পরিসংখ্যানফুটবলফুটবল বিশ্বকাপ
Trending

আর্জেন্টিনা বনাম মেক্সিকো পরিসংখ্যান হেড টু হেড ~ Argentina vs Mexico Head to Head Record

আর্জেন্টিনা বনাম মেক্সিকো পরিসংখ্যান হেড টু হেড কে কতবার জয়লাভ করেছে? দেখে নিন কে কতটা এগিয়া। কাতার বিশ্বকাপ ২০২২ এর “সি” গ্রুপে থাকা আর্জেন্টিনা বনাম ম্যাক্সিকোর পরবর্তী ম্যাচ ২৭শে নভেম্বার। “সি” গ্রুপ থেকে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে সৌদি আরবের কাছে ২-১ গোল ব্যাবধানে পরাজিত হওয়ায় আর্জেন্টিনার জন্য পরবর্তী রাউন্ডে ( শেষ ষোল ) যাওয়াটা এখন কঠিন সমীকরণে। তবে পোল্যান্ড মেক্সিকো ম্যাচ ড্রা হওয়াই সেই সমীকরণ কিছুটা অণুকুলে। কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিকোর সাথে পরবর্তী ম্যাচে ( ২৭শে নভেম্বার ) জয়লাভ করতে হবে। তার আগে চলুন দেখে আসি বিশ্বকাপে আর্জেন্টিনা এবং মেক্সিকোর পরিসংখ্যান। 

আর্জেন্টিনা বনাম মেক্সিকো পরিসংখ্যান হেড টু হেড ~ Argentina vs Mexico Head to Head Record

আর্জেন্টিনা বনাম মেক্সিকো পরিসংখ্যান হেড টু হেড Argentina vs Mexico Head to Head Record

আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে প্রথম খেলতে নামে ১৯শে জুলাই ১৯৩০ সালে ফিফা বিশ্বকাপে। প্রথম হেড টু হেড ম্যাচে আর্জেন্টিনা ৬-৩ গোলের ব্যাবধানে জয়লাভ করে। তার পর থেকে আর্জেন্টিনা বনাম মেক্সিকো হেড টু হেড পরিসংখ্যানে মোট ম্যাচ খেলেছে ৩৫টি। এই ৩৫টি ম্যাচে আর্জেন্টিনার জয় ১৬টি ম্যাচে। জয়ের পরিমাণ ৪৫.৭১%। মেক্সিকো জয় পেয়েছে ৫টি ম্যাচে। মেক্সিকোর জয়ের পরিমাণ ১৪.২৯%। আর্জেন্টিনা মেক্সিকোর হেড টু হেড পরিসংখ্যানে ৩৫টি ম্যাচে ড্রা হয়েছে ১৪টি ম্যাচে। ড্রার পরিমাণ ৪০%। বিশ্বকাপে মেক্সিকোর সাথে আর্জেন্টিনা এখনও পর্যন্ত যে ৩টি ম্যাচ খেলেছে তার সবকয়টিতেই জিতেছে আর্জেন্টিনা 

আর্জেন্টিনার জন্য সুখবর যে সর্বশেষ ১০ ম্যাচে ম্যক্সিকোর সাথে হারতে হয়নি একটি ম্যাচেও। সর্বশেষ ১জুলাই ২০০৪ সালে কোপা আমেরিকায় ১-০ গোল ব্যাবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে মেক্সিকো।

