আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান হেড টু হেড কাতার বিশ্বকাপ ২০২২ এ ফাইনাল ম্যাচে ১০ই ডিসেম্বার ২০২২ রবিবার রাত ৯টায় সর্বশেষ দেখা হয়। আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড টু হেড পরিসংখ্যান সহ দুই দলের সকল পরিসংখ্যান নিচে তুলে ধরা হল।
আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান
আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যানে মোট হেড টু হেড দেখা হয়েছে ১৩ বার। যেখানে আর্জেন্টিনা জয়লাভ করেছে ৭টি ম্যাচে। আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৫৩.৮৫%। অন্যদিকে ফ্রান্স জয়লাভ করেছে ৩টি ম্যাাচে। ফ্রান্সের জয়ের পরিমান ২৩.০৮%। দুই দলের মধ্যকার মোট ম্যাচের ২৩.০৮% ড্রা হয়ছে অর্থাৎ ৩টি ম্যাচে ড্রা হয়।
আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার প্রথম দেখা হয়েছে ফিফা বিশ্বকাপের মঞ্চে ১৫ই জুলাই ১৯৩০ সালে। প্রথম ম্যাচে ১-০ গোলের ব্যাবধানে আর্জেন্টিনা জয় পায়। আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যানে সর্বশেষ দেখা হয়েছে ৮ই ডিসেম্বার , ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। যেখানে ৩-৩ গোলের ব্যবধানে পর ৪-২ পেন্টাল্টির মাধ্যমে আর্জেন্টিনা জয় পায় এবং ২০২২ কাতার বিশ্বকাপের চাম্পিয়ান হয়।
মোট ম্যাচ | ১৩ |
ফ্রান্সের জয় | ৩ |
আর্জেন্টিনার জয় | ৭ |
ফ্রান্সের জয় % | ২৩.০৮% |
আর্জেন্টিনার জয় % | ৫৩.৮৫% |
ড্রা / ফলাফল হয়নি | ০৩ |
ড্রা / ফলাফল হয়নি % | ২৩.০৮% |
প্রথম খেলেছিল | ১৫ই জুলাই, ১৯৩০ |
সর্বশেষ খেলেছিল | ১৮ই ডিসেম্বার , ২০২২ |
আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড টু হেড~Argentina vs France h2h
আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড টু হেড ফিফা বিশ্বকাপে ৩বার দেখা হয়েছে। ৩বারের দেখায় ২বার আর্জেন্টিনা এবং ১বার ফ্রান্স জয়লাভ করে। আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড টু হেড সবচেয়ে বেশি বার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছে। অর্থাৎ ৮বার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছে। যেখানে আর্জেন্টিনা জয়লাভ করেছে ৪টি ম্যাচে। ফ্রান্স জয়লাভ করেছে ২টি ম্যাচে। বাকি ২টি ম্যাচ ড্রা হয়। তাছাড়া একবার ইন্ডিপেন্ডেন্স ম্যাচে গোল শূন্য ব্যাবধানে ড্রা হয়। আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড টু হেড পরিসংখ্যান বিবেচনায় অনেকটাই এগিয়ে থাকবে আর্জেন্টিনা।
সাল | ম্যাচ | জয়ী দল | স্কোর | প্রতিযোগিতা |
১৫জুলাই, ১৯৩০ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | আর্জেন্টিনা | ১-০ | ফিফা বিশ্বকাপ |
০৩জুন, ১৯৬৫ | ফ্রান্স বনাম আর্জেন্টিনা | ড্রা | ০-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
০৮জানুয়ারী, ১৯৭১ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ফ্রান্স | ৩-৪ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১২জানুয়ারী, ১৯৭১ | ফ্রান্স বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ০-২ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২৫জুন, ১৯৭২ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ড্রা | ০-০ | ইন্ডিপেন্ডেন্স |
