আগামীকাল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল বাংলেদেশ সময় দুপুর দুইটায় অ্যাডিলেড ওভাল ক্রিকেট গ্রউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দলেরি শক্তি সামর্থ্য বিবেচনা করে দারুন এক উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্ব। আগে থেকে দেখে নিন ভারত বনাম ইংল্যান্ড পরিসংখ্যান টি২০-ওডিআই-টেস্ট হেড টু হেড কে কতবার নিজেদেরকে যোগ্য দল হিসেবে প্রমান করেছে।

ভারত বনাম ইংল্যান্ড পরিসংখ্যান টি২০
ভারত বনাম ইংল্যাডের মধ্যকার এখনো পর্যন্ত ২২ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ভারত ১২ টি ম্যাচে জয়লাভ করেছে। ভারতের জয়ের পরিমান ৫৪.৫৪%। অপরদিকে ইংল্যান্ড ১০ টি ম্যাচে জয়লাভ করেছে। ইংল্যান্ডের জয়ের পরিমান ৪৫.৪৫%। দুই দলের মধ্যকার প্রথম দেখা হয়েছে ২০০৭ সালের ১৯ শে সেপ্টেম্বর এবং সর্বশেষ দেখা হয়েছে ১০ ই জুলায় ২০২২ সালে। সর্বশেষ দেখায় ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয়।
মোট ম্যাচ | ২২ |
ভারতের জয় | ১২ |
ইংল্যান্ডের জয় | ১০ |
ভারতের জয় % | ৫৪.৫৪% |
ইংল্যান্ডের জয় % | ৪৫.৪৫% |
ড্রা হইছে | ০০ |
প্রথম খেলেছিল | ১৯ শে সেপ্টেম্বর ২০০৭ |
সর্বশেষ খেলেছিল | ১০ ই জুলাই ২০২২ |
ওডিআই পরিসংখ্যান ভারত বনাম ইংল্যান্ড
ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার মোট ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১০৩ টি। যেখানে ভারতে জয় ৫৭ টি। ভারতের জয়ের পরিমান ৫৫.৩৩%। অন্যদিকে ইংল্যান্ডের ওডিআই ম্যাচে জয়ের পরিমান ৪৪ টি। ইংল্যান্ডের জয় ৪২.৭১%। ওডিআই ফর্মেট দুই দলের প্রথম দেখা হয় ১৩ ই জুলাই ১৯৭৪ সালে দি ওভাল ক্রিকেট গ্রাউন্ডে। এবং দুই দলের ওডিআই ফর্মেটে সর্বশেষ দেখা হয় ১৭ ই জুলাই ২০২২ ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড। ওডিআই ফর্মেট দুই দলের সর্বশেষ দেখায় ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।
মোট ম্যাচ | ১০৩ |
ভারতের জয় | ৫৭ |
ইংল্যান্ডের জয় | ৪৪ |
ভারতের জয় % | ৫৫.৩৩% |
ইংল্যান্ডের জয় % | ৪২.৭১% |
ড্রা হইছে | ০২ |
প্রথম খেলেছিল | ১৩ ই জুলাই ১৯৭৪ |
সর্বশেষ খেলেছিল | ১৭ ই জুলাই ২০২২ |
টেস্ট পরিসংখ্যান ভারত বনাম ইংল্যান্ড
টেস্ট ফর্মেটের এই মর্যাদাপূর্ণ আসরে ভারত ১৯৩২ সালের ২৫ শে জুনে ইংল্যান্ডের সাথে অভিষেক হয়। অপর দিকে ইংল্যান্ডের অভিষেক হয় অস্ট্রেলিয়া বিপক্ষে ১৮৭৭ সালের ১৫ই মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রউন্ডে। দুই দলের টেস্ট ফর্মেটের হেড টু হেড পরিসংখ্যানে মোট দেখা হয়েছে ৮১ বার। যেখানে ভারতের জয় ৩১ টি। ভারতের জয়ের পরিমান ৩৮.২৭%। আপরদিকে ইংল্যান্ডের জয় ৫০টি। জয়ের পরিমান ৬১.৭২%। দুই দলের প্রথম দেখা হয়েছিল ২৫ই জুন ১৯৩২সালে এবং সর্বশেষ দেখা হয়েছিল ১ লা জুলাই ২০২২ সালে। টেস্ট ফর্মেটের দুই দলের সর্বশেষ দেখায় ২-২ সমতায় সিরিজ শেষ হয়।
মোট ম্যাচ | ৮১ |
ভারতের জয় | ৩১ |
ইংল্যান্ডের জয় | ৫০ |
ভারতের জয় % | ৩৮.২৭% |
ইংল্যান্ডের জয় % | ৬১.৭২% |
ড্রা হইছে | ০০ |
প্রথম খেলেছিল | ২৫ ই জুন ১৯৩২ |
সর্বশেষ খেলেছিল | ১ লা জুলাই ২০২২ |
এখনও পর্যন্ত টি২০ বিশ্বকাপে আসরে ভারত বনাম ইংল্যান্ড মধ্যকার ৩ বারের দেখায় ভারতের জয় ২ টা এবং বাকি ১টা ইংল্যান্ডের। টি২০ ফর্মেটে পরিসংখ্যান বিবেচনা করে দেখলে বোঝা যায় ভারত বেশ কিছুটা এগিয়ে ইংল্যান্ডের থেকে। ওডিআয় ফর্মেটের পরিসংখ্যান বিবেচনায় ভারতের জয়ের পরিমান ৫৫.৩৩% এবং ইংল্যান্ডের জয়ের পরিমান ৪২.৭১%। তবে একমাত্র টেস্ট পরিসংখ্যানে ইংল্যান্ড ভারতের থেকে এগিয়ে ইংল্যান্ডের জয় ৬১.৭২% এবং ভারতের জয় ৩৮.২৭%।