কুমিল্লা বনাম রংপুর লাইভ স্কোর, কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স লাইভ ম্যাচ বিপিএল ২০২৩, লিগ পর্বের শেষ দিনে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স। দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হলেও আজকের ম্যাচটি উভয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ম্যাচে যে দল জয়লাভ করবে সেই দল পয়েন্ট তালিকায় এক অথবা দুই নাম্বারে চলে যাবে ফলে কোয়ালিফায়ারে ফাইনালে উঠার জন্য অতিরিক্ত সুযোগ পাবে। আর এই সুযোগটি কুমিল্লা ও রংপুর দুই দলই নিতে চায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স আজকের ম্যাচে রংপুর রাইডার্স টসে দিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এখন ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লা বনাম রংপুর লাইভ
→ কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৭৭ / ৫ ( ২০ ওভার )
→রংপুর রাইডার্স : .১০৭ / ১০ ( ১৭ ওভার )
→ফলাফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭০ রানে জয়ী
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স আজকের ম্যাচের টস ফ্যাক্ট
বিপিএল ২০২৩ শুরু হয়েছিল ৬ জানুয়ারি থেকে, আজ ১০ ফেব্রুয়ারি বিপিএলের লিগ পর্বের শেষ দিনের ম্যাচ। বিপিএল ২০২৩ এর পুরোটা আসর শীতকালে অনুষ্ঠিত হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই টসে জয়ী দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে।কেননা শীতের সময় রাতে প্রচুর শিশির পড়ায় পিচ থাকে ভেজা। এমন ভেজা পিচে দিনের প্রথম খেলায় আগে বোলিং করা দল প্রথম পাঁচ ওভার এক্সট্রা এডভান্টেজ পেয়ে থাকে। যেটি কাজে লাগাতে টস জয়ী দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে থাকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স আজকের ম্যাচেও তাই টস জয় গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে। চলুন দেখে আসি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স আজকের ম্যাচে দুইদলের খেলোয়ার তালিকা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর একাদশ আজকের ম্যাচে
বিপিএলের অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান গত আসরের চ্যাম্পিয়ন দল। এবার বিপিএলেও দলটি চ্যাম্পিয়ন হতে যেন বদ্ধপরিকর। তাইতো নক আউট পর্বের পূর্বেই উড়িয়ে এনেছে ওয়েস্টইন্ডিয়ান দুই তারকা ক্রিকেটার সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলকে। দলটিতে আছে মুস্তাফিজুর রহমান এর মত টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার। আছে মোহাম্মদ রিজওয়ান এর মত চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ যেকোন টি-টোয়েন্টি দলকে চ্যালেঞ্জ ছাড়ানোর মত একটি দল। চলুন দেখে আসি আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেরা একাদশ।
১. ইমরুল কায়েস ( C )
২.লিটন দাস
৩. মোসাদ্দেক হোসেন
৪. জাকের আলি
৫. মুস্তাফিজুর রহমান
৬. তানভির ইসলাম
৭. সুনীল নারাইন
৮. মোহাম্মাদ রিজওয়ান
৯. আন্দ্রে রাসেল
১০. খুশদিল শাহ
১১. মুকিদুল ইসলাম
রংপুর রাইডার্স এর একাদশ আজকের ম্যাচে
এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান কে টেক্কা দিতে পারে এমন একটি দল রংপুর রাইডার্স। রংপুর রাইডারও নক আউট পর্ব শুরুর পূর্বেই উড়িয়ে এনেছে আফগান ব্যাটসম্যান রহমান উল্লাহ গ্রুবাজকে। দলটিতে আছে নাঈম শেখ, রনি তালুকদার এর মত মারকাটারি দেশি ব্যাটসম্যান। আছে হাসান মাহমুদ, হারিস রউফ, আজমাতুউল্লাহ ওমরজাই এর মত টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার। চলুন দেখে আসি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে আজকের ম্যাচে রংপুর রাইডার্স এর একাদশ।
১. নুরুল হাসান সোহান ( C )
২. নাইম শেখ
৩. মেহেদী হাসান
৪. শামীম হোসেন
৫. হাসান মাহমুদ
৬. রনি তালুকদার
৭. রবিউল হক
৮. টম কোহলার কাডমোর
৯. নবীন উল হক
১০. রহমানুল্লাহ গুরবাজ
১১. আসমাতুল্লাহ ওমরজাই
আরো পড়ুন: বিপিএলে কে কতবার কাপ নিয়েছে
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)