আল হিলাল খেলা কবে 2023 | আল হিলাল খেলার সময় সূচি ২০২৩

সৌদি প্র লিগে ব্রাজিল সুপারস্টার নেইমার যোগ দেওয়ার পর থেকে নেইমার ফ্যানরা জানতে চাই আল হিলাল খেলা কবে। প্রিয় খেলোয়াড়কে এক পলক দেখতে খোজ রাখে আল হিলাল খেলার সময় সূচি এবং আল হিলাল খেলা লাইভ দেখার নিয়ম। চলুন দেখে আসি ২০২৩ সালে আল হিলাল খেলা কবে ও আল হিলাল খেলার সময় সূচি।

ক্লাবের নাম:আল-হিলাল এফসি
সর্বমোট মার্কেট ভেলু:€২৫৮.৯৫ মিলিয়ন
মালিক:পাবলিক ইনভেস্ট ফান্ড ৭৫% ও আল হিলাল অলাভজনক ফাউন্ডেশন ২৫%
কোর্স:জর্জ জেসাস
প্রতিষ্ঠিত:১৬ অক্টোবর, ১৯৫৭- ৬৫ বছর আগে
 লিগ:সৌদি প্র লিগে
পরবর্তী ম্যাচ:৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ( শনিবার )
পরবর্তী প্রতিপক্ষ:আল সাবাব

আল হিলাল খেলা কবে

২০২৩/২৪ মৌসুমে সৌদি লিগকে বিশ্বের কাছে আরো জনপ্রিয় করতে ব্রাজিলের নেইমারকে তারা দলে নিতে সক্ষম হয়েছে ৬০ মিলিয়ন ইউরো মার্কেট ভেলু পরিশোধ করে। আল হিলাল আগে থেকে বেশ জনপ্রিয় সৌদি আরবে তবে আল নাসর ক্লাবে ক্রিস্টায়ানো রোনালদো যোগ দেওয়ার পর থেকে অনেকটাই পরাজিত হতে হত ক্লাবটির। তবে তাদের চলতি মৌসুমে সেই ক্ষরা যেন কাটিয়ে উঠতে যাচ্ছে। বাংলাদেশ সহ সারা বিশ্বে নেইমার জুনিয়রের ভক্ত সমার্থক থাকায় ক্লাবটি নতুন ভাবে চিনতে শুরু করেছে সবাই। নিচের টেবিল থেকে আল হিলাল খেলা কবে দেখে নিন।

  • আল হিলাল পরবর্তী ম্যাচ : ০৩/১০/২০২৩
  • ম্যাচ শুরু বাংলাদেশ সময় : রাত ১০ টায়
  • প্রতিপক্ষ/ ম্যাচ : আল হিলাল বনাম নাসাজি মাজান্দারান

আল হিলাল খেলা কবে আল হিলাল খেলার সময় সূচি

আল হিলাল খেলার সময় সূচি ২০২৩

বাংলাদেশের সকল নেইমার ফ্যান এখন জানে সৌদি প্রো লিগে আল হিলাল নামে একটা ক্লাব রয়েছে যেখানে তাদের নাইমার খেলে থাকেন। ২০২৩/২৪ মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলাল এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ ম্যাচে জয় এক ম্যাচে ড্রা করে পয়েন্ট টেবিলের তৃতীয় নাম্বারে থাকা আল হিলাল। ৩ ম্যাচে ৭ গোল দিয়ে ২ গোল হজম করেছে ক্লাবটি। আল হিলাল খেলার সময় সূচি সহ সকল ম্যাচের আপডেট ফলাফল দেখুন নিচের টেবিলে।

আগস্ট মাসে আল হিলাল খেলার সময় সূচি

নতুন মৌসুম সহ আগস্ট মাসে আল হিলালের সর্বমোট ৮টি খেলা ছিলো ইতিমধ্যে ৮টি খেলা শেষ হয়েছে যেখানে আল হিলাল ৬টি ম্যাচে জয়লাভ করেছে, একটি ম্যাচে ড্রা, একটি ম্যাচে পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ এখনও বাকী আছে। চলুন দেখে আসি আল খেলার ফলাফল এবং পরিবর্তী ম্যাচের সময় সূচি। 

তারিখবাংলাদেশ সময় ও দিনম্যাচজয়ী দল
০২ আগস্টরাত ১২:৩০ মি. বুধবারআল হিলাল বনাম ওয়াইদাদ এসিআল হিলাল ২-১
০৬ আগস্টরাত ১২:০০ মি. রবিবারআল হিলাল বনাম আল ইত্তিহাদআল হিলাল ৩-১
১০ আগস্টরাত ১২:৩০ মি. বৃহস্পতিবারআল হিলাল বনাম আল সাবাবআল হিলাল ৩-১
১২ আগস্টরাত ০১:০০ মি. শনিবারআল হিলাল বনাম আল নাসরআল নাসর ২-১
১৪ আগস্টরাত ১২:৩০ মি. সোমবারআবহা বনাম আল হিলালআল হিলাল ৩-১
২০ আগস্টরাত ১২:০০ মি. রবিবারআল হিলাল বনাম আল ফায়হাড্রা ১-১
২৫ আগস্টরাত ১২:০০ মি.  শুক্রবারআল হিলাল বনাম আল রাইদআল হিলাল ৪-০
২৯ আগস্টরাত ১২:০০ মি.  মঙ্গলবারআল হিলাল বনাম ইত্তিফাকআল হিলাল ২-০

