পয়েন্ট টেবিলফুটবল বিশ্বকাপ
Trending

কাতার বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২২ ~ Qatar World Cup point Table 2022

কাতার বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেট। এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করেছে মোট ৩২ টি দল। এই ৩২ টি দল ৮ টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে গ্রুপ পর্বের ম্যাচগুলি। প্রত্যেকটা গ্রুপে থাকছে ৪টি করে দল। গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচে জয়লাভকারী দল পাবে ৩ পয়েন্ট করে আর ড্র করলে পাবে ১ পয়েন্ট। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে পয়েন্ট বিবেচনায় প্রত্যেকটি গ্রুপ থেকে দুটি করে দল নিয়ে মোট ১৬ টি দল উঠবে শেষ ষোলই।

কাতার বিশ্বকাপ পয়েন্ট টেবিল ~ Qatar World Cup point Table 2022
কাতার বিশ্বকাপ পয়েন্ট টেবিল ~ Qatar World Cup point Table 2022

গ্রুপ পর্বে থেকে উঠে আসা দুটি দল রানার্সআপ চ্যাম্পিয়ন বিবেচনায় শেষ ষোলতে মুখোমুখি হবে কেউ অন্যের। শেষ ষোলতে জয়ী ৮টি নিয়ে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল থেকে জয়ী হয়ে ৪টি দল উঠবে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল থেকে জয়ী দুটি দল নিয়ে ১৮ ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তার আগে চলুন দেখে আসি গ্রুপ পর্বের ম্যাচগুলোর পয়েন্ট তালিকা

কাতার বিশ্বকাপ পয়েন্ট টেবিল 2022

এখানে সব গ্রুপের পয়েন্ট টেবিল দেখানো হয়েছে যা প্রতিটি ম্যাচের পরে আপডেট করা হয়েছে।

গ্রুপ “A” পয়েন্ট টেবিল কাতার বিশ্বকাপ

দেশপতাকাম্যাচ
জয়হারড্রাপয়েন্টগোল ব্যাবধানকোয়ালিফাইড
নেদারল্যান্ডসনেদারল্যান্ডস
সেনেগালসেনেগাল
ইকুয়েডরইকুয়েডর পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
কাতারকাতার-৬পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২

গ্রুপ “B” পয়েন্ট টেবিল কাতার বিশ্বকাপ

দেশপতাকাম্যাচ
জয়হারড্রাপয়েন্টগোল ব্যাবধানকোয়ালিফাইড
ইংল্যান্ডইংল্যান্ড
ইউএসএইউএসএ
ইরানইরান-৩পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
ওয়েলসওয়েলস-৫পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২

গ্রুপ “C” পয়েন্ট টেবিল কাতার বিশ্বকাপ

দেশপতাকাম্যাচ
জয়হারড্রাপয়েন্টগোল ব্যাবধানকোয়ালিফাইড
আর্জেন্টিনাআর্জেন্টিনা
পোল্যান্ডপোল্যান্ড
মেক্সিকোমেক্সিকো-১পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
সৌদি আরবসৌদি আরব-২পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২

গ্রুপ “D” পয়েন্ট টেবিল কাতার বিশ্বকাপ

দেশপতাকাম্যাচ
জয়হারড্রাপয়েন্টগোল ব্যাবধানকোয়ালিফাইড
ফ্রান্সফ্রান্স
অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-১
তিউনিসিয়াতিউনিসিয়াপয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
ডেনমার্কডেনমার্ক-২পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২

গ্রুপ “E” পয়েন্ট টেবিল কাতার বিশ্বকাপ

দেশপতাকাম্যাচ
জয়হারড্রাপয়েন্টগোল ব্যাবধান
স্পেনস্পেন
জাপানজাপান
কোস্টারিকাকোস্টারিকা-৬
জার্মানিজার্মানি-১

গ্রুপ “F” পয়েন্ট টেবিল কাতার বিশ্বকাপ

দেশপতাকাম্যাচ
জয়হারড্রাপয়েন্টগোল ব্যাবধানকোয়ালিফাইড
মরক্কোমরক্কো
ক্রোয়েশিয়াক্রোয়েশিয়া
বেলজিয়ামবেলজিয়াম-১পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২
কানাডাকানাডা-৫পয়েন্ট টেবিল টি ২০ বিশ্বকাপ ২০২২

গ্রুপ “G” পয়েন্ট টেবিল কাতার বিশ্বকাপ

দেশপতাকাম্যাচ
জয়হারড্রাপয়েন্টগোল ব্যাবধানকোয়ালিফাইড
ব্রাজিলব্রাজিল
সুইজারল্যান্ডসুইজারল্যান্ড
ক্যামেরুনক্যামেরুন-১
সার্বিয়াসার্বিয়া-২

গ্রুপ “H” পয়েন্ট টেবিল কাতার বিশ্বকাপ

দেশপতাকাম্যাচ
জয়হারড্রাপয়েন্টগোল ব্যাবধানকোয়ালিফাইড
পর্তুগালপর্তুগাল
ঘানাঘানা
দক্ষিণ কোরিয়াদক্ষিণ কোরিয়া-১
উরুগুয়েউরুগুয়ে-২

 

কাতার বিশ্বকাপ ২০২২ এ কাতারের ৫টি শহরে ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ৬৪ টি ম্যাচ। এবারের বিশ্বকাপে যে ৩২ টি দল অংশগ্রহণ করেছে প্রথমে তাদেরকে ৪টি করে দল নিয়ে মোট ৮টি গ্রুপে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বে ম্যাচগুলি। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে প্রত্যেকটি(৮টি) গ্রুপে ৪টি করে দল খেলবে একে অন্যের বিপক্ষে। গ্রুপ করবে প্রতিটি গ্রুপে পয়েন্ট বিবেচনায় শীর্ষ(গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার আপ) দুটি দল খেলবে শেষ ষলোতে। এক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে প্রত্যেক ম্যাচ জয়ের জন্য জয়ী দল পাবে ৩ পয়েন্ট।

তবে গ্রুপ পর্বের ম্যাচগুলো ড্র হলে দল দুটি পাবে ১ টি করে পয়েন্ট। তবে এবার বিশ্বকাপে নকআউট পর্ব শুরু হবে শেষ ষলো থেকেই। শেষ ষলোতে যে ১৬ টি দল যাবে সেখান থেকে জয়ী আটটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। এক্ষেত্রে নক আউট পর্বের ম্যাচগুলোতে খেলার নির্ধারিত সময়ে ৯০ মিনিটে গোল ব্যবধান সমান থাকলে খেলা ১৫ মিনিট করে ৩০ মিনিট বাড়ানো হবে। সে ক্ষেত্রেও যদি গোল ব্যবধান সমান থাকে তাহলে পেনাল্টি শুটের মাধ্যমে জয়ী দল নির্বাচন করা হবে। কোয়ার্টার ফাইনালে ৮টি দল থেকে চারটি দল খেলবে সেমিফাইনালে।

সেমিফাইনালে জয়ী দুটি দল মুখোমুখি হবে কাতার বিশ্বকাপের ফাইনালে। খেলা চলাকালীন সময়ে কোন প্লেয়ার একই ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে তাকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে পাঠানো হবে এবং পরবর্তী একটি ম্যাচেও থাকতে হবে দলের বাইরে। আর খেলা চলাকালীন সময় যদি কোন প্লেয়ার লাল কার্ড পাই তাহলে তখনই মাঠ ছাড়তে হবে তাকে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী এক ম্যাচের জন্য থাকবেন মাঠের বাইরে।

3.4/5 - (5 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button