বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল আপডেট জানতে দেখুন খেলা ১৮ এর পাতা। বিপিএল ২০২৩ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবার বিপিএলে ৭টি দলের অংশগ্রহণে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬ টি। এই ৭টি দলের অংশগ্রহণে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে ৪২ টি। গ্রুপ পর্বে প্রত্যেকটি দল ১২ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতিটি খেলায় জয় লাভ করলে দেওয়া হবে ২ পয়েন্ট করে। এভাবে পয়েন্ট তালিকায় শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে। চলুন দেখে আসি বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩।
বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল
Team | Match | Win | Loss | Points | NRR |
---|---|---|---|---|---|
Sylhet Strikers | 12 | 9 | 3 | 18 | +0.737 |
Comilla Victorians | 12 | 9 | 3 | 18 | +0.723 |
Rangpur Riders | 12 | 8 | 4 | 16 | +0.165 |
Fortune Barishal | 12 | 7 | 5 | 14 | +0.542 |
Khulna Tigers | 12 | 3 | 9 | 6 | -0.534 |
Dhaka Dominators | 12 | 3 | 9 | 6 | -0.776 |
Chattogram Challengers | 12 | 3 | 9 | 6 | -0.872 |
সর্বশেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি , ২০২৩ ( শুক্রবার ) সময়: ১০ : ৩১ PM
বিপিএল ২০২৩ পয়েন্ট পাওয়ার নিয়ম
বিপিএল ২০২৩ এ ৭টি দলের অংশগ্রহণে গ্রুপ পর্বে ৪২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে প্রতিটি দল ১২টি করে ম্যাচ খেলবে। এক্ষেত্রে প্রত্যেকটি ম্যাচে জয় লাভ করলে জয় দল পাবে ২ পয়েন্ট। এক্ষেত্রে পরাজিত দল কোন পয়েন্ট পাবেনা তবে জয় পরাজয়ে দুটোতেই প্রভাবিত হবে পয়েন্ট তালিকার রান রেট এর অবস্থা। এক্ষেত্রে জয়ের ব্যবধান বড় হলে জয়ী দলের রান রেট বাড়বে এবং পরাজিত দলের রান রেট কমবে। এভাবে গ্রুপ পর্বে প্রতিটি দলের ১২ টি করে ম্যাচ শেষ হলে পয়েন্ট তালিকায় শীর্ষ চারটি দল খেলবে বিপিএল ২০২৩ এর সেমিফাইনালে। গ্রুপ পর্ব শেষে সেমিফাইনালে বিবেচনায় যেকোনো দুই দলের পয়েন্ট সমান থাকলে সেক্ষেত্রে যে দল রান রেটে এগিয়ে থাকবে ওই দলকে বিবেচনা করা হবে সেমিফাইনালে।
বিপিএল ২০২৩ সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের এবং বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের। এখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসর বিপিএল ২০২৩ এর সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকা নিয়মিত আপডেট প্রকাশ করা হয়। নিচে বিপিএল ২০২৩ সর্বোচ্চ রান সংগ্রহকারী ও উইকেট সংগ্রহকারীর তালিকা দেয়া হল।
সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকা
নাম | ম্যাচ | রান | সর্বোচ্চ ইনিংস |
তৌহিদ হৃদয় | ১০ | ৩৭৮ | ৮৯* |
সাকিব আল হাসান | ১২ | ৩৭৫ | ৮৯* |
নাজমুল হোসেন শান্ত | ১২ | ৩৭৩ | ৯৫ |
ইফতেখার আহমেদ | ১১ | ৩৫১ | ১০০* |
নাসির হোসেন | ১১ | ৩৪২ | ৬৬ |
সর্বোচ্চ উইকাট সংগ্রহকারীর তালিকা
নাম | ম্যাচ | উইকেট | সর্বোচ্চ ইনিংস |
নাসির হোসেন | ১২ | ১৬ | ২০/৪ |
হাসান মাহমুদ | ১২ | ১৫ | ২৬/৩ |
আজমাতুল্লাহ ওমরজাই | ১১ | ১৫ | ২২/৩ |
মোহাম্মাদ আমির | ১১ | ১৪ | ১২/৩ |
তানভীর ইসলাম | ১০ | ১৪ | ৩৩/৪ |
বিপিএল 2023 প্রাইজ মানি
বিপিএল ২০২৩ এর সর্বমোট প্রাইজ মানে ৪ কোটি টাকা । এক্ষেত্রে বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে সর্বোচ্চ ২ কোটি টাকা এবং রানার আপ দল পাবে ১ কোটি টাকা। এরপর বিপিএল অনলাইন কুইজ এওয়ার্ড এর টপ হান্ড্রেড স্কোরারস এর জন্য বরাদ্দ করা হয়েছে ২০ লাখ টাকা। এবার বিপিএলে টুর্নামেন্ট সেরা প্লেয়ারের জন্য ১০ লাখ বরাদ্দ করা হয়েছে।
আরো পড়ুন: বিপিএল ২০২৩ টিকেটের দাম কত
বিপিএল ২০২৩ এর গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে ম্যাচ সেরা প্লেয়ারের জন্য দেয়া হবে ১ লাখ টাকার প্রাইজ মানি তবে সেমিফাইনালের ম্যাচে এই প্রাইজ মানি (ম্যান অব দ্যা ম্যাচ) বেড়ে হবে ২ লাখ টাকা এছাড়াও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়দের জন্য বরাদ্দ করা হয়েছে ৫ লাখ টাকা। টুর্নামেন্টের বেস্ট ফিল্ডার এর জন্য প্রাইজ মানি ৩ লাখ টাকা। সবশেষে বিপিএল ২০২৩ এর সর্বোচ্চ রান সংগ্রহকারী ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী জন্য বরাদ্দ করা হয়েছে ৫ লাখ করে টাকা।
→বিপিএল এর মোট প্রাইস মানি : ৪ কোটি টাকা
→গ্রুপ পর্বে ম্যান অব দ্যা ম্যাচ : ১লাখ টাকা
→সেমিফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ : ২লাখ টাকা
→ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ :৫ লাখ টাকা
→বেস্ট ফিল্ডার অফ দা টুর্নামেন্ট : ৩ লাখ টাকা
→টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী : ৫ লাখ টাকা
→টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী :৫ লাখ টাকা
→টুর্নামেন্টের সেরা ক্রিকেটার :১০ লাখ টাকা
→অনলাইন কুইজ এওয়ার্ড:২০ লাখ টাকা
→রানার আপ : ১কোটি টাকা
→দল চ্যাম্পিয়ন দল :২ কোটি টাকা
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)