পিএসজি বনাম লিল লাইভ ম্যাচ, PSG বনাম LOSC লাইভ। ফ্রান্স লীগ-১ কাপে আজ ( ১৯ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে ফ্রান্সের দুই শীর্ষ ক্লাব পিএসজি বনাম লিল। পিএসজির খেলা মানেই ফুটবল প্রেমীদের মধ্যে এক অন্যরকম উত্তেজনা কাজ করা। কেননা বর্তমানে ফ্রান্সের এই ক্লাবের হয়ে খেলেন বিশ্বের সেরা ৩ ফুটবলার লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে। পিএসজি বনাম লিল লাইভ ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০ মিনিটে। পিএসজি বনাম লিল লাইভ ম্যাচটি বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে দেখার উপায় ও উভয় দলের খেলোয়ার তালিকা নিচে দেওয়া হল।
পিএসজি বনাম লিল লাইভ ম্যাচ PSG বনাম LOSC লাইভ
ফ্রান্স লীগ-১ এর গত মৌসুমের চ্যাম্পিয়ন দল পিএসজি এবারও পয়েন্ট তালিকায় রয়েছে শীর্ষে।পিএসজি বনাম লিল উভয় দলই এবারের মৌসুমে নিজেদের ২৪ তম ম্যাচ আজ বাংলাদেশ সন্ধ্যা ৬:০০ টায় মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখতে টফি অ্যাপস ডাউনলোড করতে পারেন। এছাড়াও খেলা ১৮ এর পাতায় পিএসজি বনাম লিল লাইভ ম্যাচটির স্কোর সরাসরি আপডেট দেওয়া হবে।
- PSG: 3 ( Mbappe 11′ 87′ Neymar 17′ Messi 90+5′ )
- LOSC: 3 ( Bamba 24′ 69′ ) P 58′
- Time: 90+7”
পিএসজি বনাম লিল ম্যাচ প্রেডিকশন
ফ্রান্স লীগ-১ কাপে আজ মুখোমুখি হবে পিএসজি বনাম লিল। আজকের ম্যাচে দুই দলের ম্যাচ প্রেডিকশন অনুযায়ী জয়ের ব্যাপারে কিছুটা এগিয়ে থাকবে পিএসজি। তবে পিএসজির জন্য অস্বস্তিদায়ক বিষয় যে গত ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন লীগ এর খেলায় বায়ার্ন মিউনিখ এর কাছে পরাজিত সহ হেরেছে গত আরো দুইটি ম্যাচে। তাছাড়াও পিএসজির সবচেয়ে বড় তিন তারকা ফুটবলার মেসি-নেইমার-এমবাপ্পি মধ্যে ইনজুরিতে রয়েছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পি। তবে পিএসজির জন্য কিছুটা আশার আলো যে পিএসজি বনাম লিল লাইভ আজকের ম্যাচে দলে ফিরতে পারেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পি। তাছাড়াও পিএসজি বনাম লিল দুই দলের মধ্যেও পিএসজি পয়েন্ট তালিকায় এক নম্বর অবস্থান করছে সেখানে লিল অবস্থান করছে পয়েন্ট তালিকার পাঁচ নাম্বারে। চলুন দেখে আসি পিএসজি বনাম লিল লাইভ আজকের ম্যাচের দুই দলের খেলোয়াড় তালিকা।
পিএসজি খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে
পিএসজি বনাম লিল লাইফ আজকের ম্যাচে পিএসজি শিবিরে খেলার শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে মেসি-নেইমার-এমবাপ্পিকে। চলুন দেখে আসি আজকের ম্যাচে পিএসজির খেলোয়াড় তালিকা।
Donnarumma; Pembele, Ramos, Kimpembe, Mendes; Zaire-Emery, Verratti, Vitinha; Messi; Mbappe, Neymar
লিল খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে
ফ্রান্স লীগ-১ নিজেদের ২৪ তম ম্যাচে লিল আজ আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের ফেভারিট দল পিএসজির বিপক্ষে। চলুন দেখে আসি আজকের ম্যাচে লিল খেলোয়াড় তালিকা।
Chevalier; Diakite, Fonte, Djalo, Gudmundsson; Andre, Angel Gomes; Zhegrova, Cabella, Bamba; David
আরো পড়ুন: মেসির মোট লাল কার্ড কয়টি এবং হলুদ কার্ড কয়টি জানুন
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)