আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্ব সময় সূচি | আর্জেন্টিনার খেলার সময়সূচি ২০২৩

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্ব সময় সূচি খুঁজে থাকলে আজকের  এই নিবন্ধ আপনার জন্য। চলমান ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হয়েছে ০৮ সেপ্টেম্বর ২০২৩ থেকে এই বাছাই পর্ব ম্যাচ চলবে ২০২৫ সাল পর্যন্ত। দশটি দল এই বাছাইপর্বে অংশগ্রহণ করলেও এখানে শুধুমাত্র আর্জেন্টিনার খেলার সময়সূচি দেওয়া হল। 

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্ব সময় সূচি

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্ব সময় সূচি

তারিখবাংলাদেশ সময়প্রতিপক্ষ দলফলাফল
০৮/০৯/২০২৩ভোর ৬:০০ AM ইকুয়েডরআর্জেন্টিনা ১-০
১৩/০৯/২০২৩সকাল ৮:০০ AMবলিভিয়াআর্জেন্টিনা ৩-০
১৩/১০/২০২৩ভোর ৫:৩০ AMপ্যারাগুয়েআর্জেন্টিনা ১-০
১৮/১০/২০২৩সকাল ৮:০০ AMপেরু আর্জেন্টিনা ২-০
১৭/১১/২০২৩ভোর ৬:০০ AMউরুগুয়ে 
২২/১১/২০২৩ভোর ৬:৩০ AMব্রাজিল 
০৫/০৬/২০২৪TBDচিলি 
১০/০৬/২০২৪TBDকলোম্বিয়া  
১০/১০/২০২৪TBDভেনেজুয়েলা 
১৫/১০/২০২৪TBDবলিভিয়া 
১৪/১১/২০২৪TBDপ্যারাগুয়ে 
১৯/১১/২০২৪TBDপেরু 
২০/০৩/২০২৫TBDউরুগুয়ে 
২৫/০৩/২০২৫TBDব্রাজিল 
০৪/০৬/২০২৫TBDচিলি 
০৯/০৬/২০২৫TBDকলোম্বিয়া 
০৯/০৯/২০২৫TBDভেনেজুয়েলা 
১৪/০৯/২০২৫TBDইকুয়েডর 

আর্জেন্টিনার খেলা কবে বাংলাদেশ সময় ( পরিবর্তী ম্যাচ )

বাংলাদেশে আর্জেন্টিনার সমার্থক এতো পরিমাণ যা অন্য কোন দলের সমার্থক নাই নিসন্ধে। কেনই বা হবে না আর্জেন্টিনা সর্বশেষ ২০২২ সালে বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে পরাজিত হয়। তার পর থেকে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারতে হয়নি। 

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ উরুগুয়ে। ১৭ই নভেম্বর ২০২৩ সালে বাংলাদেশ সময় ভোর ৬ টার ম্যাচটি শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার ঘরের মাটিতে।

বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনা এখনও পর্যন্ত ৪ টি ম্যাচ খেলে ৪ টিতেই জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। সর্বশেষ পেরুর সাথে ২-০ গোল ব্যাবধানে জয়লাভ করে বাছাইপর্বে আর্জেন্টিনার পয়েন্ট হয় ১২। ৪ ম্যাচে আর্জেন্টিনা সর্বমোট ৭ টি গোল দিয়েছে তবে আশ্চর্যের ব্যাপার হল বাছাইপর্বে আর্জেন্টিনা এখনও একটি গোলও হজম করতে হয়নি।

আর্জেন্টিনা খেলা কোন চ্যানেলে দেখাবে

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার সকল ম্যাচ লাইভ দেখানো হচ্ছে ফিফার অফিশিয়াল সাইটে। তবে সেখানে দেখতে হলে আপনাকে সাবস্ক্রিপশন দিয়ে দেখতে হবে। আপনি যদি ফ্রিতে আর্জেন্টিনার সকল খেলা বাংলাদেশ থেকে লাইভ দেখতে চান তবে খেলা চলাকালীন সময় আমাদের সাইটে লাইভ স্কোর দেখানো হবে। এছাড়া ফেসবুক লাইভের মাধ্যমেও দেখতে পারবেন। ফেসবুক লাইভে দেখতে ফেসবুকে গিয়ে সার্চ করুন খেলা চলাকালীন সময়।

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Leave a Comment