পিএসজি বনাম বায়ার্ন লাইভ, পিএসজি আজকের খেলা লাইভ। উয়েফা চ্যাম্পিয়ন লিগ ২০২৩ এবারের মৌসুমে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ। পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ লাইভ ম্যাচটি শুরু হবে আজ ( ১৫ই ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২:০০ টাই। পিএসজি মানেই ফুটবল প্রেমীদের কাছে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেদের চোখ ধাঁধানো পারফরমেন্স। কিন্তু ২০২৩ সালটা এখনো পর্যন্ত ভালো কাটছে না পিএসজির। । গত তিন ম্যাচে তিনটিতে হারতে হয়েছে মেসি-নেইমার-এমবাপ্পি বাহিনীর।তার মধ্যে আবার মেসি ও এমবাপ্পে রয়েছেন ইনজুরিতে। পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ লাইভ ম্যাচ দেখার উপায় সহ যাবতীয় আপডেট নিউজ জানতে চোখ রাখুন খেলা ১৮ এর পাতায়।
পিএসজি বনাম বায়ার্ন লাইভ
পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ লাইভ আজকের ম্যাচটি উয়েফা চ্যাম্পিয়ন লীগ ২০২৩ মৌসুমের অন্যতম হাইভোল্টেজ একটি ম্যাচ। একদিকে মেসি, নেইমার, এমবাপ্পিদের ত্রয়ী আক্রমণ অন্যদিকে সাদিও মানে, কমেন, থমাস মুলার দের আক্রমণ। ফুটবল প্রেমীদের জন্য যেন চোখের প্রশান্তি । পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ লাইভ আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ২:০০টায়। এখন চলুন দেখে আসি পিএসজি বনাম বায়ার্ন লাইভ ম্যাচটি বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে দেখার উপায়।
পিএসজি বনাম বায়ার্ন লাইভ স্কোর
পিএসজিঃ ০
বায়ার্ন মিউনিখঃ ১ ( কমেন ৫৩’)
পিএসজি বনাম বায়ার্ন লাইভ ম্যাচটি বাংলাদেশ থেকে দেখার উপায়।
পিএসজি বনাম বায়ার্ন লাইভ ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে টফি এপস এর মাধ্যমে। এছাড়াও ইন্ডিয়া থেকে পিএসজি বনাম বায়ার্ন ম্যাচটি দেখা যাবে SONY SPORTS-2 HD চ্যানেল থেকে। SONY SPORTS-2 HD চ্যানেলটিতে ইন্ডিয়া ছাড়াও অন্যান্য দেশ থেকে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ লাইভ ম্যাচটি দেখা যাবে। চলুন দেখে আসি পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ লাইভ আজকের ম্যাচের দুই দলের খেলোয়ার তালিকা।
পিএসজি খেলোয়ার তালিকা আজকের ম্যাচে
পিএসজি সাম্প্রতিক মার্সেয়ের সাথে হেরে ফ্রেঞ্জ লীগ থেকে বাদ পড়েছেন। তারপর আবার গত ম্যাচেও হেরেছে মোনাকোর কাছে। এ মৌসুমে পিএসজি যেন ছন্নছাড়া এর মধ্যে আবার দুঃসংবাদ ইনজুরিতে রয়েছে মেসি-এমবাপ্পে। যদিও আজকের ম্যাচে মাঠে দেখা যেতে পারে এমবাপ্পিকে। তবে পিএসজির সমর্থকদের হয়তো আজকের ম্যাচে অপেক্ষা করতে হতে পারে মেসির জন্য। চলুন দেখে আসি বায়ার্ন মিউনিখের বিপক্ষে আজকের ম্যাচে পিএসজির খেলোয়ার তালিকা।
Donnarumma; Hakimi, Marquinhos, Ramos; Mendes; Ruiz, Pereira, Verratti; Soler; Messi, Neymar
বায়ার্ন মিউনিখ খেলোয়ার তালিকা আজকের ম্যাচে
উয়েফা চ্যাম্পিয়ন লিগ ২০২৩ মৌসুমে ১৬ তম রাউন্ডে হাইভোল্টেজ ম্যাচে আজ রাত দুইটাই জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে ফ্রান্সের ক্লাব পিএসজির বিপক্ষে। মেসি নেইমার এমবাপ্পি দের বিপক্ষে সাদিও মানে, কোমেন, থমাস মুলার দের প্রতিযোগিতা দেখতে উৎসুক হয়ে আছে ফুটবল প্রেমীরা। চলুন দেখে আসি পিএসজির বিপক্ষে আজকের ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলোয়ার তালিকা।
Sommer; Cancelo, De Ligt, Upamecano, Davies; Kimmich, Goretzka; Sane, Musiala, Coman; Choupo-Moting
আরো পড়ুন: মেসির মোট লাল কার্ড কয়টি এবং হলুদ কার্ড কয়টি জানুন
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)