সালম্যাচজয়ী দলস্কোরপ্রতিযোগিতা
১৯৩০আর্জেন্টিনা বনাম মেক্সিকোআর্জেন্টিনা৬-৩ফিফা বিশ্বকাপ
১৯৫৬আর্জেন্টিনা বনাম মেক্সিকোড্রা০-০প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ
১৯৫৬আর্জেন্টিনা বনাম মেক্সিকোড্রা৩-৩প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ
১৯৬০আর্জেন্টিনা বনাম মেক্সিকোআর্জেন্টিনা৩-২প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ
১৯৬০আর্জেন্টিনা বনাম মেক্সিকোআর্জেন্টিনা২-০প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ
১৯৬২আর্জেন্টিনা বনাম মেক্সিকোআর্জেন্টিনা১-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৬৭আর্জেন্টিনা বনাম মেক্সিকোমেক্সিকো১-২আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৭৩আর্জেন্টিনা বনাম মেক্সিকোমেক্সিকো০-২আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৭৫আর্জেন্টিনা বনাম মেক্সিকোড্রা১-১কোপা আমেরিকা
১৯৮৪মেক্সিকো বনাম আর্জেন্টিনাড্রা১-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৮৪মেক্সিকো বনাম আর্জেন্টিনাড্রা১-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৮৫মেক্সিকো বনাম আর্জেন্টিনাড্রা১-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৮৫মেক্সিকো বনাম আর্জেন্টিনাড্রা১-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৮৭মেক্সিকো বনাম আর্জেন্টিনাড্রা১-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৮৭মেক্সিকো বনাম আর্জেন্টিনাড্রা১-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৯০মেক্সিকো বনাম আর্জেন্টিনামেক্সিকো২-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৯০মেক্সিকো বনাম আর্জেন্টিনামেক্সিকো২-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৯১আর্জেন্টিনা বনাম মেক্সিকোড্রা০-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৯৩মেক্সিকো বনাম আর্জেন্টিনাড্রা১-১কোপা আমেরিকা
১৯৯৩মেক্সিকো বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা১-২কোপা আমেরিকা
১৯৯৯আর্জেন্টিনা বনাম মেক্সিকোআর্জেন্টিনা১-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১৯৯৯মেক্সিকো বনাম আর্জেন্টিনাড্রা২-২আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২০০০আর্জেন্টিনা বনাম মেক্সিকোআর্জেন্টিনা২-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২০০৩মেক্সিকো বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা০-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২০০৪আর্জেন্টিনা বনাম মেক্সিকোমেক্সিকো০-১কোপা আমেরিকা
২০০৫মেক্সিকো বনাম আর্জেন্টিনাড্রা১-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২০০৫আর্জেন্টিনা বনাম মেক্সিকোআর্জেন্টিনা ( ট্রাইবোকার)১-১ফিফা কনফেডারেশন কাপ
২০০৬মেক্সিকো বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা১-২ফিফা বিশ্বকাপ
২০০৭আর্জেন্টিনা বনাম মেক্সিকোআর্জেন্টিনা৩-০কোপা আমেরিকা
২০০৮আর্জেন্টিনা বনাম মেক্সিকোআর্জেন্টিনা৪-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২০১০মেক্সিকো বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা১-৩ফিফা বিশ্বকাপ
২০১৫আর্জেন্টিনা বনাম মেক্সিকোড্রা২-২আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২০১৮মেক্সিকো বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা০-২আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২০১৮আর্জেন্টিনা বনাম মেক্সিকোআর্জেন্টিনা২-০আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২০১৯মেক্সিকো বনাম আর্জেন্টিনাআর্জেন্টিনা০-৪আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২০২২আর্জেন্টিনা বনাম মেক্সিকো২৬ নভেম্বার ২০২২পেন্ডিংফিফা বিশ্বকাপ

 

বিশ্বকাপে আর্জেন্টিনার পরিসংখ্যান

আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ১৯০২ সালে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে উরুগুয়ের সাথে ৬-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার বিশ্বকাপে অভিষেক ঘটে ১৯৩০ সালে ( ফিফা বিশ্বকাপের শুরু থেকে ) ফ্রান্সের বিপক্ষে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ফ্রান্সকে পরাজিত করে ১-০ গোল ব্যাবধানে। ওই ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ( ৮১ মিনিটে ) লুইস মন্টি। আর্জেন্টিনা তাদের প্রথম বিশ্বকাপের (১৯৩০ ) অপরাজিত থেকে ফাইনালে উঠে উরুগুয়ের সাথে ৪-২ গোল ব্যাবধানে পরাজিত হয়ে রানারাপ হয়।

তার পর থেকে আর্জেন্টিনা এখনও পর্যন্ত ১৮টি বিশ্বকাপে ( ১৯৩০, ১৯৩৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ সালে )  অংশগ্রহণ করে ২বার ( ১৯৭৮, ১৯৮৬ সালে  ) চ্যাম্পিয়ান এবং ৩বার (১৯৩০, ১৯৯০, ২০১৪ সাল ) রানারাপ হওয়ার গৌরব অর্জন করে। আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে তারা ৩বার ( ১৯৫৮, ১৯৬২, ২০০২ সালে ) গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার রেকর্ড আছে। 

আর্জেন্টিনার বিশ্বকাপ পরিসংখ্যানে এখনও পর্যন্ত মোট ৮৩টি ম্যাচ খেলে ৪৭ম্যাচে জয় পেয়েছে। জয়ের পরিমান ৫৬.৬৩%। বিশ্বকাপে আর্জেন্টিনার ৮৩টি ম্যাচের মধ্যে হারতে হয়েছে ২৭টিম্যাচে। পরাজয়ের পরিমান ৩২.৫৪%। এবং ড্রা করেছে ১০টি ম্যাচে। ড্রার পরিমান ১২.০৫%।

