পরিসংখ্যানফুটবলফুটবল বিশ্বকাপ
Trending

আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান হেড টু হেড~Argentina vs France head to head

আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান হেড টু হেড কাতার বিশ্বকাপ ২০২২ এ ফাইনাল ম্যাচে ১০ই ডিসেম্বার ২০২২ রবিবার রাত ৯টায় সর্বশেষ দেখা হয়। আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড টু হেড পরিসংখ্যান সহ দুই দলের সকল পরিসংখ্যান নিচে তুলে ধরা হল।

আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান হেড টু হেড~Argentina vs France head to head
Argentina vs France head to head

 

আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যানে মোট হেড টু হেড দেখা হয়েছে ১৩ বার। যেখানে আর্জেন্টিনা জয়লাভ করেছে ৭টি ম্যাচে। আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৫৩.৮৫%। অন্যদিকে ফ্রান্স জয়লাভ করেছে ৩টি ম্যাাচে। ফ্রান্সের জয়ের পরিমান ২৩.০৮%। দুই দলের মধ্যকার মোট ম্যাচের ২৩.০৮% ড্রা হয়ছে অর্থাৎ ৩টি ম্যাচে ড্রা হয়।

আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার প্রথম দেখা হয়েছে ফিফা বিশ্বকাপের মঞ্চে ১৫ই জুলাই ১৯৩০ সালে। প্রথম ম্যাচে  ১-০ গোলের ব্যাবধানে আর্জেন্টিনা জয় পায়। আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যানে সর্বশেষ দেখা হয়েছে ৮ই ডিসেম্বার , ২০২২  সালে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। যেখানে ৩-৩ গোলের ব্যবধানে পর ৪-২ পেন্টাল্টির মাধ্যমে আর্জেন্টিনা জয় পায় এবং ২০২২ কাতার বিশ্বকাপের চাম্পিয়ান হয়।

মোট ম্যাচ১৩
ফ্রান্সের জয়
আর্জেন্টিনার জয়
ফ্রান্সের জয় %২৩.০৮%
আর্জেন্টিনার জয় %৫৩.৮৫%
ড্রা / ফলাফল হয়নি০৩
ড্রা / ফলাফল হয়নি %২৩.০৮%
প্রথম খেলেছিল১৫ই জুলাই, ১৯৩০
সর্বশেষ খেলেছিল১৮ই ডিসেম্বার , ২০২২

আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড টু হেড~Argentina vs France h2h

আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড টু হেড ফিফা বিশ্বকাপে ৩বার দেখা হয়েছে। ৩বারের দেখায় ২বার আর্জেন্টিনা এবং ১বার ফ্রান্স জয়লাভ করে। আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড টু হেড সবচেয়ে বেশি বার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছে। অর্থাৎ ৮বার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছে। যেখানে আর্জেন্টিনা জয়লাভ করেছে ৪টি ম্যাচে। ফ্রান্স জয়লাভ করেছে ২টি ম্যাচে। বাকি ২টি ম্যাচ ড্রা হয়। তাছাড়া একবার ইন্ডিপেন্ডেন্স ম্যাচে গোল শূন্য ব্যাবধানে ড্রা হয়। আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড টু হেড পরিসংখ্যান বিবেচনায় অনেকটাই এগিয়ে থাকবে আর্জেন্টিনা।

