বার্সেলোনার খেলার সময় সূচি ২০২৩ [ বার্সেলোনার পরবর্তী ম্যাচ ২০২৩ ]

বার্সেলোনার খেলার সময় সূচি ২০২৩ , বার্সেলোনার খেলা কবে, বার্সেলোনার পরবর্তী ম্যাচ কবে ? এমন সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের প্রতিবেদনটি। বার্সেলোনা খেলার সময় সূচি ২০২৩ জানতে সাথে থাকুন খেলা ১৮ এর পাতায়। ২০২৩ সালের বার্সেলোনার লা লিগার সমস্ত খেলা ও উয়েফা চ্যাম্পিয়ন লিগের খেলা সহ ৪ই জুন পর্যন্ত মোট ২৩ টি ম্যাচের সময়সূচী সঠিক ও সুন্দরভাবে দেওয়া হল। তাহলে চলুন দেখে আসি বার্সেলোনার খেলার সময় সূচি।

বার্সেলোনার খেলার সময় সূচি ২০২৩~বার্সেলোনার পরবর্তী ম্যাচ ২০২৩
বার্সেলোনার পরবর্তী ম্যাচ ২০২৩

বার্সেলোনার খেলার সময় সূচি ২০২৩

তারিখবাংলাদেশ সময় ও দিনম্যাচপ্রতিযোগিতা
২০ জানু, ২৩শুক্রবার, রাত ১:০০ AMবার্সেলোনা বনাম এডি সিউটাকোপা দেল রেই
২২ জানু, ২৩রবিবার, রাত ১১:৩০ PMবার্সেলোনা বনাম গেটাফেলা লিগা
২৮ জানু, ২৩শনিবার, রাত ০৯:১৫ PMবার্সেলোনা বনাম গিরোনালা লিগা
০২ ফেব্রু, ২৩বৃহস্পতিবার, রাত ২:০০ AMবার্সেলোনা বনাম রিয়েল বেটিসলা লিগা
০৫ ফেব্রু, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম সেভিয়ালা লিগা
১২ ফেব্রু, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম ভিলারিয়াললা লিগা
১৬ ফেব্রু, ২৩বৃহস্পতিবার, রাত ১১:৪৫ PMবার্সেলোনা বনাম ম্যান ইউইউরোপা লীগ
১৯ ফেব্রু, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম কাদিসলা লিগা
২৪ ফেব্রু, ২৩শুক্রবার, রাত ২:০০ AMবার্সেলোনা বনাম ম্যান ইউইউরোপা লীগ
২৬ ফেব্রু, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম আলমেইরালা লিগা
০৫ মার্চ, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম ভালেনসিয়ালা লিগা
১২ মার্চ, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম অ্যাথলেটিকলা লিগা
১৯ মার্চ, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদলা লিগা
০২ এপ্রিল, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম এলচেলা লিগা
০৯ এপ্রিল, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম গিরোনালা লিগা
১৬ এপ্রিল, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম গেটাফেলা লিগা
২৩ এপ্রিল, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদলা লিগা
২৬ এপ্রিল, ২৩বুধবার, TBDবার্সেলোনা বনাম রায়ো ভাল্লেকানোলা লিগা
৩০ এপ্রিল, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম রিয়েল বেটিসলা লিগা
০৩ মে, ২৩বুধবার, TBDবার্সেলোনা বনাম ওসাসুনালা লিগা
১৪ মে, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম এস্পানিওললা লিগা
২১ মে, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম রিয়াল সোসিয়েদাদলা লিগা
২৪ মে, ২৩বুধবার, TBDবার্সেলোনা বনাম রিয়াল ভ্যালাদলিদলা লিগা
২৮ মে, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম মালোর্কালা লিগা
০৪ জুন, ২৩রবিবার, TBDবার্সেলোনা বনাম সেল্টা দে ভিগোলা লিগা

বার্সেলোনা কোন দেশের ক্লাব

বার্সেলোনা ক্লাবটির স্পেনের একটি জনপ্রিয় ফুটবল ক্লাব। বার্সেলোনা ফুটবল ক্লাবটির প্রতিষ্ঠিত হয় ১৮৯৯ সালের ২৯ নভেম্বর। বার্সেলোনা ফুটবল ক্লাবটি ইউরোপের জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে অন্যতম কারণ বিভিন্ন সময়ে এই ক্লাবটিতে খেলেছে বিশ্বের নামিদামি ফুটবলাররা।আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা, ব্রাজিলের রোনালদিনহো থেকে শুরু করে হালের লিওনেল মেসি নেইমার জুনিয়র লুইস সুয়ারেজ এর মত বিশ্বসেরা ফুটবলাররা খেলেছেন এই ক্লাবটিতে। বার্সেলোনা ফুটবল ক্লাবটির বর্তমান মার্কেট ভ্যালু অনুযায়ী রয়েছে সপ্তম স্থানে যেটির পরিমাণ ৭৯৭ মিলিয়ন ইউরো। বার্সেলোনার বর্তমানে সবচেয়ে দামি ফুটবলার স্পেনের সেন্টার মিডফিল্ডার পেদ্রি। তাকে পেতে ক্লাবটির ব্যয় করতে হয়েছে ১০০ মিলিয়ন ইউরো। বার্সেলোনা ফুটবল ক্লাবের নিজেদের হোম হোম ভেন্যু হিসেবে রয়েছে ক্যাম্প ন্যু।

আরো পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড খেলার সময় সূচি ২০২৩

আশাকরি ২০২৩ সালে বার্সেলোনার সকল খেলার সময় সূচি সঠিক ভাবে পেয়েছেন আরো কিছু জানতে নিচে কমেন্ট করতে পারেন ধন্যবাদ। 

(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)

Rate this post

Leave a Comment

error: You are not allowed to print preview this page, Thank you
×