আর্জেন্টিনা তাদের সর্বশেষ বিশ্বকাপে ( ২০১৮ সালে ) শেষ ষোলতে ফ্রান্সের বিপক্ষে ৩-৪ গোল ব্যাবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

সালমোট ম্যাচজয়পরাজয়ড্রাফলাফল
১৯৩০রানার আপ
১৯৩৪প্রথম রাউন্ডে বিদায়
১৯৫৮গ্রুপ পর্বে বিদায়
১৯৬২গ্রুপ পর্বে বিদায়
১৯৬৬কোয়াটার ফাইনাল
১৯৭৪দ্বিতীয় রাউন্ডে বিদায়
১৯৭৮চ্যাম্পিয়ান
১৯৮২দ্বিতীয় রাউন্ডে বিদায়
১৯৮৬চ্যাম্পিয়ান
১৯৯০রানা রাপ
১৯৯৪শেষ ষোলতে বিদায়
১৯৯৮কোয়াটার ফাইনাল
২০০২গ্রুপ পর্বে বিদায়
২০০৬কোয়াটার ফাইনাল
২০১০কোয়াটার ফাইনাল
২০১৪রানা রাপ
২০১৮শেষ ষোলতে বিদায়
২০২২*বিশ্বকাপ চলমান
সার্বমোট৮৩৪৭২৭১০

বিশ্বকাপে মেক্সিকো পরিসংখ্যান

মেক্সিকো তাদের ফুটবল ইতিহাসের অভিষেক হয় ১৯২৩ সালে ১লা জানুয়ারি গুয়েতেমালার বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলের অভিষেক ম্যাচে মেক্সিকো গুয়েতেমালাকে ৩-২ গোল ব্যাবধানে পরাজিত করে। মেক্সিকোর বিশ্বকাপে অভিষেক হয় ১৯৩০ সালে (প্রথম বিশ্বকাপ)। প্রথম বিশ্বকাপে মেক্সিকো গ্রুপ পর্বে আর্জেন্টিনা, চিলি এবং ফ্রান্সের সাথে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।

তার পরে মেক্সিকো আরো ১৭টি ( ১৯৩০, ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২)   বিশ্বকাপে অংশগ্রহন করে সর্বোচ্চ সাফল্য ২বার (১৯৭০, ১৯৮৬) কোয়াটার ফাইনালে উঠা। মেক্সিকো এখনও পর্যন্ত তাদের ফুটবল পরিসংখ্যানে ৭বার ( ১৯৩০, ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭৮ সালে ) গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।

মেক্সিকোর বিশ্বকাপ পরিসংখ্যানে এখনও পর্যন্ত মোট ৫৮টি ম্যাচ খেলে ১৬ ম্যাচে জয় পেয়েছে। জয়ের পরিমান ২৭.৫৯%। বিশ্বকাপে মেক্সিকোর ৫৮টি ম্যাচের মধ্যে হারতে হয়েছে ২৭টি ম্যাচে। পরাজয়ের পরিমান ৪৬.৫৫%। এবং ড্রা করেছে ১৫টি ম্যাচে। ড্রার পরিমান ২৫.৮৬%।

সর্বশেষ বিশ্বকাপে ( ২০১৮ ) মেক্সিকো শেষ ষোলতে ব্রাজিলের সাথে ২-০ গোল ব্যাবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

সালমোট ম্যাচজয়পরাজয়ড্রাফলাফল
১৯৩০গ্রুপ পর্বে বিদায়
১৯৫০গ্রুপ পর্বে বিদায়
১৯৫৪গ্রুপ পর্বে বিদায়
১৯৫৮গ্রুপ পর্বে বিদায়
১৯৬২গ্রুপ পর্বে বিদায়
১৯৬৬গ্রুপ পর্বে বিদায়
১৯৭০কোয়াটার ফাইনাল
১৯৭৮গ্রুপ পর্বে বিদায়
১৯৮৬কোয়াটার ফাইনাল
১৯৯৪শেষ ষোলতে বিদায়
১৯৯৮শেষ ষোলতে বিদায়
২০০২শেষ ষোলতে বিদায়
২০০৬শেষ ষোলতে বিদায়
২০১০শেষ ষোলতে বিদায়
২০১৪শেষ ষোলতে বিদায়
২০১৮শেষ ষোলতে বিদায়
২০২২*চলমান
সার্বমোট৫৯১৭২৮১৫

 

আশাকরি আর্জেন্টিনা বনাম মেক্সিকো পরিসংখ্যান হেড টু হেড সমীকরণ এর সব তথ্য উপস্থাপন করতে সক্ষম হয়েছি। নতুন কোন দলের হেড টু হেড পরিসংখ্যান জানতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button