ভারত বনাম পাকিস্তান পরিসংখ্যান t20 [ Head to Head ] ক্রিকেট বিশ্বের এক অন্যতম কৌতুহল। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার চরম তুঙ্গে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘ ১০ বছর ভারত পাকিস্তানের কোন দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। এজন্য শুধুমাত্র আইসিসির আয়োজিত টুর্নামেন্টেই মুখোমুখি দেখা যায় দুই দলকে। সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী ভারত পাকিস্তানের ম্যাচ দেখার জন্য তাকিয়ে থাকে আইসিসি টুর্নামেন্টগুলোর দিকে। আগামীকাল ২৮ আগস্ট আবুধাবিতে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এরইমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গেছে টানটান উত্তেজনা।
কারণ ভারত পাকিস্তানের ম্যাচ মানেই হাইভোল্টেজ ম্যাচ। আরও যদি হয় সেটি টি-টোয়েন্টি ফরম্যাটে তাহলে তো কথাই নেই। তবে আগামীকাল ম্যাচে দুই দলই মিস করবে তাদের দলের সবচাইতে বড় দুই বোলারকে। এশিয়া কাপের দল ঘোষণার কিছুদিন আগেই চোটের কারণে দল থেকে বাদ পড়ে যায় জাসপ্রিত বুমরা। জাসপ্রিত বুমরা যেমন ভারতীয় দলের সবচেয়ে বড় বলারের নাম তেমনি পাকিস্তান দলে আছে শাহীন শাহ আফ্রীদি। শাহীন শাহ আফ্রীদি পাকিস্তান দলে এশিয়া কাপে থাকলেও দুদিন আগে প্র্যাকটিসে সেশনে হঠাৎ করে ইনজুরিতে পড়েন তিনি। শাহীন শাহ আফ্রীদি চটে পড়াই তার জায়গায় দলে নেয়া হয়েছে তরুণ পেসার হাসনাইনকে। জাসপ্রিত বুমরা ও শাহীন শাহ আফ্রীদি নিঃসন্দেহে এশিয়ার সেরা দুই বলার। এশিয়ার সেরা দুই বোলারকে ভারত-পাকিস্তান মুখোমুখি ম্যাচে দেখতে না পারাটা সমর্থকদের জন্য দুর্ভাগ্য বটে।

ভারত পাকিস্তান ক্রিকেট পরিসংখ্যান t20
ভারত এবং পাকিস্তান টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সফল দুটি দল। এমনকি ২০০৬ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল দুটি ও ভারত, পাকিস্তান। ২০০৬ সাল থেকে এখনো পর্যন্ত ভারত মোট টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ১৮১ টি।এর মধ্যে ভারত জয়লাভ করেছে ১২১ টি ম্যাচে এবং হারতে হয়েছে মাত্র ৫৬ টি ম্যাচে।বাকি ৪টি ম্যাচে ফলাফল হয়নি। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক এর পর থেকে পাকিস্তান এখনো পর্যন্ত মোট ম্যাচ খেলেছে ২০১ টি। এরমধ্যে পাকিস্তান জয়লাভ করেছে ১৩০ টি ম্যাচে।টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ১৩০টি ম্যাচে জয়ের বিপরীতে হার রয়েছে মাত্র ৬৮টি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এবং পাকিস্তান প্রথম মুখোমুখি হয় ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তারপর থেকে এখনো পর্যন্ত ভারত, পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ৯ বার।এই ৯ বারের মুখোমুখিতে পাকিস্তান ভারত কে হারাতে পেরেছে মাত্র ২ বার। যেখানে ভারত জয় লাভ করেছে ৭টি ম্যাচে। তবে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া সর্বশেষ ম্যাচে জয়লাভ করেছে অবশ্যই পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে ১০ উইকেট এর বড় ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। আগামীকাল রাত আটটায় এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আবুধাবিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ম বারের মতো মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
ভারত বনাম পাকিস্তান টেস্ট পরিসংখ্যান
ভারত ৮৯ বছরে এখনো পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছে ৫৮৬ টি ম্যাচ। অপর দিকে পাকিস্থান ২০ বছর পিছিয়ে ৬৯ বছরে মোট টেস্ট ম্যাচ খেলেছে ৪৩৪ টি। এখনও পর্যন্ত পাকিস্থান মোট ১৯২ টি টেস্ট ম্যাচ কম খেলেছে। এই ভারত পাকিস্তান টেস্ট পরিসংখ্যান থেকে খুব সহজেই বোঝা যাই ভারত পাকিস্থানের থেকে অনেকাংশে এগিয়ে।
আরো পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ ২০২২ প্রাইজ মানি
ভারত পাকিস্তান এশিয়া কাপ পরিসংখ্যান
এবারের এশিয়া কাপ ১৫ তম আসর অর্থাৎ এর আগে ১৪ টি আসর সম্পুন হয়েছে যেখানে ভারত ৮ বার চ্যাম্পিয়ান এবং ২ বার রানার্সআপ হয়। অন্যদিকে পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ান এবং ৩ বার রানার্সআপ হয়। এশিয়া কাপ বিশ্লেষণ করলে দেখা যাই কোন অংশে কম নয় পাকিস্থান।
ভারত বনাম পাকিস্তান পরিসংখ্যান টি২০ ওডিআই টেস্ট
খেলার ধরন | ম্যাচ সংখ্যা | ভারতের জয় | পাকিস্থানের জয় | ড্র /পরিতাক্ত |
---|---|---|---|---|
টি২০ | ১১ | ০৮ | ০৩ | ০০ |
ওডিআই | ১৩২ | ৫৫ | ৭৩ | ০৪ |
টেস্ট | ৫৯ | ০৯ | ১২ | ৩৮ |
মোট | ২০০ | ৭১ | ৮৭ | ৪৩ |