Info

শুভ নববর্ষ ১৪৩১ স্ট্যাটাস, শুভেচ্ছা মেসেজ | পহেলা বৈশাখ ছবি ২০২৪

আজ বাংলা ১লা বৈশাখ ১৪৩১ বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন। বাঙালি জাতির ঐতিহ্যবাহী একটা দিন। প্রাচীন কাল থেকে বাঙালির ঘরে এই দিনে উৎসবের আমেজ নিয়ে পেতে উঠে প্রতিটি বাংলার প্রান। তাই কিছু পহেলা বৈশাখ ছবি ২০২৪ প্রকাশ করতে যাচ্ছে। আজকের নিবন্ধে বাংলা শুভ নববর্ষ ১৪৩১ স্ট্যাটাস, শুভেচ্ছা মেসেজ প্রকাশ করা হল নিচ থেকে দেখে নিন।

পহেলা বৈশাখ ছবি ২০২৪ | শুভ নববর্ষ ১৪৩১ শুভেচ্ছা

আজ ইংরেজি ১৪ই এপ্রিল ২০২৪, বাংলা ১৪৩১ ১লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। নবান্নের এই দিনে কৃষকের ঘরে উঠে ধান, সেই ধানের পায়েসে নবান্ন মাখা গ্রানের মাধ্যমে বাঙ্গালি জাতি তাদের নতুন বছরের সূচনা ঘটাই। বাংলা বছরের এই প্রথম দিনে একটা বাঙ্গালি আরেকটা বাঙ্গালিকে শুভেচ্ছা প্রেরনের মাধ্যমে বাংলার ঐতিহ্য ধরে রাখতে চাই। চাই তাদের পুরাতন দিনের রিতি নীতিকে ধরে রাখতে চাই। পহেলা বৈশাখ ছবি ২০২৪ থেকে কিছু ছবি প্রকাশ করা হল যেখানে বাংলা ১৪৩১ সালের শুভেচ্ছা বার্তা বাংলার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করবে।

পহেলা বৈশাখ ছবি ২০২৩
পহেলা বৈশাখ ছবি

 

শুভ নববর্ষ ১৪৩১ ফেসবুক স্ট্যাটাস

ডিজিটাল যুগে বাংলাই অতিতকে ধরে রাখতে বন্ধু-বান্ধবকে শুভেচ্ছা বার্তা পাঠাতে ফেসবুক স্ট্যাটাস পাঠাতে নিচের দেওয়া ছন্দ, কবিতা, উক্তি ব্যাবহার করতে পারেন। আমাদের সবার উচিৎ বাংলাকে ধরে রাখা বাংলাকে ভালবাসা। বাংলার মানুশের পুরাতন এই দিন মনে করিয়ে দিতেই শুভ নববর্ষ 2024 স্ট্যাটাস , শুভেচ্ছা মেসেজ। তাহলে চলুন নিচ থেকে দেখে নেই শুভ নববর্ষ 2024 স্ট্যাটাস , শুভেচ্ছা মেসেজ।

তোমার সব দুশ্চিন্তা দূর করে মনে আনো হর্ষ..

নতুন আলোয়, নতুন আশায় তোমাকে জানাই

                                                              🎉শুভ নববর্ষ🎉

 

নতুন আশা নতুন প্রান

নতুন সুরে নতুন গান

নতুন জীবনের নতুন আলো

নতুন বশর কাটুক ভাল

 

  🎉শুভ নববর্ষ🎉

শুধু প্রথম দিন নয়,

বছরের প্রতিটি দিন যেন

তোমার সুখে কাটে,

                                                                         🎉শুভ নববর্ষ🎉

“নববর্ষের নবরূপ

রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত।

সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো

  🎉শুভ নববর্ষ🎉১৪৩১

বাংলা নববর্ষ নিয়ে কবিতা | শুভ নববর্ষ ১৪৩১

বাংলা নববর্ষ নিয়ে আমাদের মকাঝে বেশ কিছু জনপ্রিয় কবিতা রয়েছে তা নিচে দেওয়া হল।

মুছে যাক গ্লানি,

ঘুচে যাক জরা,

অগ্নিস্নানে শুচি হোক ধরা

রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,

আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।

মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক

এসো হে বৈশাখ, এসো, এসো”