সালম্যাচজয়ী দলস্কোরপ্রতিযোগিতা
১৫জুলাই, ১৯৩০আর্জেন্টিনা বনাম ফ্রান্সআর্জেন্টিনা১-০ফিফা বিশ্বকাপ
০৩জুন, ১৯৬৫ফ্রান্স বনাম আর্জেন্টিনাড্রা০-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
০৮জানুয়ারী, ১৯৭১আর্জেন্টিনা বনাম ফ্রান্সফ্রান্স৩-৪আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১২জানুয়ারী, ১৯৭১ফ্রান্স বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা০-২আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২৫জুন, ১৯৭২আর্জেন্টিনা বনাম ফ্রান্সড্রা০-০ইন্ডিপেন্ডেন্স
১৮মে, ১৯৭৪ফ্রান্স বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা০-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২৬জুন, ১৯৭৭আর্জেন্টিনা বনাম ফ্রান্সড্রা০-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
০৬জুন, ১৯৭৮ফ্রান্স বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা১-২ফিফা বিশ্বকাপ
২৬মার্চ, ১৯৮৬আর্জেন্টিনা বনাম ফ্রান্সফ্রান্স২-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
০৭ফেব্রুয়ারী, ২০০৭ফ্রান্স বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা০-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১১ফেব্রুয়ারী, ২০০৯আর্জেন্টিনা বনাম ফ্রান্সআর্জেন্টিনা২-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
৩০জুন, ২০১৮ফ্রান্স বনাম আর্জেন্টিনাফ্রান্স২-০ফিফা বিশ্বকাপ
১৯ডিসেম্বার, ২০২২আর্জেন্টিনা বনাম ফ্রান্সআর্জেন্টিনা৩-৩ ( ৪-২ পেনাল্টি )ফিফা বিশ্বকাপ

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের পরিসংখ্যান কে বেশি শক্তিশালী

পরিসংখ্যানআর্জেন্টিনাফ্রান্স
মোট ম্যাচ
জয়
পরিাজয়
ড্রা
জয়ের পরিমাণ%৮৫.৭২%৭১.৪৩%
পরাজয়ের পরিমাণ%১৪.২৯%২৮.৫৭%
ড্রা%০০০০
গোল দিয়েছে১৫১৬
গোল খেয়েছে
সর্বোচ্চ গোলদাতালিওনেল মেসি ৭টিকিলিয়ান এমবাপ্পে ৮টি

 

কাতার বিশ্বকাপে ফ্রান্স সর্বমোট ৭টি ম্যাচ খেলে ৫টিতে জয়লাভ করেছে। ফ্রান্স কাতার বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত ফলে, তাদের জয়ের পরিমাণ ১০০%। অন্যদিকে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৫টি ম্যাচে। জয়ের পরিমাণ ৮৩.৩৩%। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার একমাত্র হার সৌদি আরবের সাথে গ্রুপ পর্বের ম্যাচে। এই বিশ্বকাপে ফ্রান্স “ডি” গ্রুপ থেকে তিউনেশিয়া, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছিল ফ্রান্স। অন্যদিকে আর্জেন্টিনা “সি” গ্রুপ থাকে ২টি জয় ( মেক্সিকো, পোল্যান্ডস) ও একটি পরাজয় ( সৌদি আরব )  নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে শেষ ১৬তে উঠেছিল।

গ্রুপ পর্বে ফ্রান্স প্রতিপক্ষ দলগুলোকে গোল দিয়েছিল ৭টি বিপরীতে গোল খেয়েছিল মাত্র ২টি। অপরদিকে আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বের ম্যাচে গুলোতে গোল দিয়েছিল ৫টি বিপরীতে গোল খেয়েছিল ২টি।

নক আউট পর্বে এসে ফ্রান্স প্রতিপক্ষ দলগুলোকে দিয়েছে সমান ৭টি গোল এবং গোল খেয়েছে মাত্র ২টি। অপরদিকে আর্জেন্টিনা তাদের নক আউট পর্বের ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলগুলোকে গোল দিয়েছে ৭টি। বিনিময়ে গোল হজম করতে হয়েছ ৩টি। ফলে চলমান বিশ্বকাপে ফ্রান্স বনাম আর্জেন্টিনা ফাইনালের পূর্বে ফ্রান্স অপারাজিত থেকে প্রতিপক্ষ দলগুলোকে সর্বমোট গোল দিয়েছে ১৪টি। বিপরীতে হয়ম করতে হয়েছে ৪টি গোল। অন্যদিকে আর্জেন্টিনা ফাইনালের উঠার আগ পর্যন্ত প্রতিপক্ষ সর্বমোট ১২টি গোল দিয়েছে। বিনিময়ে হজম করতে হয়েছে ৫টি গোল।

(সবচেয়ে আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button