ফুটবল বিশ্বকাপ
Trending

ফুটবল বিশ্বকাপ ২০২২ যেসব চ্যানেলে লাইভ দেখা যাবে

ফুটবল জগতে সবচেয়ে বড় আসর বলা হয় ফিফা ফুটবল বিশ্বকাপকে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে কাতার। ফুটবল বিশ্বকাপ ২০২২ কবে শুরু হবে এমন প্রশ্ন তাকে বলবো ফুটবল বিশ্বকাপ ২০২২ শুরু হবে নভেম্বরের ২১ তারিখ যা শেষ হবে ডিসেম্বর ১৮ তারিখে।

প্রতিটি দেশের মানুষ নিজেদের প্রাণ প্রিয় ফুটবল বিশ্বকাপের ম্যাচ ঘরে বসে দেখতে পারবে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপে মোট ৩২ টি দল খেলবে থাদের দেশের চ্যানেলে ও ইন্টারনেট খেলা গুলো সরাসরি দেখার পাশাপাশি প্রতিটি দেশের মানুষ যেন ম্যাচ গুলো দেখতে পারে সেই সব প্রস্তুতি নিয়ে রেখেছে ফিফার Broadcast টিম ।

কাতার বিশ্বকাপের জন্য ৩২ টি দল প্রস্ততি নিয়েছে ফিফার নিদর্শন অনুযায়ী কাতার ফুটবল বিশ্বকাপ 2022 এ আটটি গ্রুপ করা হবে। প্রতিটি দলকে তিনতি দলের সাথে খেলতে হবে। এাবরের ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বিভিন্ন দেশের টিভি চ্যানেল ও এ্যাপ এর মাধমে দেখা যাবে।

বাংলাদেশি তিনটি চ্যানেলে (জিটিভি, টি-স্পোর্টস ও বিটিভি) কাতার ফুটবল বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। এছাড়া র‌্যাবিটহোল ও বায়স্কোপ অ্যাপেও ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলের সমর্থকরা।

ফুটবল বিশ্বকাপ ২০২২ যেসব চ্যানেলে লাইভ দেখা যাবে
ফুটবল বিশ্বকাপ ২০২২ যেসব চ্যানেলে লাইভ দেখা যাবে

বাংলাদেশ থেকে ফুটবল বিশ্বকাপ ২০২২ সম্প্রচার হবে যেসব চ্যানেলে

বাংলাদেশ: জিটিভি, টি স্পোর্টস, বিটিভি এবং র‌্যাবিটহোল ও বায়স্কোপ অ্যাপ।

ভারত থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২২

ভারত: স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টার অ্যাপ।

পাকিস্তান থেকে যেসকল চ্যানেলে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে

পাকিস্তান: এআরওয় ও ডিজিটাল নেটওয়ার্ক। আবার দারাজ এ্যাপেও দেখতে পারবেন

রাশিয়া থেকে ফুটবল বিশ্বকাপ ২০২২ লাইভ দেখুন।

  • রাশিয়া: চ্যানেল 1 ম্যাচ টিভি ও বিজিটিআরপি
  • পর্তুগাল: আরটিপি
  • রোমানিয়া: টিবিআর
  • সার্বিয়া: আরটিএস
  • সুইডেন: এসভিটি টিভি

সাউথ কোরিয়া থেকে ফুটবল বিশ্বকাপ ২০২২ লাইভ দেখা যাবে তিনটা চ্যানেলে।

  • কোরিয়া: এসবিএস, কেবিএস ও এমবিএস
  • স্লোভাকিয়া: আরটিভিএস
  • স্লোভেনিয়া: আরটিভি

ফুটবল বিশ্বকাপ ২০২২ স্পেন থেকে লাইভ দেখুন যাবে।

  • স্পেন: মিডিয়াপ্রো ও আরটিভি
  • সাহারান আফ্রিকা: সুপার স্পোর্ট ও নিউ ওয়াল্ড টিভি।
  • সুরিনাম: এসসিসিএন এসটিভিএস
  • সুইজারল্যান্ড: এস আর জি
  • তাইওয়া: ইএলটিএ
  • ত্রিনিদাদ ও টোবাগো: সিএনসি
  • তুরস্ক: টিআরটি
  • ইউক্রেন: সাসপিলনে
  • যুক্তরাজ্য: বিবিসি আইটিভি

ফুটবল বিশ্বকাপ ২০২২ যুক্তরাষ্ট্রের দুইটি চ্যানেলে দেখা যাবে।

  • যুক্তরাষ্ট্র :ফক্স ও টেলিমুন্ডো

উরুগুয়ের পাঁচটি চ্যানেলে ফুটবল বিশ্বকাপ ২০২২ সরাসরি দেখা যাবে।

  • উরুগুয়ে: এন্টেল, টেলিডোস, টিআইসি স্পোর্টস, Canal 4 Canal 10

আর্জেন্টিনারের একটি চ্যানেলে ফুটবল বিশ্বকাপ ২০২২ সরাসরি দেখানো হবে তা হল TYC স্পোর্টস।

আরো দেখুনঃ কাতার বিশ্বকাপের সময়সূচি ২০২২ বাংলাদেশ সময়

বিভিন্ন দেশে ফুটবল বিশ্বকাপ ২০২২ যেসব চ্যানেলে লাইভ দেখা যাবে। 

  • উজবেকিস্তান: এমটিআরকে
  • ভেনেজুয়েলা: টেলিভেন
  • আর্মেনিয়া: এমপি টিভি
  • অস্ট্রেলিয়া: এসবিএস
  • অস্ট্রিয়া: ওআরএফ ও
  • আজারবাইজান: আইটিভি
  • বেলারুশ: Belteleradio
  • বেলজিয়াম: আরটিবিএফ ভিআরটি
  • বলিভিয়া: লাল ইউনো একতা
  • ব্রাজিল: টিভি গ্লোবো
  • কানাডা: বেল মিডিয়া
  • চিন: সিসি টিভি ও মিগু
  • কলোম্বো: আরসিএন টেলিভিশন
  • ডেনমার্ক: ডিআর টিভি
  • Estonia: ইআরআর
  • ফ্রান্স: টিএফ 1 বিইএলএন স্পোর্টস
  • ইউরোপ: ইবিইউ
  • জার্মান: এআরডি জেডডিএফ
  • ইতালি: আরএআই
  • মালেশিয়া: astro
  • মেক্সিকো: টেলিভিসা

5/5 - (2 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button