– রবীন্দ্রনাথ ঠাকুর   🎉শুভ নববর্ষ🎉১৪৩১

সব খারাপ স্মৃতিকে

পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,

নতুন বছর শুরু করো

নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে,

                                                                            🎉শুভ নববর্ষ🎉

নীল আকাশের মেঘের ভেলায়,

ঘাসের উপর শিশির কণায়,

প্রজাপতির রঙ্গীন ডানায়,

ফাল্গুনের ফুলের মেলায়,

তোমায় শুভেচ্ছা জানাই।

                                                                       🎉শুভ নববর্ষ🎉

নিশি যখন ভোর হবে।

সুখ তারা নিভে যাবে।

আসবে একটা নতুন দিন।

দুঃখ হতাশা যাও ভুলে।

হাসি আনন্দ নিও তুলে।

বছরটা হোক অমলিন।

বাংলা নতুন বছরের শুভেচ্ছা।

                                                                       🎉শুভ নববর্ষ🎉

গরম হাওয়া,

তপ্ত আবহাওয়া আকাশে মেঘের সারি..

মন খারাপ আর কষ্টের সাথে নতুন বছরে পাড়ি…

খুশীর লগ্নে তেপান্তরে দিল যে মন পাড়ি..

নতুন বছর এসেছে ঘুরে মেতে ওঠো তাড়াতাড়ি…

                                                                      🎉শুভ নববর্ষ🎉

নতুন বছর নতুন

আশা নিয়ে এসে গেল..

সেজে ওঠো সবাই নতুন জামা কাপড়ে…

আনন্দে প্লাবিত হোক চারিদিক..

                                                                            🎉শুভ নববর্ষ🎉

শুভ নববর্ষের পিক ২০২৪ | শুভ নববর্ষ ১৪৩১

শুভ নববর্ষ ১৪৩০ স্ট্যাটাস, শুভেচ্ছা মেসেজ
শুভ নববর্ষ ১৪৩০ স্ট্যাটাস, শুভেচ্ছা মেসেজ
শুভ নববর্ষ ১৪৩০ স্ট্যাটাস
শুভ নববর্ষ ১৪৩০ স্ট্যাটাস
শুভ নববর্ষের পিক ২০২৩ | শুভ নববর্ষ ১৪৩০
শুভ নববর্ষের পিক ২০২৩ শুভ নববর্ষ ১৪৩০

নববর্ষের শুভেচ্ছা বাণী ও উক্তি

নববর্ষের শুভেচ্ছা বাণী ও উক্তি

বাংলা বছরের প্রথম দিনে আমাদের সবার কিছু প্রতিজ্ঞা করা উচিৎ শুভ নববর্ষের এই দিনে সবাই পিছনের দিনকে পিছনে ফেলে বাংলা নতুন বছরকে স্বাগত জানায়। নিচে কিছু শুভ নববর্ষ ১৪৩১ স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা গুলো ভাল লাগবে আশা করি।

শুধু প্রথম দিন নয়,

বছরের প্রতিটি দিন যেন

তোমার সুখে কাটে..

নতুন বছরের শুভেচ্ছা

“নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু,

যা হয়না যেন শেষ,

নতুন বছরের অনেক শুভেচ্ছার

🎉শুভ নববর্ষ🎉

নতুন দিন কে নিয়ে দেখো স্বপ্ন

পুরাতনকে ভুলে যাও প্রিয়

নতুন সব কল্পনা নিয়ে

আজ থেকে শুরু হোক

নতুন জীবন সুখের হোক

তোমার প্রতিটি ক্ষণ

এই কামনা করি আমি সারাক্ষণ

🎉শুভ নববর্ষ🎉

১লা বৈশাখের শুভেচ্ছা

বাংলা বছরের প্রথম দিনে

পুরাতন দিন যাই ভুলে

নতুনকে নিয়ে করি আশা

এই আমাদের ভালবাসা

🎉শুভ নববর্ষ ১৪৩১🎉

বাংলা বছরের প্রথম দিন

আজকে নববর্ষ

আজকের এই দিনে

তোমাকে লাগছে দেখতে ভাল

শুভ নববর্ষ ১৪৩১

আরো পড়ুন: শুভ নববর্ষ ১৪৩১ শুভেচ্ছা ছবি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button