ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ
Trending

[ Live ] বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা ত্রিদেশীয় সিরিজ লাইভ

আজ ৭ অক্টোবর (শুক্রবার) নিউজিল্যান্ডের হ্যাগলে ওভাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানের আজকের ম্যাচে টসে জয়ী দল আগে ব্যাট করার সম্ভাবনা থাকছে বেশি। কারণ এই মাঠে( ক্রাইস্টচার্চ হুগলি ওভাল)আগে ব্যাট করা দল এভারেজ রান করে ১৬৮।আজকের ম্যাচে টসে জিতে বাংলাদেশে আগে ব্যাট করলে ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হতে পারে সৌম্য সরকার অথবা নাজমুল হোসেন শান্ত।তবে আজকের ম্যাচে সাকিব আল হাসানকে ৩ নাম্বার এর পরিবর্তে ৪ নাম্বারে ব্যাট হাতে দেখা যেতে পারে সুতরাং অনডাউনে ব্যাট করবেন লিটন কুমার দাস।

সবকিছু ঠিক থাকলে পাঁচ নম্বরে ব্যাট করবেন আফিফ হোসেন তারপরে ছয় নম্বরে ইয়াসির আলী রাব্বি সাত নম্বরে নুরুল হাসান সোহান ও আট নম্বরে ব্যাট করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কোন স্পেশাল স্পিনার খেলানোর সম্ভাবনা নেই বললেই চলে। সে ক্ষেত্রে বাংলাদেশের একাদশ থাকছে তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা

আজকের ম্যাচে পাকিস্তানের হয়ে কাজ করতে নামবেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে পাকিস্তানের হয়ে ওপেনিং করবেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। আজকের ম্যাচে পাকিস্তানের হয়ে তিন নম্বরে ব্যাট করতে পারেন শান মাসুদ এবং চার নম্বরে ব্যাট করবেন হায়দার আলী। তারপরে পাঁচ নাম্বারে ইফতেকার ও ছয় নাম্বারে আসিফ আলি এবং সাত নম্বরে ব্যাট করতে নামেন মোহাম্মদ নাওয়াজ।

তবে নিউজিল্যান্ডের হ্যাগলে ওভাল স্টেডিয়ামে আজকের ম্যাচে দেখা যেতে পারে দুই দলের পেস বোলিংয়ের দৈরত্ব। হারিস রউফ, মুহাম্মদ হাসনাইনদের সাথে দেখা যেতে পারে মুহাম্মদ ওয়াসিমকে। আজকের ম্যাচ সম্পর্কে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের কোচ বলেন নিউজিল্যান্ডের মতন কন্ডিশনে পাকিস্তানের গতিময় পেস বোলিংয়ের সামনে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ব্যাটসম্যানদের জন্য।

[ Live ] বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা ত্রিদেশীয় সিরিজ লাইভ

ত্রিদেশীয় সিরিজের আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ

১.মেহেদী হাসান মিরাজ
২.সৌম্য সরকার
৩.লিটন কুমার দাস
৪.সাকিব-আল-হাসান
৫.আফিফ হোসেন ধ্রুব
৬.ইয়াসির রাব্বি
৭.নুরুল হাসান সোহান
৮.মোসাদ্দেক হোসেন সৈকত
৯.তাস্কিন আহমেদ
১০মুস্তাফিজুর রহমান
১১.ইবাদত হোসেন।

ত্রিদেশীয় সিরিজের আজকের ম্যাচে পাকিস্তানের একাদশ

  1. মোহাম্মদ রিজওয়ান
  2. বাবর আজম
  3. হায়দার আলী
  4. শান মাসুদ
  5. ইফতেখার আহ্মেদ
  6. আসিফ আলি
  7. মোহাম্মদ নেওয়াজ
  8. শাদাব খান
  9. মোহাম্মদ অসিম
  10. মোহাম্মদ হাসনাইন
  11. হারিস রউফ

আরো পড়ুনঃ বাংলাদেশ বনাম পাকিস্তান পরিসংখ্যান T20

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News  পেজে )

Rate this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button