়াং ইন-বিয়ম, জুং উ-ইয়ং

ফরোয়ার্ড: সন হিউং-মিন, চো গুয়ে-সুং, হোয়াং উই-জো।

দক্ষিণ কোরিয়ার লাইন-আপ: ৪-৩-৩

দক্ষিণ কোরিয়ার লাইন-আপ 
দক্ষিণ কোরিয়ার লাইন-আপ

ফুটবলে ব্রাজিলের যত অর্জন

ফুটবল পরিসংখ্যানের সবচেয়ে সফল দল হল ব্রাজিল। বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ড ব্রাজিলের। ব্রাজিল এখনও পর্যন্ত ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিফা কনফেডারেশন কাপ ও অলেম্পিক দিয়ে মোট ২৫টি শিরোপা ঘরে তোলে।

ফুটবলে ব্রাজিল দলের বর্তমান অবস্থা

হেড কোচ: তিতে

ক্যাপ্টেন: থিয়াগো সিলভা

সর্বোচ্চ গোল: পেলে ( ৭৭ )

ফিফা কোড: BRA

ফিফা রেংকিং: ১৮৪১.৩

বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড: 

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদেরসন সান্তানা, ওয়েভারটন পেরেরা।

ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, ব্রেমের, এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, এভার্টন রিবেইরো, ফাবিয়ানহো, ফ্রেড, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, রিচার্লিসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, অ্যান্টনি ডস স্যান্টোস ও ভিনিসিয়াস জুনিয়র।

ব্রাজিলের লাইন- আপ: ৪-৩-৩ ফরমেশন।

ব্রাজিলের লাইন- আপ ৪-৩-৩ ফরমেশন
ব্রাজিলের লাইন- আপ ৪-৩-৩ ফরমেশন
3/5 - (2 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button