আজ ১৪ই এপ্রিল ২০২৩, বাংলা ১৪৩০ পহেলা বৈশাখ। বাংলা ১৪৩০ বঙ্গাব্দের প্রথম দিন। বাংলা বছরের প্রথম দিনে বাঙ্গালি তাদের মাঝে শুভ নববর্ষ ১৪৩০ শুভেচ্ছা ছবি এবং সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা প্রকাশ করে থাকে। তাই আজকের আপনাদের মাঝে কিছু শুভ নববর্ষ ১৪৩০ শুভেচ্ছা বাণী উক্তি শেয়ার করতে যাচ্ছে। নিচ থেকে দেখে নিন শুভ নববর্ষ ১৪৩০ শুভেচ্ছা ছবি।

পান্তা আর ইলিশ বাঙ্গালীর প্রাণ
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান
এসো হে বৈশাখ এসো এসো…
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ
নতুন আশা নতুন প্রাণ,
নতুন হাসি নতুন গান,
নতুন সকাল নতুন আলো,
নতুন দিন হোক ভালো,
দুঃখকে ভুলে যাই,
নতুনকে স্বাগত জানাই “শুভ নববর্ষ ১৪৩০”
আবার আসলো বৈশাখ মাস, চৈত্রের অবসানে !
নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিল প্রানে !
মনের যত গ্লানি ভুলে, জীবন গড়ো নতুন ভাবে!
নতুন নতুন স্বপ্ন দেখো, নববর্ষের টানে!
ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ” ১৪৩০
নতুন পোশাক নতুন সাঁজ।
নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
পহেলা বৈশাখ 2023 শুভেচ্ছা | শুভ নববর্ষ ১৪৩০ শুভেচ্ছা ছবি
পাতা ঝরা বৈশাখের মতো তোমার জীবনের সব দুঃখ গ্লানি ঝরে যাক, আর নতুনের ছোয়া লেগে হৃদয় আনন্দে উদ্ভাসিত হয়ে উঠুক, শুভ নববর্ষ বন্ধু ১৪৩০
সুখের ছন্দে ছন্দে মনের আনন্দে সব ব্যাথা ধুয়ে মুছে যাক মানুষ সহ পৃথিবীর প্রতিটি প্রাণী যে যেখানে সবাই ভালো থাক আছে যা মন্দ হোক তা আনন্দ শুধু আশা আর ভালোবাসাটুকু থাক হৃদয় থেকে জানাই তোমায় “””শুভ পহেলা বৈশাখ””
কিছু আশা কিছু ভরসা কিছু দুঃখ কিছু কষ্ট কিছু পাওয়া কিছু না পাওয়া আবার কিছু পেয়ে হারিয়ে ফেলা আসলে এসব এই জীবনের খেলা, মন খারাপ করোনা বন্ধু ফেলনা দীর্ঘশ্বাস, হৃদয় থেকে জানাই তোমায় শুভ পহেলা বৈশাখ ******* শুভ নববর্ষ *********
“শুভ নববর্ষ! নতুন সময়ে আপনাদের সকলের জীবনে নতুন আনন্দ, নতুন উদ্যম এবং সাফল্য নির্ভর করে আসুক। আপনার জীবনে প্রবল সুখ এবং সমৃদ্ধি থাকুক, শুভ পহেলা বৈশাখ!”
শুভ নববর্ষ ১৪৩০! এই বছর আপনার জীবনে অনেক সৌভাগ্য বয়ে আনুক!
পহেলা বৈশাখে শান্তি, ভালবাসা ও সমৃদ্ধি কামনা করছি!
তুমি হয়ে ওঠো সূর্যের মতো উজ্জ্বল,
জলের মতন শীতল, মধুর মতন মিষ্টি,
আশা করি এই নতুন বছরে তোমার সব ইচ্ছা যেন পূর্ণ হয়… শুভ ১লা বৈশাখ
আরো পড়ুন: পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
_-_ইলিশ মাছের ৩০ কাটা _-_
_-_বোয়াল মাছের দাড়ি _-_
_-_বৈশাকের ১ তারিখ _-_
_-_আসবেন আমাদের বাড়ি _-_
🎋🎋শুভ নববর্ষ🎋🎋
🥁🥁🥁