বাংলাদেশ টি ২০ স্কোয়াড ২০২২ চুড়ান্ত

টি ২০ বিশ্বকাপের জন্য আজ চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর আগে টি ২০ বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্ত আজ (১৪/১০/২২) ছিল চূড়ান্ত টি ২০ স্কোয়াড প্রকাশের শেষ দিন।

বাংলাদেশ টি ২০ স্কোয়াড ২০২২ চুড়ান্ত
বাংলাদেশ টি ২০ স্কোয়াড ২০২২ চুড়ান্ত

ত্রিদেশীয় সিরিজে ভরা ডুবির পর কিছুটা দলে পরিবর্তন করতে একরকম ব্যাধ হয়েই দলে এনেছে এই পরিবর্তন। টি ২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে একটা ম্যাচেও জয়লাভ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট। ২০ বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে ভাল করতে পারলে কিছুটা স্বস্তিতে থাকতে পারতো। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ দল ঘোষণায় ১৫ সদস্যের স্কোয়াডের ফিরলেন শরিফুল, সৌম্য বাদ পড়েছেন সাইফুদ্দিন, সাব্বির

একনররে চুড়ান্ত বাংলাদেশ টি ২০ স্কোয়াড ২০২২

 

১. সাকিব আল হাসান (অধিনায়ক)

২. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক/সহ-অধিনায়ক)

৩. সৌম্য সরকার

৪. লিটন কুমার দাস

৫. আফিফ হোসেন

৬. ইয়াসির আলী চৌধুরী

৭. মুসাদ্দেক হোসেন সৈকত

৮. নাজমুল হোসেন শান্ত

৯. মেহেদী হাসান মিরাজ

১০. তাসকিন আহমেদ

১১. মুস্তাফিজুর রহমান

১২. হাসান মাহমুদ

১৩. শরিফুল ইসলাম

১৪. নাসুম আহমেদ

১৫. এবাদত হোসেন

এবারের টি ২০ বিশকাপে সরাসরি সুপার টুয়েলভে ফেলবে বাংলাদেশ ক্রিকেট দল। টি টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেনি তবে পরের ম্যাচ গুলোতে বেশ ভালই খেলেছে। অন্য দিলে সাইফ উদ্দিন এবংসাব্বির প্রথমে দলে শুযোগ পেলেও পরে তা কজে লাগাতে পারেনি। তবে ভাল পারফর্ম দেখিয়ে দলে জায়গা করে নিয়েছেন শরিফুল।

আরো পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি

টি ২০ বিশ্বকাপ ২০২২ কবে?

১৬-অক্টোবর-২০২২ থেকে টি ২০ বিশ্বকাপ শুরু হবে।

Rate this post

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×