ক্রিকেট
Trending

ত্রিদেশীয় সিরিজের সব দলের স্কোয়াড সময়সূচি ২০২২

দোয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ম আসর। ত্রিদেশীয় সিরিজের সব দলের স্কোয়াড সময়সূচি ২০২২ প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ অক্টোবর থেকে। উক্ত ত্রিদেশীয় সিরিজ কে সামনে রেখে দলগুলোও ইতোমধ্যে ঘোষণা করেছে তাদের স্কোয়াড।যেহেতু এই সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য তাই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড টি মূলত দেখা যাবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। চলুন দেখে আসি ত্রিদেশীয় সিরিজের সব দলের স্কোয়াড ও তার সময়সূচী।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি ২০২২ সব দলের স্কোয়াড

আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে দলে ফেরানো হয়েছে লিটন দাস ও সৌম্য সরকারকে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগ সিপিএল শেষে দলে ফিরেছেন নিয়মিত ক্যাপ্টেন সাকিব আল হাসান। তবে আসন্ন ত্রিদেশীয় সিরিজেও বিবেচনা করা হয়নি তরুণ অলরাউন্ডার মাহেদি শেখকে।চলুন দেখে আসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি ২০২২ সব দলের স্কোয়াড
ত্রিদেশীয় সিরিজের সময়সূচি ২০২২ সব দলের স্কোয়াড

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াড

১.সাকিব আল হাসান (অধিনায়ক)
২. লিটন কুমার দাস (সহ-অধিনায়ক)
৩.আফিফ হোসেন ধ্রুব
৪.সৌম্য সরকার
৫.মেহেদি হাসান মিরাজ
৬.সাব্বির রহমান
৭.হাসান মাহমুদ
৮.তাসকিন আহমেদ
৯.মুস্তাফিজুর রহমান
১০.নুরুল হাসান সোহান
১১.এবাদত হোসেন
১২.ইয়াসির আলি
১৩.মোসাদ্দেক হোসেন সৈকত
১৪.মুহাম্মদ সাইফুদ্দিন
১৫.নাজমুল হোসেন শান্ত

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের খেলা ও সময়সূচী

বাংলাদেশ বনাম পাকিস্তান (৭ অক্টোবর, সকাল ৯টা)

নিউজিল্যান্ড-বাংলাদেশ (৯ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড-বাংলাদেশ (১২ অক্টোবর, সকাল ৯টা)

বাংলাদেশ-পাকিস্তান (১৩ অক্টোবর, সকাল ৯টা)

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের স্কোয়াড

আসন্ন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান স্কোয়াডে শাহীন শাহ আফ্রীদি থাকলেও প্রথমদিকের ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি। যথারীতি বাবর আজম কে ক্যাপ্টেন করে পাকিস্তান যে দল ঘোষণা করেছে সেখানে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে রয়েছে মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহরা আছে আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, হায়দার আলীর মতো হার্ড হিটার ব্যাটসম্যান। তবে বরাবরের মতো পাকিস্তান দলের মূল শক্তি তাদের বোলিং লাইন আপ। শাহীন শাহ আফ্রীদি, হারিস রউফ
নাসিম শাহ, মুহাম্মদ হাসনাইনদের মত স্পিডস্টার রয়েছে এই দলে। চলুন দেখে আসি ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড।

১.মোহাম্মদ বাবর (অধিনায়ক)
২.শাদাব খান (সহ-অধিনায়ক)
৩.মোহাম্মদ রিজওয়ান
৪.শান মাসুদ
৫.আসিফ আলি
৬.ইফতিকার আহমেদ
৭.খুশদিল আহমেদ
৮.মুহাম্মদ ওয়াসিম জুনিয়র
৯.মোহাম্মদ নেওয়াজ
১০.মুহাম্মদ হাসনাইন
১১.শাহীন শাহ আফ্রীদি
১২.হারিস রউফ
১৩.নাসিম শাহ
১৪.হায়দার আলী
১৫.উসমান কাদির

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের খেলা ও সময়সূচী

বাংলাদেশ বনাম পাকিস্তান (৭ অক্টোবর, সকাল ৯টা)

নিউজিল্যান্ড-পাকিস্তান (৮ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড-পাকিস্তান (১১ অক্টোবর, সকাল ৯টা)

বাংলাদেশ-পাকিস্তান (১৩ অক্টোবর, সকাল ৯টা)

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের স্কোয়াড

স্বাগতিক দেশ হিসেবে ত্রিদেশীয় সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে নিউজিল্যান্ড যে দল ঘোষণা করেছে সেখানে দলে রাখা হয়েছে ফাস্ট বোলিং অলরাউন্ডার জেমি নিশামকে যদিও নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাইরে রয়েছে এই অলরাউন্ডার। টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলন, মার্টিন গাপটিলদের নিয়ে নিউজিল্যান্ড যে দল ঘোষণা করেছে ত্রিদেশীয় সিরিজের দলগুলোর মধ্যে সবচেয়ে ভারসাম্য দল বলা যায় নিউজিল্যান্ডকে। চলুন দেখে আসি ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের ১৫ সদস্যের স্কোয়াড।

১.কেন উইলিয়ামসন (অধিনায়ক)
২.টিম সাউদি
৩.ইশ সোধি
৪.মিচেল স্যান্টনার
৫.গ্লেন ফিলিপ্স
৬জেমি নিশাম
৭.ড্যারিল মিচেল
৮.ফিন অ্যালেন
৯অ্যাডাম মিল্‌ন
১০.মার্টিন গাপ্টিল
১১.ডেভন কনওয়ে
১২.লকি ফার্গুসন
১৩.মার্ক চ্যাপম্যান
১৪.মাইকেল ব্রেসওয়েল
১৫.ট্রেন্ট বোল্ট

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের খেলা ও সময়সূচী

নিউজিল্যান্ড-পাকিস্তান (৮ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড-বাংলাদেশ (১৯ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড-পাকিস্তান (১১অক্টোবর, সকাল ৯টা)

নিউজিল্যান্ড-বাংলাদেশ (১২ অক্টোবর, সকাল ৯টা)

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড যে তিনটি দল অংশগ্রহণ করেছে এখানে প্রত্যেকে প্রত্যেকের সাথে দুটি করে ম্যাচ খেলে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের হুগলি ওভালে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button