ফুটবল
Trending

Brazil সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড ~ Brazil গোল খাওয়ার ইতিহাস

Brazil সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড। ব্রাজিলের বেশি ব্যবধানে পরাজয়? ফুটবল ইতিহাসের ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয় গুলি কেমন ছিল? চলুন আজকের প্রতিবেদনে দেখে আসি এমন সব পরিসংখ্যান । ফুটবল ইতিহাসে ব্রাজিল অন্যতম সফল দল হলেও বিভিন্ন সময় তাদেরকেও হারতে হয়েছে বড় ব্যবধানে। আজকের প্রতিবেদনে ব্রাজিলের সবচেয়ে বেশি গোল ব্যবধানে হারার রেকর্ডগুলো তুলে ধরা হচ্ছে পর্যায়ক্রমে। তবে সংক্ষেপে দেখে নিবো ব্রাজিলের বেশি ব্যবধানে পরাজয়গুলো।

১. ব্রাজিল বনাম জার্মানি (১-৭) ২০১৪ সালে,

২. ১৯২০ সালের ১৮ সেপ্টেম্বর ব্রাজিল বনাম উরুগুয়ে (০-৬),

৩. ১৯৪০ সালে ৫ই মার্চে ব্রাজিল বনাম আর্জেন্টিনা(১-৬),

৪. ২৪ এপ্রিল, ১৯৬৩ সালে ব্রাজিল বনাম বেলজিয়াম (১-৫),

৫. ১৯৪০ সালের ১৭ মার্চে ব্রাজিল বনাম আর্জেন্টিনা (১-৫),

৬. ১৫ জানুয়ারি ১৯৩৯ ব্রাজিল বনাম ডেনমার্ক (০-৪), ব্রাজিলের বেশি ব্যবধানে পরাজয় হয়। এখন বিস্তারিত দেখে নেব ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক ৭টি বড় পরাজয়।

Brazil সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড ~ Brazil গোল খাওয়ার ইতিহাস

ব্রাজিলের ইতিহাসে গোল ব্যবধানে ৭ম বড় পরাজয়

১৮ই জুন ১৯৮৯ ডেনমার্কের সাথে এক ফ্রেন্ডলি ম্যাচে ৪-০ গোল ব্যবধানে পরাজিত হয় ব্রাজিল। সেই ম্যাচে ডেনমার্ক তাদের প্রথম গোল করে ৩০ মিনিটে পেনাল্টির সুযোগে। সেই ম্যাচে ব্রাজিলের সাথে ডেনমার্কের ফরোয়ার্ড মাইকেল ল্যাও ড্রপ দ্বিতীয় ও তৃতীয় গোলটি করে খেলার ৫৪ ও ৬২ মিনিটে। সেই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ডেনমার্কের হয়ে চতুর্থ গোলটি করেন লার্স অলসিন। ডেনমার্কের সাথে ব্রাজিল প্রথম বারের মত ৪-০ গোল ব্যবধানে পরাজিত হয়। যা ব্রাজিলের ফুটবল ইতিহাসে এখনো পর্যন্ত গোল ব্যবধানে সপ্তম বড় পরাজয়।

→ব্রাজিল বনাম ডেনমার্ক (০-৪)
→ফলাফল :ব্রাজিল ৪-০ গোল ব্যবধানে পরাজিত
→গোলদাতা (ডেনমার্ক)
১.মরটেন অলসেন ১টি
২.মাইকেল ল্যাও ড্রপ ২টি
৩.লার্স অলসিন ১টি

গোল ব্যবধানে ব্রাজিলের ষষ্ঠ বড় পরাজয়

১৫ জানুয়ারি ১৯৩৯, কোপা আমেরিকায় ব্রাজিলের রিও ডি জেনেরিও স্টেডিয়ামে আর্জেন্টিনার সাথে ৫-১ গোল ব্যবধানে পরাজিত হয় ব্রাজিল। যা ব্রাজিলের ইতিহাসে এখনো পর্যন্ত ষষ্ঠ বড় পরাজয় হয়ে আছে । এ ম্যাচে আর্জেন্টিনার পক্ষে হারমিনো ম্যাসানটনীয় ও জস ম্যানুয়েল মরেনো করেন ২টি করে গোল।এছাড়াও এনরিক গার্সিয়া করেন ১টি গোল। সেই ম্যাচে ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন লিওনিডাস।

ব্রাজিল বনাম আর্জেন্টিনা (১-৫)
→ফলাফল :ব্রাজিল ৫-১ গোল ব্যবধানে পরাজিত
→গোলদাতা (আর্জেন্টিনা)
১.জস ম্যানুয়েল মরেনো ২টি
২.হারমিনো ম্যাসানটনীয় ২টি
৩.এনরিক গার্সিয়া করেন ১টি

গোল ব্যবধানে ব্রাজিলের ৫ম বড় পরাজয়

১৯৪০ সালের ১৭ মার্চ আর্জেন্টিনার মাটিতে এক ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে ৫-১ গোল ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা। ব্রাজিলের ফুটবল ইতিহাসে যা এখনো পর্যন্ত পঞ্চম বৃহত্তম বড় পরাজয় হয়ে আছে। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে এমেলিউ করেছিলেন জোড়া গোল।

