বিপিএল
Trending

কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম ২০২৩~কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড

4.9/5 - (31 votes)

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম বিপিএল ২০২৩ (৯ম আসরের) জন্য। বিপিএলের ৯ম আসর শুরু হবে আগামী বছর(২০২৩) ৫ই জানুয়ারি। বিপিএলের এবারের আসরে অংশগ্রহণ করছে ৭টি দল তার মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অন্যতম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ সাল থেকে বিপিএলের প্রত্যেকটা আসরে অংশগ্রহণ করে এখন পর্যন্ত মোট ৩ বার(সর্বোচ্চ) চ্যাম্পিয়ন হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম ২০২৩~কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড~কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম

বিপিএলের এখনো পর্যন্ত সবচেয়ে সফল দল তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরেও শিরোপা ধরে রাখার জন্য শক্তিশালী দল গুছিয়েছে। দলটি সরাসরি চুক্তিতে সাইনিং করিয়েছে দেশ সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে। দলটি সবচেয়ে বেশি চমক দেখিয়েছে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বলে শাহিন শাহ আফ্রীদিকে দলে ভিড়িয়ে। এছাড়া বর্তমান টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকেউ সরাসরি সাইনিং এ দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়াও পাকিস্তানি পেসার হাসান আলী, অলরাউন্ডার খুশ দিল শাহ, মোহাম্মদ নবীকে(আফগানিস্তান) সরাসরি সাইনিংএর মাধ্যমে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড এক নজরে

গতকাল(২৩ নভেম্বর) অনুষ্ঠিত বিপিএলের প্লেয়াররা ড্রাফ্ট থেকে দেশ সেরা ব্যাটসম্যান লিটন কুমার দাস কে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া দলটি গতকাল প্লেয়ার ড্রাফ্ট থেকে দেশি প্লেয়ারের কোটায় দলে ভিড়িয়েছে ইমরুল কায়েস,মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু হায়দার রনি, নাঈম হাসান, জাকের আলী, সৈকত আলী, আশিকুজ্জামানদের।গতকাল ড্রফ্ট থেকে বিদেশি প্লেয়ারের কোটায় দলে ভিড়িয়েছে জিম্বাবুয়ের শন উইলিয়ামস ও ওয়েস্ট ইন্ডিজের চ্যাডউইক ওয়ালটনকে। চলুন এক নজরে দেখে আসি বিপিএলের আগামী আসর ২০২৩ এর কেমন দল গোছাতে পারলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সরাসরি চুক্তি: মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান), জশ কেবি (ইংল্যান্ড), ব্রেন্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)।

আরো পড়ুন  সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ

ড্রাফট: লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুর জামান, জাকের আলি অনিক, শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহিদুল ইসলাম অঙ্কন ও দেলোয়ার হোসেন।

আইকন প্লেয়ার: ইমরুল কায়েস

হেড কোচ: মোহাম্মদ সালাউদ্দিন

বিপিএল ২০২৩ দলের নাম

১. কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২. ফরচুন বরিশাল

৩. রংপুর রাইডার্স

৪. সিলেট স্ট্রাইকার্স

৫. খুলনা স্ট্রাইকার্স

৬. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

৭.ঢাকা ডমিনেটর্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!