সেপ্টেম্বর মাসে আল হিলাল খেলার সময় সূচি

সেপ্টেম্বর মাসে আল হিলালের ৬টি খেলা আছে যেখানে ২ সেপ্টেম্বর প্রথম খেলা এবং মাসের শেষ অর্থাৎ ২৯ সেপ্টেম্বর সহ ৬ টি ম্যাচ। নিচের টেবিল থেকে দেখে নিন প্রতিপক্ষ এবং বাংলাদেশ সময়ে আল হিলাল খেলার সময় সূচি। 

তারিখবাংলাদেশ সময় ও দিনম্যাচজয়ী দল
০২ সেপ্টেম্বররাত ১২:০০ মি. শনিবারআল হিলাল বনাম আল ইত্তিহাদআল হিলাল ৪-৩
১৬ সেপ্টেম্বররাত ১২:০০ মি. শনিবারআল হিলাল বনাম আল রিয়াদআল হিলাল ৬-১
১৯ সেপ্টেম্বররাত ১২:০০ মি.  মঙ্গলবারনাভবাহর নামানগান বনাম আল হিলালড্রা ১-১
২১ সেপ্টেম্বররাত ০৯ টা বৃহস্পতিবারআল হিলাল বনাম আল দামাক এফসিড্রা ১-১
২৫ সেপ্টেম্বররাত ০৯:০০ মি.  সোমবারআল হিলাল বনাম আল জাবালেইনআল হিলাল ১-০
৩০ সেপ্টেম্বররাত ১২:০০ মি. শনিবারআল হিলাল বনাম আল সাবাব আল হিলাল ২-০

অক্টোবর মাসে আল হিলাল খেলার সময় সূচি

অক্টোবর মাসে আল হিলালের ৫টি খেলা রয়েছে বাংলাদেশ সময় তারিখ এবং বার সহ নিচের টেবিলে দেওয়া হল। 

তারিখবাংলাদেশ সময় ও দিনম্যাচজয়ী দল
০৩ অক্টোবররাত ১০ টা মঙ্গলবারনাসাজি মাজান্দারান বনাম আল হিলাল 
০৭ অক্টোবররাত ৯ টা শনিবারআল-উখদুদ বনাম আল হিলাল 
২১ অক্টোবররাত ১২:০০ মি. শনিবারআল হিলাল বনাম খালিজ এফসি  
২৪ অক্টোবররাত ১২:০০ মি.  মঙ্গলবারআল হিলাল বনাম মুম্বাই সিটি  
২৮ অক্টোবররাত ১২:০০ মি. শনিবারআল হিলাল বনাম আল আহলি  

আল হিলাল খেলোয়াড় তালিকা

আল হিলালের ২০২৩/২৪ মৌসুমে সকল খেলোয়াড়ের নামের তালিকা এখানে প্রকাশ করা হল। আল হিলালের ৩১ জন খেলোয়াড়কে দলে রাখতে ২৫৮.৯৫ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে ক্লাবটির। চলুন নিচের টেবিল থেকে আল হিলাল খেলোয়াড় তালিকা দেখে নিন। 

  • গোল রক্ষক: ইয়াসিন বুনু, মোহাম্মদ আল-ওয়াইস, হাবিব আল উতায়ান, আব্দুল্লাহ আল-মায়ুফ। 
  • রক্ষণভাগের খেলোয়াড়: আলী আল বুলাইহি, মুতইব আল মুফাররিজ, মোহাম্মদ জেহফালি, মুহাম্মদ আল খাইবারি, ইয়াসির আল-শাহরানি, সাউদ আব্দুল হামিদ, মোহাম্মদ আল-ব্রিক, হামদ আল ইয়ামি। 
  • মধ্যমাঠের খেলোয়াড়: রুবেন নেভেস, আব্দুল ইলাহ আল মালকি, সের্গেই মিলিঙ্কোভিচ-সাভিচ, মুহাম্মদ কান্নু, নাসির আল দাউসারি, সালমান আল ফরজ (অধিনায়ক), মুসাব আল জুয়াইর। 
  • আক্রমণভাগের খেলোয়াড়: নেইমার, মাইকেল, সালিম আল-দাউসারি, মুহাম্মদ আল কাহতানি, ম্যালকম, আলেকসান্দার মিত্রোভিচ, সালেহ আল-শেহরি, আব্দুল্লাহ আল হামদান, আব্দুল্লাহ রাদিফ। 

আল হিলালে নেইমারের বেতন কত

আল হিলালে নেইমার বাংলাদেশী টাকায় বছরে ১৭৯১ কোটি টাকা, মাসে ১৪৯ কোটি টাকা, সপ্তাহে ৩৭ কোটি টাকা, দিনে ৪ কোটি ৯৭ লাখ, ঘটায় ২০ লাখ, মিনিটে ৩৪ হাজার ৫০০ টাকা এবং সেকেন্ডে ৫৭৫ টাকা বেতন পাবেন।

এছাড়া সৌদি আরবকে প্রমোট করার জন্য প্রতি ইন্সটাগ্রাম পোস্টের জন্য পাবেন ৬০ কোটি টাকা ও প্রতি ম্যাচ জয়ের জন্য পাবেন প্রায় ১ কোটি টাকা। 

আল হিলাল খেলা লাইভ দেখার নিয়ম

আল হিলাল সহ সৌদি প্রো লিগের সকল ম্যাচ বাংলাদেশ এবং ভারত থেকে Sony Sports Network থেকে সরাসরি দেখতে পারবেন যেটা ট্রফি এপ্সে ফ্রিতে দেখা যায়। এছাড়া সৌদি আরব থেকে Shahid SSC channels এর মাধ্যমে দেখা যাবে আল হিলালের সকল খেলা। 

আরো পড়ুন: ইন্টার মায়ামি খেলা কবে জানুন

(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (318 votes)

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×