→ব্রাজিল বনাম আর্জেন্টিনা (১-৫)
→ফলাফল :ব্রাজিল ৫-১ গোল ব্যবধানে পরাজিত
→গোলদাতা (আর্জেন্টিনা)
১.এমেলিউ ২টি

গোল ব্যবধানে ব্রাজিলের চতুর্থ বড় পরাজয়

২৪ এপ্রিল, ১৯৬৩ সালে বেলজিয়ামের মাটিতে এক ফ্রেন্ডলি ম্যাচে বেলজিয়ামের সাথে ৫-১ গোল ব্যবধানে পরাজিত হয় ব্রাজিল। যেটি ব্রাজিলের ফুটবল ইতিহাসে এখনো পর্যন্ত চতুর্থ বৃহত্তম পরাজয় হয়ে আছে। এই ম্যাচে বেলজিয়ামের পক্ষে জ্যাকস স্টকম্যান হ্যাটট্রিক করেছিলেন। এছাড়াও বেলজিয়ামের পক্ষে পল ভ্যান হিমস্ট করেন ১টি গোল।সেই বাসে ব্রাজিলের আলটায়ার করেন আত্মঘাতী গোল। ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন করেনটিনহা।

→ব্রাজিল বনাম বেলজিয়াম (১-৫)
→ফলাফল :ব্রাজিল ৫-১ গোল ব্যবধানে পরাজিত
→গোলদাতা (বেলজিয়াম )
১.জ্যাকস স্টকম্যান ৩ টি(হ্যাটট্রিক)
২.আলটায়ার ১টি

গোল ব্যবধানে ব্রাজিলের তৃতীয় বড় পরাজয়

১৯৪০ সালে ৫ই মার্চ আর্জেন্টিনার সাথে ব্রাজিল আবারও ৬-১ গোলের ব্যবধানে পরাজিত হয়। যা ব্রাজিলের ফুটবল ইতিহাসে গোল ব্যবধানে তৃতীয় বৃহত্তম পরাজয় হয়ে আছে। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে কার্লোস পিও সেল হ্যাটট্রিক করেছিলেন।

→ব্রাজিল বনাম আর্জেন্টিনা(১-৬)
→ফলাফল :ব্রাজিল ৬-১ গোল ব্যবধানে পরাজিত
→গোলদাতা (আর্জেন্টিনা)
১. কার্লোস পিও সেল ৩টি(হ্যাটট্রিক)

গোল ব্যবধানে ব্রাজিলের ২য় বড় পরাজয়

১৯২০ সালের ১৮ সেপ্টেম্বর কোপা আমেরিকার এক ম্যাচে উরুগুয়ের সাথে ৬-০ গোল ব্যবধানে পরাজিত হয় ব্রাজিল। যা ব্রাজিলের ফুটবল ইতিহাসে দ্বিতীয় বড় পরাজয় হয়ে আছে। ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচে উরুগুয়ের হয়ে এঞ্জেল রোমানো ও জস পেরেজ করেন ২টি করে গোল। এছাড়াও এন্টনীয় আরডি নারান ও এন্টনীয় ক্যামপোলো করেন ১টি করে গোল।

→ব্রাজিল বনাম উরুগুয়ে (০-৬)
→ফলাফল :ব্রাজিল ৬-০ গোল ব্যবধানে পরাজিত
→গোলদাতা (আর্জেন্টিনা)
১. কার্লোস পিও সেল ৩টি (হ্যাটট্রিক)

ফুটবল ইতিহাসে ব্রাজিলের সবচেয়ে বড় হার

ফুটবলের ইতিহাসে ব্রাজিলের সবচেয়ে বড় হার ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে। জার্মানির বিপক্ষে সেই ম্যাচে ব্রাজিল একে একে হজম করেছিল ৭ গোল। ব্রাজিলের দর্শকদের দুঃস্বপ্নের সেই ম্যাচে জার্মানির বিপক্ষে ব্রাজিল হেরেছিল ৭-১ গোল ব্যবধানে। এটা পরাজয় ছিল Brazil সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড। ব্রাজিলের বিপক্ষে জার্মানির হয়ে সেই ম্যাচে আন্দ্রে চুরেল ও টনি ক্রস করেন জোড়া গোল। এছাড়াও থমাস মুলার, মিরাক্কেল ক্লোসা ও সামি খেদিরা করেন একটি করে গোল। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন অস্কার। এই ম্যাচের কারনে বিশ্বকাপে ব্রাজিলে ফুটবল টিম কে 7up উপাধি দেওয়া হয়েছে।

→ব্রাজিল বনাম জার্মানি (১-৭)
→ফলাফল :ব্রাজিল ৭-১ গোল ব্যবধানে পরাজিত
→গোলদাতা (জার্মানি )
১.আন্দ্রে চুরেল ২টি
২.টনি ক্রস ২টি
৩.থমাস মুলার ১টি
৪.মিরাক্কেল ক্লোসা ১টি
৫.সামি খেদিরা ১টি

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

3.4/5 - (93 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button