১৮মে, ১৯৭৪ | ফ্রান্স বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ০-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২৬জুন, ১৯৭৭ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ড্রা | ০-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
০৬জুন, ১৯৭৮ | ফ্রান্স বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ১-২ | ফিফা বিশ্বকাপ |
২৬মার্চ, ১৯৮৬ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ফ্রান্স | ২-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
০৭ফেব্রুয়ারী, ২০০৭ | ফ্রান্স বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ০-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১১ফেব্রুয়ারী, ২০০৯ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | আর্জেন্টিনা | ২-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
৩০জুন, ২০১৮ | ফ্রান্স বনাম আর্জেন্টিনা | ফ্রান্স | ২-০ | ফিফা বিশ্বকাপ |
১৯ডিসেম্বার, ২০২২ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | আর্জেন্টিনা | ৩-৩ ( ৪-২ পেনাল্টি ) | ফিফা বিশ্বকাপ |
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের পরিসংখ্যান কে বেশি শক্তিশালী
পরিসংখ্যান | আর্জেন্টিনা | ফ্রান্স |
মোট ম্যাচ | ৭ | ৭ |
জয় | ৬ | ৫ |
পরিাজয় | ১ | ২ |
ড্রা | ০ | ০ |
জয়ের পরিমাণ% | ৮৫.৭২% | ৭১.৪৩% |
পরাজয়ের পরিমাণ% | ১৪.২৯% | ২৮.৫৭% |
ড্রা% | ০০ | ০০ |
গোল দিয়েছে | ১৫ | ১৬ |
গোল খেয়েছে | ৭ | ৮ |
সর্বোচ্চ গোলদাতা | লিওনেল মেসি ৭টি | কিলিয়ান এমবাপ্পে ৮টি |
কাতার বিশ্বকাপে ফ্রান্স সর্বমোট ৭টি ম্যাচ খেলে ৫টিতে জয়লাভ করেছে। ফ্রান্স কাতার বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত ফলে, তাদের জয়ের পরিমাণ ১০০%। অন্যদিকে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৫টি ম্যাচে। জয়ের পরিমাণ ৮৩.৩৩%। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার একমাত্র হার সৌদি আরবের সাথে গ্রুপ পর্বের ম্যাচে। এই বিশ্বকাপে ফ্রান্স “ডি” গ্রুপ থেকে তিউনেশিয়া, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছিল ফ্রান্স। অন্যদিকে আর্জেন্টিনা “সি” গ্রুপ থাকে ২টি জয় ( মেক্সিকো, পোল্যান্ডস) ও একটি পরাজয় ( সৌদি আরব ) নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে শেষ ১৬তে উঠেছিল।
গ্রুপ পর্বে ফ্রান্স প্রতিপক্ষ দলগুলোকে গোল দিয়েছিল ৭টি বিপরীতে গোল খেয়েছিল মাত্র ২টি। অপরদিকে আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বের ম্যাচে গুলোতে গোল দিয়েছিল ৫টি বিপরীতে গোল খেয়েছিল ২টি।
নক আউট পর্বে এসে ফ্রান্স প্রতিপক্ষ দলগুলোকে দিয়েছে সমান ৭টি গোল এবং গোল খেয়েছে মাত্র ২টি। অপরদিকে আর্জেন্টিনা তাদের নক আউট পর্বের ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলগুলোকে গোল দিয়েছে ৭টি। বিনিময়ে গোল হজম করতে হয়েছ ৩টি। ফলে চলমান বিশ্বকাপে ফ্রান্স বনাম আর্জেন্টিনা ফাইনালের পূর্বে ফ্রান্স অপারাজিত থেকে প্রতিপক্ষ দলগুলোকে সর্বমোট গোল দিয়েছে ১৪টি। বিপরীতে হয়ম করতে হয়েছে ৪টি গোল। অন্যদিকে আর্জেন্টিনা ফাইনালের উঠার আগ পর্যন্ত প্রতিপক্ষ সর্বমোট ১২টি গোল দিয়েছে। বিনিময়ে হজম করতে হয়েছে ৫টি গোল।
(সবচেয়ে আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)